scorecardresearch
 

Durga Puja 2022: ষষ্ঠী থেকে বিজয়া দশমী, জানুন দুর্গা পুজোর নির্ঘণ্ট, তাৎপর্য ও নিয়মকানুন

Durga Puja 2022: দেবী দুর্গা, মহিষাসুরকে বধ করেছিলেন, এই জন্যেই বিশ্বাস করা হয় যে, এই উৎসব খারাপ শক্তির বিনাশ করে শুভশক্তির বিজয়। আশ্বিন মাসে প্রায় দশ দিন ধরে দুর্গা পুজোর উৎসব পালিত হয়।

Advertisement
বাঙালির সবচেয়ে বড় পার্বণ দুর্গা পুজো বাঙালির সবচেয়ে বড় পার্বণ দুর্গা পুজো

উৎসবপ্রেমী বাঙালির সবচেয়ে বড় পার্বণ দুর্গা পুজো (Durga Puja)। পশ্চিমবঙ্গ তো বটেই, এমনকি গোটা বিশ্বের বাঙালিরা জাকজমকপূর্ণ ভাবে সেই উদযাপন করেন উৎসবের এই দিনগুলি। আসাম, ত্রিপুরা, ওড়িশা এবং বিহারেও ব্যাপক উৎসাহ এবং উদ্দীপনার সঙ্গে পালিত হয় দুর্গা পুজো । চার ছেলেমেয়েকে নিয়ে উমা কৈলাশ থেকে মর্তে বাপের বাড়ি এসে দিন পাঁচেক থেকে ফিরে যান শ্বশুর বাড়ি। 

দেবী দুর্গা (Devi Durga), মহিষাসুরকে বধ করেছিলেন, এই জন্যেই বিশ্বাস করা হয় যে, এই উৎসব খারাপ শক্তির বিনাশ করে শুভ শক্তির বিজয়। আশ্বিন মাসে প্রায় দশ দিন ধরে দুর্গা পুজোর উৎসব পালিত হয়। যদিও প্রকৃত অর্থে, উৎসব শুরু হয় ষষ্ঠীর দিন থেকে। যুগ যুগ ধরে বিশ্বাস করা হয় যে, এদিনই দেবী দুর্গা মর্তে এসেছিলেন।

 

Durga Puja 2022  দুর্গা পুজো

দুর্গা পুজোর পাঁচ দিন মহাষষ্ঠী, মহাসপ্তমী, মহাঅষ্টমী, মহানবমী এবং বিজয়া দশমী হিসেবে পরিচিত। এটি সকলেরই প্রায় জানা। তবে অনেকেই অজানা, প্রতিটি দিনের নিজস্ব অর্থ এবং তাৎপর্য রয়েছে। মহালয়ার (Mahalaya) দিন পিতৃপক্ষের (Pitri Paksha)  অবসান হয়ে, মাতৃপক্ষের (Matri Paksha) শুরু হয়। সেদিনই আক্ষরিক অর্থে দুর্গা পুজোর সূচনা (Durga Puja Beginning) হয়। কথিত আছে মহালয়ার দিন অসুর ও দেবতাদের মধ্যে সংঘর্ষ হয়েছিল।

 

Durga Puja 2022  দুর্গা পুজো

 নবরাত্রি ২০২২ (Navaratri 2022)

* নবরাত্রি:  ৯ আশ্বিন, ইং ২৬ সেপ্টেম্বর (সোমবার) থেকে ১৮ আশ্বিন, ইং ৫ অক্টোবর (বুধবার)

দুর্গা পুজোর পাঁচদিনের তাৎপর্য ও এবছরের দিনক্ষণ দেখে নিন এক নজরে। 

Advertisement

দুর্গা পুজোর প্রথম দিন: ১৪ আশ্বিন, ইং ১ অক্টোবর (শনিবার) মহাষষ্ঠী (Maha Shasthi)

পৌরাণিক কাহিনি অনুসারে, মহাষষ্ঠীর দিন দেবী দুর্গা তাঁর সন্তান- সরস্বতী, লক্ষ্মী, গণেশ এবং কার্তিককে নিয়ে মর্তে অবতরণ করেন। মহাষষ্ঠীর প্রাক্কালে দুর্গার বোধনের পর সমস্ত আচার-অনুষ্ঠান শুরু হয়। পুজো প্যান্ডেল,মন্দির, বনেদিবাড়ি এমনকি যেখানে দুর্গার আরাধনা করা হয়, সর্বত্র ঢাকের তালে মেতে ওঠেন সকলে।

