scorecardresearch
 

Home Vastu Tips: অর্থলাভ ও সমৃদ্ধির জন্য ঘরের উত্তর দিকে কী রাখবেন আর কী নয়

উত্তরে ধন দেবতা কুবের থাকেন বলে মনে হয় হয় বাস্তুশাস্ত্র অনুযায়ী। এছাড়া এটি ধ্রুব তারার দিকও। উত্তরে থাকা ধ্রুব তারা স্থায়ীত্বের প্রতীক।

Advertisement
Vastu Tips: ঘরের উত্তর দিকে এই জিনিসগুলি রাখলে মঙ্গল। আসবে ধনসম্পদ।  Vastu Tips: ঘরের উত্তর দিকে এই জিনিসগুলি রাখলে মঙ্গল। আসবে ধনসম্পদ।
হাইলাইটস
  • উত্তরে ধন দেবতা কুবের থাকেন।
  • উত্তরে ধ্রুবতারা স্থায়ীত্বের প্রতীক।
  • ঘরের উত্তর দিককে কীভাবে সাজাবেন?

ঘরের মধ্যে থাকা প্রতিটি জিনিসের প্রভাব পড়ে ব্যক্তির জীবনে। হামেশাই লক্ষ করা যায়, বাসাবদল হলে আচমকা আর্থিক বা মানসিকভাবে প্রভাবিত হন কোনও ব্যক্তি। অশুভ ঘটনাও ঘটতে পারে। সেজন্য বাস্তুশাস্ত্রের দিকে নজর রাখা দরকার। বাস্তুশাস্ত্র মেনে ঘরের চতুষ্কোণ হলে বৈভব ও সৌভাগ্য আসে। আর ঘরের উত্তর দিক অত্যন্ত তাৎপর্যপূর্ণ। 

উত্তরে ধন দেবতা কুবের থাকেন বলে মনে হয় হয় বাস্তুশাস্ত্র অনুযায়ী। এছাড়া এটি ধ্রুব তারার দিকও। উত্তর দিকে থাকা ধ্রুব তারা স্থায়ীত্বের প্রতীক। এই দিশা সমস্ত আর্থিক কাজের জন্য উত্তম বলে মনে করা হয়। উত্তর দিক ঠিক থাকলে ইতিবাচক শক্তিও মেলে। 

ঘরের উত্তর দিকে দরজা ও বেডরুম রাখার পরামর্শ দিচ্ছেন বাস্তুশাস্ত্রকাররা। এছাড়া বাস্তুশাস্ত্র মতে উত্তর দিকে আর কী কী থাকলে ভাগ্যোন্নতি হয়?    

  • বাস্তুশাস্ত্র মতে উত্তর দিকের দেওয়ালে ফাটা, চিড় বা ভাঙা থাকলে তা অশুভ। এতে পরিবারিক ঝগড়া বাড়ে। 
  • ঘরে ঝগড়া বেশি হলে উত্তর দিকে লাগান তুলসী গাছ। 
  • চাকরি ও ব্যবসায় উন্নতির জন্য উত্তর দিকে আয়না রাখুন। 
  • উত্তর দিকে ঘরের আবর্জনা বা অতিরিক্ত বস্তু রাখবেন না। 
  • চাকরির সুযোগ পেতে ও  আর্থিক উন্নতির জন্য উত্তর দিকে ভগবান কুবেরের মূর্তি রাখুন।
  • বাস্তু অনুযায়ী উত্তর দিকে পুজোর জায়গা ও অতিথি ঘর থাকা শুভ। একান্তই পুজোর ঘর না হলে উত্তরে গণেশ ও লক্ষ্মীর মূর্তি রাখুন।
  • উত্তর দিকে টাকা রাখার আলমারি বা তিজোরি রাখতে পারেন। এতে টাকাপয়সা বাড়ে। 
  • সুখ-শান্তি ঘরে রাখার জন্য উত্তর দিকে রান্নাঘর তৈরি করবেন না। 
  • উত্তর দিকে দেওয়ালে হালকা নীল রঙ করুন। এতে ধনলাভের সম্ভাবনা বাড়ে। 
  • আর্থিক সঙ্গতি বাড়াতে উত্তর দিকে মানি প্লান্ট লাগান।  

আরও পড়ুন-বাসন্তীপুজো কবে? জানুন ঘরে ঘট স্থাপন বিধি ও শুভ মুহূর্ত 

Advertisement

Advertisement