Ganesh 10 Unknown Facts: সামনেই গণেশ চতূর্থী, গণপতির বিষয়ে ১০টি অজানা তথ্য জেনে নিন

গণেশ চতুর্থী [Ganesh Chaturthi 2025] পশ্চিমবঙ্গ তথা দেশের অন্যতম জনপ্রিয় উৎসব। গণেশের জন্মদিবস হিসেবে এই দিন পালিত হয়। দেশজুড়ে বাড়ি, বাড়ি ও পুজো হয়। ২০২৫ সালের গণেশ চতুর্থী ২৭ অগাস্ট, বুধবার পালিত হবে।

Advertisement
সামনেই গণেশ চতূর্থী, গণপতির বিষয়ে ১০টি অজানা তথ্য জেনে নিন২০২৫ সালে গণেশ চতূর্থী পড়েছে ২৭ অগাস্ট ২০২৫।
হাইলাইটস
  • গণেশ চতুর্থী পশ্চিমবঙ্গ তথা দেশের অন্যতম জনপ্রিয় উৎসব।
  • গণেশের জন্মদিবস হিসেবে এই দিন পালিত হয়।
  • ২০২৫ সালের গণেশ চতুর্থী ২৭ অগাস্ট, বুধবার পালিত হবে।

গণেশ চতুর্থী [Ganesh Chaturthi 2025] পশ্চিমবঙ্গ তথা দেশের অন্যতম জনপ্রিয় উৎসব। গণেশের জন্মদিবস হিসেবে এই দিন পালিত হয়। দেশজুড়ে বাড়ি, বাড়ি ও পুজো হয়। ২০২৫ সালের গণেশ চতুর্থী ২৭ অগাস্ট, বুধবার পালিত হবে।

গণেশ চতুর্থীর সময় [Ganesh Chaturthi Date and Timing 2025]
এই বছরের গণেশ চতুর্থী শুভ সময় সকাল থেকেই শুরু হবে। সকাল ৭টা ১৫ মিনিটে সূচনা পুজো এবং বিকেলের দিকে আরতি। বাড়িতে বা মণ্ডপে এই সময় মেনে পুজো করা যাবে।

গণেশ চতুর্থীর পুজোর সঠিক সময় পঞ্জিকা অনুযায়ী দেখে নিতে হবে। 

গণেশের সম্পর্কে ১০টি অজানা তথ্য [10 Unknown Facts About Ganesh]

১. পুরাণ অনুযায়ী দেবী পার্বতী চেয়েছিলেন তাঁর নির্দেশ মেনে চলবে এমন বিশ্বস্ত কেউ থাকুক। একদিন তিনি তাঁর দুই সখী জয়া ও বিজয়ার পরামর্শে নিজের শরীর হলুদ ও চন্দনের দিয়ে অভিষিক্ত করেন। এরপর সেই হলুদ চন্দন দিয়েই দেবী গণেশের সৃষ্টি করেন।

২. বিভিন্ন পুরাণে গণেশের রূপ ও বৈশিষ্ট্য ভিন্নভাবে বর্ণনা করা হয়েছে। শিবপুরাণ অনুযায়ী, গণেশের শরীরের রঙ সবুজ।

৩. কোথাও গণেশকে পার্বতীর জ্যেষ্ঠ সন্তান বলা হয়েছে, আবার কোথাও কনিষ্ঠ পুত্র হিসেবে উল্লেখ করা হয়েছে। ‘গণেশ’ বা ‘গণপতি’ নাম মহাদেবের দেওয়া। এর অর্থ হল, 'গণের প্রধান দেবতা'। অর্থাৎ, সমস্ত মানুষই গণেশ আরাধনা করতে পারেন।

৪. গণেশের প্রায় ১০৮টি নাম আছে। মারাঠিতে বলা হয় ‘বিনায়ক’, ‘বিঘ্নেষ’, ‘বিঘ্নেশ্বর’। তামিলে জনপ্রিয় নাম ‘পিল্লাই’ এবং ‘পিল্লাইয়ার’, যার অর্থ যথাক্রমে ‘শিশু’ ও ‘মহান শিশু’। বার্মি ভাষায় গণেশকে ‘মহা পেইন্নে’ বলা হয়। থাইল্যান্ডে ‘ফ্রা ফিকানেত’। শ্রীলঙ্কার সিংহলি বৌদ্ধ অঞ্চলে ‘গণ দেবিয়ো’ বলা হয়।

