Hindu Festivals In 2023: সরস্বতী পুজো থেকে ভাইফোঁটা, জানুন ২০২৩ সালে উৎসবের দিনগুলি

বাংলায় বারো মাসে তেরো পার্বণ। তাই নতুন বছর মানেই উৎসবের ফিরে আসা। তাই জেনে নিন এ বছর কোন দিনে কোন উৎসব।

Advertisement
সরস্বতী পুজো থেকে ভাইফোঁটা, জানুন ২০২৩ সালে উৎসবের দিনগুলি  ২০২৩ সালে হিন্দু উৎসব।
হাইলাইটস
  • শুরু হচ্ছে নতুন বছর।
  • কবে কবে পার্বণ।

চলছে ডিসেম্বর মাস। আর মাত্র কটা দিন। ইংরেজি ক্যালেন্ডার অনুযায়ী শুরু হতে চলেছে নতুন বছর ২০২৩ সাল। এপ্রিল মাসে বাংলায় উদযাপিত হয় পয়লা বৈশাখ। আর হিন্দু নববর্ষ পালিত হয় চৈত্র মাসের শুক্লপক্ষের প্রতিপদে। বাংলায় বারো মাসে তেরো পার্বণ। তাই নতুন বছর মানেই উৎসবের ফিরে আসা। তাই জেনে নিন এ বছর কোন দিনে কোন উৎসব-     

জানুয়ারি  

১৪ জানুয়ারি, শনিবার - মকর সংক্রান্তি

২৬ জানুয়ারি, বৃহস্পতিবার - বসন্ত পঞ্চমী, সরস্বতী পুজো

ফেব্রুয়ারি 

১৮ ফেব্রুয়ারি, শনিবার- মহাশিবরাত্রি

মার্চ 

৭ মার্চ, মঙ্গলবার- হোলিকা দহন

৮ মার্চ বুধবার- হোলি

২২ মার্চ, বুধবার- চৈত্র নবরাত্রি

৩০ মার্চ, বৃহস্পতিবার- রাম নবমী

এপ্রিল 

৬ এপ্রিল, বৃহস্পতিবার- হনুমান জয়ন্তী

১৪ এপ্রিল, শুক্রবার- পয়লা বৈশাখ

২২ এপ্রিল, শনিবার- অক্ষয় তৃতীয়া    

জুন 

২০ জুন, মঙ্গলবার- জগন্নাথ রথযাত্রা

অগাস্ট

২০ অগাস্ট, সোমবার- নাগ পঞ্চমী

৩০ আগস্ট, বুধবার- রাখীবন্ধন

সেপ্টেম্বর

৭ই সেপ্টেম্বর, বৃহস্পতিবার- জন্মাষ্টমী

১৯ সেপ্টেম্বর, মঙ্গলবার- গণেশ চতুর্থী 

অক্টোবর

এবার অক্টোবর মাসের শেষের দিকে পড়েছে দুর্গাপুজো। ফলে শীত শীত ভাব থাকবে। বর্ষা ততক্ষণ বিদায় নেবে দক্ষিণবঙ্গ থেকে।  

১৪ অক্টোবর,শনিবার - মহালয়া

২০ অক্টোবর, শুক্রবার- ষষ্ঠী 

২১ অক্টোবর, শনিবার- সপ্তমী 

২২ অক্টোবর, রবিবার-  মহাষ্টমী

২৩ অক্টোবর, সোমবার- মহানবমী

২৪ অক্টোবর,মঙ্গলবার- দশমী

২৮ অক্টোবর, শনিবার - কোজাগরী লক্ষ্মীপুজো

নভেম্বর

১০ নভেম্বর, শুক্রবার- ধনতেরাস

১২ নভেম্বর, সোমবার- কালীপুজো

১৪ নভেম্বর, মঙ্গলবার- ভাইফোঁটা 

আরও পড়ুন- ভুলেও ঘরে রাখবেন এই তুলসী গাছ, সংসারে অশান্তি শেষ হবে না

POST A COMMENT
Advertisement