scorecardresearch
 

Guru Mahadasha Upay : সহজ এই ৫ উপায়ে তুঙ্গে উঠবে বৃহস্পতি, দেবগুরুর আশীর্বাদে ১৬ বছর অর্থ নিয়ে ভাবতে হবে না

জ্যোতিষ শাস্ত্র অনুসারে যাঁদের জন্ম কুণ্ডলীতে বৃহস্পতি শুভ অবস্থানে থাকে তাঁরা খুব সুন্দর ও আকর্ষণীয় হন। শুধু তাই নয়, সেইসব মানুষেরা উচ্চ শিক্ষা লাভ করেন। তাঁরা বুদ্ধিমান এবং স্বভাবগতভাবে খুব শান্তও হন। জ্যোতিষীরা বলেছেন যে বৃহস্পতির মহাদশা (Guru Mahadasha) যে কোনও জাতকের জন্মকুণ্ডলীতে ১৬ বছর স্থায়ী হয়। এই অবস্থায় যাঁদের কুণ্ডলীতে গুরু শুভ অবস্থানে থাকে তাঁরা ধনী হয়ে ওঠেন।

Advertisement
প্রতীকী ছবি প্রতীকী ছবি
হাইলাইটস
  • বৃহস্পতি অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্রহ
  • এই গ্রহ মজবুত হলে মানুষের ভাগ্য ফিরে যায়
  • জানুন এর মহাদশার প্রভাব

Guru Mahadasha 2023 : জ্যোতিষশাস্ত্র অনুসারে, গ্রহগুলির মহাদশা এবং অন্তর্দশার (Antardasha) প্রভাব সমস্ত রাশির জীবনে স্পষ্টভাবে দেখা যায়। এই মহাদশা শুভ ও অশুভ উভয়ই হতে পারে। এই মহাদশা কিছু রাশির জন্য শুভ এবং ফলদায়ক বলে প্রমাণিত হয়, আবার কারও জন্য এটি সমস্যা সৃষ্টি করে। এই প্রতিবেদনে সেই সমস্ত মানুষদের নিয়ে আলোচনা করা হবে যাঁদের রাশিতে বৃহস্পতির অবস্থান খুব শুভ। কারণ তাঁরা খুবই ভাগ্যবান।

জ্যোতিষ শাস্ত্র অনুসারে যাঁদের জন্ম কুণ্ডলীতে বৃহস্পতি শুভ অবস্থানে থাকে তাঁরা খুব সুন্দর ও আকর্ষণীয় হন। শুধু তাই নয়, সেইসব মানুষেরা উচ্চ শিক্ষা লাভ করেন। তাঁরা বুদ্ধিমান এবং স্বভাবগতভাবে খুব শান্তও হন। জ্যোতিষীরা বলেছেন যে বৃহস্পতির মহাদশা (Guru Mahadasha) যে কোনও জাতকের জন্মকুণ্ডলীতে ১৬ বছর স্থায়ী হয়। এই অবস্থায় যাঁদের কুণ্ডলীতে গুরু শুভ অবস্থানে থাকে তাঁরা ধনী হয়ে ওঠেন।

বৃহস্পতির মহাদশার প্রভাব (Brihaspati Mahadasha Effects)
১. জ্যোতিষ শাস্ত্র অনুসারে, বৃহস্পতি যখন জন্মকুণ্ডলীতে শুভ অবস্থানে থাকে তখন জাতক জাতিকারা কর্মজীবনে প্রচুর সুবিধা পান। গুরু কখনওই অর্থের অভাব হতে দেয় না। এরা শিক্ষার ক্ষেত্রে অনেক এগিয়ে যান। এই মানুষেরা খুবই জ্ঞানী এবং উদার প্রকৃতির হন। তাঁরা সন্তান সুখ পান। বৃহস্পতির মহাদশা চললে এই ব্যক্তিরা প্রচুর উন্নতি, সম্মান, সম্পদ লাভ করেন। তাঁদের দাম্পত্য জীবনও সুখের হয়।

২. অন্যদিকে, কুণ্ডলীতে বৃহস্পতির অশুভ অবস্থান কোনও ব্যক্তির কর্মজীবনে অনেক অসুবিধা সৃষ্টি করে। তাঁদের কাজে মন থাকে না। শুধু তাই নয়, এসব মানুষ পেট সংক্রান্ত রোগেও সমস্যায় পড়েন বা পড়ায় আশঙ্কা থাকে। জ্যোতিষ শাস্ত্র অনুসারে, বৃহস্পতি দুর্বল হলে কোনও ব্যক্তি বৈবাহিক সুখ থেকে বঞ্চিত হন। বিয়েতেও বাধা তৈরি হয়। এই মানুষদের জীবনে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়।

Advertisement

এভাবেই শক্তিশালী করুন বৃহস্পতিকে (Guru Mahadasha Remedies And Guru Mahadasha Upay)
১.
যদি কোনও ব্যক্তির কুণ্ডলীতে বৃহস্পতি দুর্বল অবস্থানে থাকে তবে তাঁকে শক্তিশালী করার জন্য, বৃহস্পতিবার উপবাস পালন করা উচিত। আবার ওই দিন হলুদ মিষ্টি বা বেসন এবং হলুদ দিয়ে তৈরি যে কোনও জিনিস খাওয়াও শুভ বলে মনে করা হয়।

২. যদি কারও কুণ্ডলীতে বৃহস্পতি অশুভ থাকে তাহলে সেই ব্যক্তির উচিত ভগবান বৃহস্পতির পুজো করা। পাশাপাশি ভগবান বিষ্ণুর আরাধনা করলেও বৃহস্পতি শক্তিশালী হয়।

৩. জ্যোতিষশাস্ত্র অনুসারে, স্নানের জলে হলুদ দিয়ে স্নান করলে বৃহস্পতির অশুভ প্রভাব কেটে যায় এবং গ্রহ শক্তিশালী হয়।

৪. মনে করা হয় যে এই দিনে কলা গাছের পুজো করলে, গাছে হলুদ, গুড় ও ছোলার ডাল নিবেদন করলে সমস্ত বাধা দূর হয়।

৫. এই দিনে কোনও দরিদ্র বা অভাবী ব্যক্তিকে ছোলার ডাল, কলা এবং হলুদ মিষ্টি দান করলেও ধন, দাম্পত্য সুখ, সাফল্য ইত্যাদি পাওয়া যায়।

 

Advertisement