Falgun Month Auspicious Dates in Bengali: ফাল্গুন বা ফাগুন বাংলা সনের একাদশ মাস। এই মাস বসন্তের আগমনী বার্তা দেয়। গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুযায়ী ফাল্গুন মাস সাধারণত ১৩ বা ১৪ ফেব্রুয়ারি থেকে শুরু হয়। 'ফাল্গুন' (Falgun) নামটি এসেছে উত্তরফাল্গুনী নক্ষত্রে সূর্যের অবস্থান থেকে। সাধারণত এই মাসেরই দোল উৎসবে আবীর ব্যবহার হয় বলে, আবীরের অন্য নাম 'ফাগ'।
প্রতি বছর ফাল্গুন মাসে বেশ কয়েকটি উৎসব হয়। সে সঙ্গে ফাল্গুন থেকেই বসন্তের শুরু বলে ধরে দেওয়া হয়। বসন্তকালে প্রকৃতি ঢেলে সাজানো থাকে। এজন্যে অনেকেই অপেক্ষা করে থাকেন ফাগুনের। বাঙালি হিন্দুদের যাবতীয় শুভ কাজ হয় বাংলা ক্যালেন্ডার বা পঞ্জিকা অনুসারে। তাই জেনে নিন, ফাল্গুন মাসের শুভ দিনক্ষণ।
ফাল্গুন মাসের শুভ দিন (Falgun Auspicious Dates)
* পূর্ণিমা – ৩ (১৬ ফেব্রুয়ারি), মাঘী পূর্ণিমা, পূর্বদিন রাত্রি ঘ ৯।৩৮ থেকে অদ্য রাত্রি ঘ ১০।৩০ পর্যন্ত।
* অমাবস্যা - ১৭ (২ মার্চ),পূর্বদিন রাত্রি ঘ ১২।৩৯ থেকে অদ্য রাত্রি ঘ ১১।১৮ পর্যন্ত।
* একাদশী – ১৪ (২৭ ফেব্রুয়ারি), ২৯ (১৪ মার্চ)
* বিয়ের তারিখ – ৩ (১৬ ফেব্রুয়ারি), ৫ (১৮ ফেব্রুয়ারি), ৬ (১৯ ফেব্রুয়ারি), ৭ (২০ ফেব্রুয়ারি), ১২ ( ২৫ ফেব্রুয়ারি), ১৮ (৩ মার্চ), ১৯ (৪ মার্চ), ২০ (৫ মার্চ), ২১ (৬ মার্চ), ২৫ (১০ মার্চ),
* অন্নপ্রাশনের শুভ তারিখ – ১ (১৪ ফেব্রুয়ারি), ১৯ (৪ মার্চ), ২৮ (১৩ মার্চ )
* সাধভক্ষণ - ১ (১৪ ফেব্রুয়ারি), ২৪ (৯ মার্চ), ২৮ (১৩ ফেব্রুয়ারি)
* বিশেষ উৎসব - ১৬ ফাল্গুন (১ মার্চ) মহাশিবরাত্রি, ১৯ ফাল্গুন রামকৃষ্ণ জন্মতিথি মাঘ (৪ মার্চ)
আরও পড়ুন: কবে পড়েছে এবছরের শিবরাত্রি? জানুন চতুর্দশীর দিনক্ষণ ও ব্রত পালনের নিয়ম
হিন্দু ধর্ম মতে পঞ্জিকার এই তারিখগুলি মেনেই শুভ কাজ করতে হয়। যে কোনও পুজো, আচার, ও শুভ কাজে পঞ্জিকা আবশ্যক। মনে করা হয় এই দিনগুলিতে শুভ কাজ করলে সংসারের জন্য তা শুভ হয়। এই বছর ১৪ ফেব্রুয়ারি থেকে ১৫ মার্চ পড়েছে ফাল্গুন মাস। তবে ব্যতিক্রমী ভাবে এবারের দোল পূর্ণিমা পড়েছে ৩ চৈত্র।