বছরের নতুন পঞ্জিকা বা ক্যালেন্ডার হাতে পেলেই বাঙালিরা যেই দিনগুলিতে সবার আগে চোখ বোলায়, তার মধ্যে দুর্গা পুজো (Durga Puja) একটি। উৎসবপ্রেমী বাঙালির সবচেয়ে বড় পার্বণ (Biggest Bengali Festival) এই দুর্গা পুজো। ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে এবছরের দুর্গা পুজোর প্রস্তুতি (Durga Puja Preparations)। এক নজরে দেখে নিন ২০২২ সালের মহালয়া থেকে কালী পুজোর দিনক্ষণ।
হিন্দু শাস্ত্র অনুযায়ী মনে করা হয়, দেবীর দুর্গার (Maa Durga) মর্তে আগমন ও গমন যে বাহনে, তার ওপর নির্ভর করে গোটা বছরটা পৃথিবীবাসীর কেমন কাটবে। এবছর দেবী দুর্গার আগমন গজে, যার অর্থ শস্যপূর্ণা বসুন্ধরা। উমা কৈলাসে ফিরবেন নৌকায় যার অর্থ শস্য বৃদ্ধি ও জল বৃদ্ধি।
২০২২ সালের মহালয়ার তারিখ (Mahalaya 2022 Date)
এবছর মহালয়া পড়েছে ২৫ সেপ্টেম্বর, রবিবার। অর্থাৎ এদিন পিতৃপক্ষের অবসান হয়ে, মাতৃপক্ষের সূচনা হবে।
২০২২ সালের দুর্গা পুজোর তারিখ (Durga Puja 2022 Date)
* মহাপঞ্চমী - ৩০ সেপ্টেম্বর,শুক্রবার
* মহাষষ্ঠী - ১ অক্টোবর, শনিবার
* মহাসপ্তমী - ২ অক্টোবর, রবিবার
* মহাঅষ্টমী - ৩ অক্টোবর, সোমবার
* মহানবমী - ৪ অক্টোবর, মঙ্গলবার
* মহাদশমী - ৫ অক্টোবর, বুধবার
আরও পড়ুন: শাস্ত্র মতে শনির ৯ বাহন! জানুন কে সৌভাগ্য এবং খারাপ সময় নিয়ে আসে
লক্ষ্মী পুজো ২০২২ -র তারিখ (Lakshmi Puja 2022 Date)
* লক্ষ্মী পুজো - ৯ অক্টোবর, রবিবার
কালী পুজো ২০২২ -র তারিখ (Kali Puja 2022 Date)
* কালী পুজো - ২৪ অক্টোবর, সোমবার
আরও পড়ুন: মহিলাদের শরীরে এই ৭ চিহ্ন সৌভাগ্যের প্রতীক, তাদের বিয়ে করলে সংসার হয় সুখের
আগামী পুজোয় দুটো ছুটির দিন একসঙ্গে পড়েছে। একে রবিবার, তাও আবার গান্ধী জয়ন্তী। তার মধ্যে যাদের গোটা পুজোয় ছুটি থাকে, তাদের একসঙ্গে তিনটি ছুটির বাদ যাবে। অন্যদিকে লক্ষ্মীপুজোও পড়েছে রবিবার। তাই কিছুটা মন খারাপ হবে অনেক বাঙালিদেরই।