* অকাল বোধন
* আমন্ত্রন ও অধিবাস

 

Durga Puja 2022  দুর্গা পুজো


দুর্গা পুজোর দ্বিতীয় দিন: ১৫ আশ্বিন, ইং ২ অক্টোবর, (রবিবার) মহাসপ্তমী (Maha Saptami 2022)

মহাসপ্তমীতে মহাপুজো হয়। সূর্য ওঠার আগেই, একটি কলাগাছ পবিত্র গঙ্গার জলে স্নান করিয়ে, তারপর এটিকে নববধূর (কলা বউ) মতো নতুন শাড়ি পরানো হয়। 

* নবপত্রিকা প্রবেশ, স্থাপন, সপ্তম্যাদি কল্পারম্ভ ও সপ্তমীবিহিত পুজো প্রশস্তা

* কলাবউ স্নান 

Durga Puja 2022  দুর্গা পুজো


দুর্গা পুজোর  তৃতীয় দিন: ১৬ আশ্বিন, ইং ৩ অক্টোবর, (সোমবার) মহাঅষ্টমী (Maha Astami)

পৌরাণিক কাহিনি অনুসারে, বিশ্বাস করা হয় যে দেবী দুর্গা মহাঅষ্টমীতে মহিষাসুরকে বধ করেছিলেন। এই দিন ভক্তেরা পুষ্পাঞ্জলির মাধ্যমে দেবীকে আরাধানা করেন। ৯ বছরের কম বয়সী মেয়েরা, এদিন দেবী দুর্গা রূপে পূজিত হন। এই আচারটি 'কুমারী পূজা' নামে পরিচিত। এরপরে, অষ্টমী ও নবমী তিথির সন্ধিক্ষণে হয় 'সন্ধি পুজো'। 

* দুর্গা অষ্টমী
* কুমারী পূজা
* সন্ধি পুজো 

Durga Puja 2022  দুর্গা পুজো


দুর্গা পুজোর চতুর্থ দিন: ১৭ আশ্বিন ইং ৪ অক্টোবর (মঙ্গলবার) মহানবমী (Maha Nabami)

'সন্ধি পুজো' শেষ হলে শুরু হয় মহানবমী। নবমীর সন্ধ্যাবেলা, দেবীর 'মহা আরতি' করা হয়।

* মহা নবমী
 * দুর্গা বলিদান
 * নবমী হোম

 

Durga Puja 2022  দুর্গা পুজো

দুর্গা পুজোর পঞ্চম দিন: ১৮ আশ্বিন ইং ৫ অক্টোবর (বুধবার) বিজয়া দশমী (Bijoya Dashami)

বিজয়া দশমী  দুর্গাপুজোর উৎসবের শেষ দিন। প্রতিমাগুলি বরণ করে মহিলারা 'সিঁদুর খেলা'-এ মেতে ওঠেন।

এরপর জলাশয়ে বিসর্জন দেওয়ার হয় প্রতিমাগুলি। ঘট বিসর্জনের অর্থ, পুজো সমাপ্তি। বিসর্জনের সময় লম্বা শোভাযাত্রা বের করে। যেখানে নাচে- গানে, হাসি মুখে সকলে বিদায় জানান উমাকে।

* বরণ
* সিঁদুর খেলা 
* বিসর্জন 
* বিজয়া উৎসবের সূচনা 

 

Durga Puja 2022  দুর্গা পুজো

২০২২ সালে দেবী দুর্গার আগমন (Goddess Durga Arrival 2022)

এই বছর দেবী দুর্গার আগমন গজে, যার অর্থ শস্যপূর্ণা বসুন্ধরা।

২০২২ সালে দেবী দুর্গার আগমন গমন (Goddess Durga Departure 2022)

উমা কৈলাসে ফিরবেন নৌকায় যার শস্য বৃদ্ধি ও জল বৃদ্ধি।

লক্ষ্মী পুজো ২০২২ -র তারিখ (Lakshmi Puja 2022)

*  লক্ষ্মী পুজো - ২২ আশ্বিন, ইং ৯ অক্টোবর (রবিবার) 

কালী পুজো ২০২২ -র তারিখ (Kali Puja 2022) 

* কালী পুজো - ৬ কার্ত্তিক, ইং ২৪ অক্টোবর (সোমবার)  


 

Advertisement