৫. পুরাণ মতে গণেশের হাতে পাঁচ রাক্ষসের  বিনাশ হয়। তারা হল অহন্তাসুর (অহং), মায়াসুর (মায়া), লোবাসুর (লোভ), কামাসুর (কাম) এবং ক্রোধাসুর (ক্রোধ)।

৬. লোকবিশ্বাস, গণেশ চতুর্থীর দিন চাঁদের দিকে তাকানো শাস্ত্রীয়। বলা হয়, চন্দ্রদেব গণেশের গজমুখ দেখে হাসিতে ফেটে পড়েছিলেন। ক্ষুব্ধ হয়ে গণেশ চাঁদকে অভিশাপ দিয়েছিলেন। সেই কারণে অনেকে মনে করেন যে, গণেশ চতূর্থীর সময় চাঁদ দেখলে জীবনে সমস্যা আসতে পারে।

Advertisement

৭. অনেকের মধ্যেই ভুল ধারণা আছে যে, গণেশের স্ত্রী নাকি কলাবউ। কিন্তু আসলে গণেশের দুই স্ত্রী ছিলেন, ঋদ্ধি ও সিদ্ধি।  

৮. ১৯৮৩ সালে মহারাষ্ট্রে লোকমান্য তিলক প্রথমবার মতো গণেশ চতুর্থীর সার্বজনীন পুজোর সূচনা করেন।

৯. ২০১৪ সালে মুম্বইতে ১০,০০০ টি সার্বজনীন মণ্ডপে গণেশ পুজো হয়েছিল। 

১০. মহারাষ্ট্র ছাড়াও কর্ণাটক, অন্ধ্রপ্রদেশের কিছু অংশেও মহা ধুমধামে গণেশ চতুর্থী পালিত হয়। দেশের বাইরে নেপালের তরাই অঞ্চলেও গণেশ উৎসব উদযাপিত হয়।

গণেশ পুজোর মাহাত্ম্য [Importance of Ganesh Puja]
লোকবিশ্বাস গণেশের আরাধনা করলে জীবনের সমস্ত বাধা বিপত্তি দূর হয়। চাকরি, ব্যবসা বা যেকোনো ক্ষেত্রেই গণেশপুজো অত্যন্ত গুরুত্বপূর্ণ। লোকমতে, গণেশের আশীর্বাদ ছাড়া কোন কাজই সফল হয় না।

গণেশ চতুর্থীতে লাল ও হলুদ কাপড়, লাড্ডু ও ফুলের মালা দিয়েই সাধারণত পুজো দেওয়া হয়। এর প্রতিটিরই কিন্তু বিশেষ মাহাত্ম্য আছে। পুজো শেষে ভক্তরা মূর্তি বিসর্জন দিয়ে গণপতি বাপ্পাকে বিদায় জানান।

গণেশ চতুর্থীর পুজোয় এগুলি অবশ্যই মাথায় রাখুন [Ganesh Worship Tips]

  • সকালবেলা উঠে স্নান করে শুদ্ধ বসন পরুন।
  • প্রসাদে লাড্ডু নিবেদন করতে ভুলবেন না।
  • লোকমকে গণেশপুজোয় শিশুদের রাখলে এবং খাওয়ালে বিশেষ আশীর্বাদ মেলে।

গণেশ চতুর্থীতে তাই পরিবার, বন্ধু ও প্রতিবেশীদের সঙ্গে একত্রিত হয়ে উৎসবের আনন্দে মেতে উঠুন।

২০২৫ সালের গণেশ চতুর্থী ২৭ অগস্ট, বুধবার। শুধু ধর্মীয় নয়, এই দিনটির সামাজিক তাৎপর্যও অনেক। মহারাষ্ট্রের মতো রাজ্যে তো গণেশ পুজো রীতিমতো ধুমধামের সঙ্গে পালিত হয়। অনেকটা বাংলার দুর্গাপুজোর মতোই। আর এই গণেশ পুজো থেকেই দুর্গাপুজোর কাউন্ট ডাউন শুরু হয়ে যায়।

POST A COMMENT
Advertisement