scorecardresearch
 

Durga Puja 2021,Maha Nabami Fixture: আনন্দের মাঝে বিষাদের সুর! জানুন মহানবমীর নির্ঘণ্ট

Durga Puja 2021,Maha Nabami Fixture: অষ্টমী ও নবমী তিথির সন্ধিক্ষণে হয় 'সন্ধি পুজো'। মহানবমী (Maha Nabami) তিথিতেও দেবীর বিশেষ পুজো হয়। এক নজরে দেখে নিন, এই বছরের মহানবমীর নির্ঘণ্ট (Maha Nabami Fixture)। 

Advertisement
মহানবমীর নির্ঘণ্ট মহানবমীর নির্ঘণ্ট
হাইলাইটস
  • অষ্টমী ও নবমী তিথির সন্ধিক্ষণে হয় 'সন্ধি পুজো'।
  • মহানবমী তিথিতেও দেবীর বিশেষ পুজো হয়।
  • নবমী থেকে মন ভারাক্রান্ত হয়ে যা সকলের।

Durga Puja 2021,Maha Nabami Fixture: এই বছরও করোনা পরিস্থিতিতেই বাপের বাড়ি এসেছে উমা (Durga)। তবে আগের বছরের থেকে পরিস্থিতি তুলনামূলক ভাল। এবারও দুর্গাপুজো (Durga Puja) নিয়ে রয়েছে হাইকোর্টের একাধিক বিধি নিষেধ। তবু উৎসবের আবহে গা ভাসিয়েছেন বাঙালি।    

আশ্বিন মাসে প্রায় দশ দিন ধরে দুর্গা পুজোর উৎসব (Durga Puja Festivals) পালিত হয়। যদিও প্রকৃত অর্থে, উৎসব শুরু হয় ষষ্ঠি দিন থেকে। দুর্গাপুজোর পাঁচ দিন মহাষষ্ঠী, মহাসপ্তমী, মহাঅষ্টমী, মহানবমী এবং বিজয়া দশমী হিসেবে পরিচিত। নবমী থেকে মন ভারাক্রান্ত হয়ে যা সকলের। আর একদিন পরেই দুর্গা প্রতিমা বিসর্জন। 

আরও পড়ুন:  দুর্গাপুজো থেকে লক্ষ্মীপুজো! জানুন পার্বণে ভরা অক্টোবর মাসের ব্রত- উৎসবের দিনক্ষণ

অষ্টমী ও নবমী তিথির সন্ধিক্ষণে হয় 'সন্ধি পুজো'। মহানবমী (Maha Nabami) তিথিতেও দেবীর বিশেষ পুজো হয়। এক নজরে দেখে নিন, এই বছরের মহানবমীর নির্ঘণ্ট (Maha Nabami Fixture)। 

durga puja 2021 fixture maha Nabami

মহানবমীর তারিখ (Maha Nabami Date)

* ২৭ আশ্বিন ইং ১৪ অক্টোবর বৃহস্পতিবার

মহানবমীর নির্ঘণ্ট (Maha Nabami Fixture)

* পূর্বাহ্ণ ৯।২৮ মিনিট থেকে রাত্রি  ৯।৫২ মিনিট পর্যন্ত মহানবমী। 

*পূর্বাহ্ণ মধ্যে দেবীর কেবল মহানবমীকল্পারম্ভ ও মহানবমীবিহিত পূজা প্রশস্তা এবং দেবীর নবরাত্রিক ব্রত সমাপন। 

* পূর্বাহ্ণ মধ্যে বিরাষ্টমী ও মহাষ্টমী ব্রতের পারণ। 

মহা নবমী

আরও পড়ুন: কেমন কাটবে উৎসবের দিনগুলি? জানুন পুজোর রাশিফল

দেবী দুর্গার আগমন (Goddess Durga Arrival)

এই বছর দেবী দুর্গার আগমন ঘোটকে, যার অর্থ ছত্রভঙ্গ।

Advertisement

দেবী দুর্গার আগমন গমন (Goddess Durga Departure)

উমা কৈলাসে ফিরবেন দোলায় যার অর্থ মড়ক কিংবা মহামারী।

 

 

Advertisement