কঠোর পর পরিশ্রমের পরও প্রত্যাশিত পল মেলে না। নানা বাধাবিঘ্ন চলে আসে জীবনে। শত চেষ্টাতেও আসে না সুখ ও সমৃদ্ধি। পরিশ্রম করলেও ফল না পেলে নিশ্চিতভাবে বাস্তু সংক্রান্ত দোষ থাকতে পারে। মা লক্ষ্মী আপনার উপর ক্ষুব্ধ হতে পারেন। সে কারণেই হয়তো চেষ্টা করেও পাচ্ছেন না সাফল্য। লক্ষ্মীকে খুশি করতে পারলে জীবন ভরে ওঠে সুখ-শান্তিতে। অর্থ উপার্জন করতেও পারেন। জ্যোতিষ ও বাস্তুশাস্ত্রে লক্ষ্মীকে খুশি করার নানা উপায় বলা হয়েছে। তুলসী গাছে দেবী লক্ষ্মী বাস করেন বলে বিশ্বাস করা হয়। দেবী লক্ষ্মীকে খুশি করতে পারলে সৌভাগ্য নিশ্চিত। তুলসীর শুকনো পাতার কয়েকটি টোটাকা দেওয়া হল
তুলসী গাছে বাস করেন নারায়ণ ও লক্ষ্মী। প্রতিটি সনাতনীর বাড়িতে থাকে তুলসী গাছ। প্রতিদিন তুলসী পুজো করা হয়। তুলসী তলায় প্রদীপ ও জল দেওয়ার রীতি চলে আসছে হাজার হাজার বছর ধরে। তুলসী অত্যন্ত পবিত্র গাছ। তুলসী গাছের পাতা দেওয়া হয় নারায়ণ ও লক্ষ্মীকে। নারায়ণের প্রসাদে তুলসী দেওয়া আবশ্যক। অনেকেই তুলসীর শুকনো পাতা ফেলে দেন। জানলে অবাক হবেন তুলসীর শুকনো পাতা দিয়েও ঘুমন্ত ভাগ্যকে জাগিয়ে তোলা যায়। চলুন জেনে নেওয়া যাক তুলসী শুকনো পাতার ৫ টোটকার কথা-
আরও পড়ুন- ঘরে ভুলেও রাখবেন না এই ১০ গাছ, কাঙাল হয়ে যাবেন
শুকনো তুলসী পাতার প্রতিকার (Dry Tulsi Leaves Upay)
- একটি ঘটিতে গঙ্গা জল নিন। তাতে তুলসীর শুকনো পাতা দিন। সেই জল গোটা ঘরে ছেটান। নেতিবাচক শক্তি দূর হয়। পরিবারে থাকে সুখ ও সমৃদ্ধি। কাটে বাস্তু দোষ।
- জলে শুকনো তুলসী পাতা দিয়ে স্নান করলেও উপকার পাওয়া যায়। এই প্রতিকারে ব্যক্তির শরীরে ইতিবাচক শক্তির প্রবেশ ঘটে। কাজে মন লাগে। নেতিবাচক ভাবনা থাকে না।
- শিশুদের বইয়ে একটি শুকনো তুলসী পাতা রাখুন। শিশুর আত্মবিশ্বাস বাড়ে। মন পড়ালেখায় মগ্ন থাকে।
- আর্থিক অবস্থা মজবুত করতে একটি লাল কাপড়ে শুকনো তুলসী পাতা বেঁধে টাকা-পয়সা রাখার জায়গায় রাখুন। অথবা লক্ষ্মীর পায়ের কাছে রাখুন। উপকার পাবেনষ
- শুকনো তুলসী পাতা দেওয়া জল দিয়ে গোপালকে স্নান করালেও উপকার পাওয়া যায়। গোপালকে তুলসী জল দিয়ে স্নান করালে অলৌকিক শক্তির প্রবেশ ঘটে ঘরে।