Daan Astro: রাশি অনুযায়ী ভুলেও এই সব জিনিস দান করবেন না, জেরবার হবেন অনটন-কষ্টে

দানে শুধু মানব ধর্ম পালন হয় বরং জীবনের নানা সমস্যা থেকেও মেলে মুক্তি। গ্রহের দোষ থেকে নিস্তার পাওয়া যায়। জ্যোতিষ মতে, এক একেক জিনিসের দানে নানা সমস্যা দূর হয়। কিন্তু ভুল দান করলে বিপদ বাড়ে।

Advertisement
রাশি অনুযায়ী ভুলেও এই সব জিনিস দান করবেন না, জেরবার হবেন অনটন-কষ্টে     দানে কী লাভ?
হাইলাইটস
  • দানে শুধু মানব ধর্ম পালন হয় বরং জীবনের নানা সমস্যা থেকেও মেলে মুক্তি।
  • গ্রহের দোষ থেকে নিস্তার পাওয়া যায়।
  • জ্যোতিষ মতে, এক একেক জিনিসের দানে নানা সমস্যা দূর হয়। কিন্তু ভুল দান করলে বিপদ বাড়ে।

অন্নদান, বস্ত্রদান, বিদ্যাদান, অভয়দান এবং ধনদান- অতি পুণ্যের কাজ বলে বিবেচিত হয়। যে কোনও বস্তুর দান করলে মন প্রফুল্ল হয়ে ওঠে। মোহ থেকে মুক্তি মেলে। শ্রীরামচরিতমানসে, গোস্বামী তুলসীদাস বলেছেন, দানের মত কোনও ধর্ম নেই এবং অন্যকে আঘাত করার মত পাপও নেই।

দানে শুধু মানব ধর্ম পালন হয় বরং জীবনের নানা সমস্যা থেকেও মেলে মুক্তি। গ্রহের দোষ থেকে নিস্তার পাওয়া যায়। জ্যোতিষ মতে, এক একেক জিনিসের দানে নানা সমস্যা দূর হয়। কিন্তু ভুল দান করলে বিপদ বাড়ে। এমনকি বড় ক্ষতিও হতে পারে। কখনও কখনও শুভ গ্রহও ভুল দানের কারণে খারাপ ফল দিতে পারে। জ্যোতিষ শাস্ত্র বিশেষজ্ঞদের মতে, বেদে এটাও লেখা আছে যে শত হাতে উপার্জন করতে হবে এবং হাজার হাতে দান করতে হবে। 

( নারীদেহে কোথায় চুল থাকলে সৌভাগ্যের প্রতীক? জানতে পড়ুন এই প্রতিবেদন- মহিলাদের শরীরের এই অংশগুলিতে লোম থাকা শুভ, মেলে লক্ষ্মীর আশিস )

শস্য দান- শস্য দান করলে জীবনে অন্নের অভাব হয় না।  রান্না না করা আনাজ দান করুন।

ধাতু দান-  শুধুমাত্র বিশেষ অবস্থায় ধাতু দান করুন। সেই ব্যক্তিকে দান করুন যাঁরা এটি প্রয়োগ করবেন। ধাতু দান করার ফলে আসন্ন বিপর্যয় এড়ানো যায়।

বস্ত্র দান- বস্ত্র দান করলে আর্থিক অবস্থার উন্নতি হয়। আপনি যে জামাকাপড় পরেন সেই পোশাক দান করুন। কখনও ছেঁড়া, পুরানো বা জীর্ণ পোশাক দান করবেন না 

রাশি অনুযায়ী যে জিনিস দান করবেন না 

মেষ- সূর্যকে অর্পণ করবেন না। মিষ্টি জিনিস দান করা এড়িয়ে চলুন। 
বৃষ- শনিকে অর্পণ করবেন না। কাউকে লোহা দেবেন না। 
মিথুন- শুক্রকে অর্পণ করবেন না। সবুজ জিনিস দান করা এড়িয়ে চলুন।
কর্কট- চাঁদকে দান করবেন না। সোনা দান এড়িয়ে চলুন। 
সিংহ -মঙ্গলকে দান করবেন না। ভূমি বা মাটির জিনিসের দান এড়িয়ে চলুন।     
কন্যা- বুধকে দান করবেন না। দুধ দান করা থেকে বিরত থাকুন।
তুলা-  শনিকে এবং কালো জিনিস দান করবেন না। 
বৃশ্চিক- মঙ্গলকে এবং হলুদ জিনিস দান করবেন না।
ধনু- কখনই সূর্যকে এবং মিষ্টি জিনিস দান করবেন না। 
মকর- শুক্রকে এবং তেল দান করবেন না।
কুম্ভ- শনিকে দান করবেন না। সবুজ জিনিসের দান এড়িয়ে চলুন।
মীন- মঙ্গল গ্রহকে দান করবেন না। লাল জিনিস দান এড়ানোই শ্রেয়। 

Advertisement

আরও পড়ুন- মহিলাদের শরীরের এই অংশগুলিতে লোম থাকা শুভ, মেলে লক্ষ্মীর আশিস

POST A COMMENT
Advertisement