scorecardresearch
 

Durga Puja at Home: বাড়িতে দুর্গাপুজোর সহজ ও শাস্ত্রসম্মত পদ্ধতি, কী কী সামগ্রী লাগে?

Durga Puja Preparation For Home: দুর্গাপুজোর বাকি আর মাত্র ক'টা দিন। প্রায় প্রতিটি বাঙালি বাড়িতেই লক্ষ্মীপুজো, সরস্বতী পুজোর প্রচলন আছে। কিন্তু যাঁরা পরিকল্পনা করছেন বাড়িতে দুর্গাপুজোও করবেন তাঁরা সহজেই তা করতে পারেন। বাড়িতে খুব সহজ পদ্ধতিতেই দুর্গাপুজো করা সম্ভব। শুধুমাত্র, পুজোর সামগ্রীগুলির জোগাড় করলেই পুজোর পাঁচদিন রীতি মেনে বাড়িতে পুজোর করতে পারেন। 

Advertisement
বাড়িতে দুর্গাপুজো করার পদ্ধতি (ফাইল ছবি) বাড়িতে দুর্গাপুজো করার পদ্ধতি (ফাইল ছবি)
হাইলাইটস
  • বাড়িতে দুর্গাপুজো করতে হলে দেবাদিদেব শিবের একটি ছবি লাগবে
  • লাগবে, ফুল, পান পাতা, সুপারি, কাঁচা হলুদ, পদ্ম ফুল, শিষ ডাব, ঘট, আমের পল্লব, বেলপাতা
  • পাঁচরকমের গোটা রসালো ফল অবশ্যই রাখবেন

Durga Puja Preparation For Home: দুর্গাপুজোর (Durga Puja) বাকি আর মাত্র ক'টা দিন। প্রায় প্রতিটি বাঙালি বাড়িতেই লক্ষ্মীপুজো, সরস্বতী পুজোর প্রচলন আছে। কিন্তু যাঁরা পরিকল্পনা করছেন বাড়িতে (Home) দুর্গাপুজোও করবেন তাঁরা সহজেই তা করতে পারেন। বাড়িতে খুব সহজ পদ্ধতিতেই দুর্গাপুজো করা সম্ভব। শুধুমাত্র, পুজোর সামগ্রীগুলির জোগাড় করলেই পুজোর পাঁচদিন রীতি মেনে বাড়িতে পুজোর করতে পারেন। 

যাঁরা ভাবছেন এবার বাড়িতেই দুর্গাপুজো করবেন, তাঁরা দেখে নিন দুর্গাপুজোর জন্য কী কী সামগ্রীর দরকার হয়। বাড়ির পুজোর জন্য মায়ের মূর্তি বা ছবিও আনতে পারেন। মাকে যে স্থানে রেখে পুজো করবেন সেই সিংহাসন বা পিঁড়িতে নতুন বস্ত্র দেবেন। এগুলি পুজোর আগেই গুছিয়ে নিন।

দুর্গাপুজোর সামগ্রী:

  • বাড়িতে দুর্গাপুজো করতে হলে দেবাদিদেব শিবের (Lord Shiva) একটি ছবি লাগবে।
  • লাগবে, ফুল, পান পাতা, সুপারি, কাঁচা হলুদ, পদ্ম ফুল, শিষ ডাব, ঘট, আমের পল্লব, বেলপাতা।
  • পাঁচরকমের গোটা রসালো ফল অবশ্যই রাখবেন।
  • এছাড়াও, মিষ্টি, নারকেলের নাড়ু, তিলের নাড়ু, মোয়া-মুড়কি রাখুন।
  • পুজোর জন্য প্রয়োজন হবে নৈবেদ্য। তাই নব গ্রহকে উদ্দেশ্য করে নৈবেদ্যর জোগাড় করে রাখুন। এর জন্য আতপ বা গোবিন্দভোগ চাল প্রয়োজন হয়।
  • রাখুন, পৈতে, নতুন বস্ত্র, চাঁদমালা।
  • পঞ্চপ্রদীপ, প্রদীপ, কর্পূর, ধূপকাঠি, ধুনুচি, বেল পাতা ও দূর্বা অবশ্যই রাখতে হবে।
  • মায়ের সাজ-সজ্জার জন্য আলতা-সিঁদুর, শাঁখা-পলা, টিপ, কানের ও হাতের গয়না, নতুন শাড়ি, ওড়না।

এই হল মায়ের পুজোর যোগান। এই সাধারণ কয়েকটি সামগ্রী আনলেই বাড়িতে দুর্গাপুজো করা সম্ভব। কী মন্ত্র এবং কবে, কীভাবে পুজো করবেন? তার জন্য আজ তাক বাংলার পোর্টালটিতে চোখ রাখুন। বাড়িতে ষষ্ঠী থেকে দশমী কীভাবে পুজো করবেন তার সহজ নিয়ম, পদ্ধতি বর্ণনা করা থাকবে।

Advertisement

Advertisement