Shiv Puja Process: শ্রাবণে শিব পুজোয় মেলে বিশেষ ফল, ঘরোয়া পদ্ধতি শিখে নিন

শ্রাবণ মাস শুরু হচ্ছে ১১ জুলাই ২০২৫ থেকে। হিন্দু ধর্ম মতে, এই মাস বিশেষত ভগবান শিবের উপাসনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই বছরে শ্রাবণের প্রথম সোমবার পড়ছে ১৪ জুলাই।

Advertisement
শ্রাবণে শিব পুজোয় মেলে বিশেষ ফল, ঘরোয়া পদ্ধতি শিখে নিনশিবপুজোর সঠিক পদ্ধতি শিখে নিন।
হাইলাইটস
  • শ্রাবণ মাস শুরু হচ্ছে ১১ জুলাই ২০২৫ থেকে।
  • এই মাস ভগবান শিবের উপাসনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
  • শ্রাবণের প্রথম সোমবার পড়ছে ১৪ জুলাই।

শ্রাবণ মাস শুরু হচ্ছে ১১ জুলাই ২০২৫ থেকে। হিন্দু ধর্ম মতে, এই মাস ভগবান শিবের উপাসনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই বছরে শ্রাবণের প্রথম সোমবার পড়ছে ১৪ জুলাই। সোমবারের দিনটি মহাদেবের কাছে সবচেয়ে প্রিয় বলে মানা হয়। তাই এই শ্রাবণ সোমবার থেকে শুরু করে পুরো মাস ধরে শিবপুজো করলে ভক্তদের জীবনে মেলে শান্তি ও সমৃদ্ধি।

যাঁরা ব্যস্ততার কারণে মন্দিরে যেতে পারেন না, তাঁরা বাড়িতেই খুব সহজে মহাদেবের আরাধনা করতে পারেন। এর জন্য প্রয়োজন হয় না বড় কোনও আয়োজনের। শুধুমাত্র নিষ্ঠা ও শ্রদ্ধা থাকলেই হবে।

প্রথমে ঘরের উত্তর-পূর্ব দিকে বা পুজোঘরে একটি পরিষ্কার জায়গা বেছে নিন। সেখানে শুদ্ধ জল দিয়ে শিবের প্রতীক স্বরূপ একটি শিবলিঙ্গ রাখুন বা মহাদেবের একটি ছবি বসান। পুজোর আগে নিজে স্নান করে শুদ্ধবস্ত্র পরিধান করুন।

শিবলিঙ্গ বা ছবির সামনে প্রদীপ জ্বালান এবং একটি ধূপকাঠি বসান। তারপর শুদ্ধ জল, দুধ ও গঙ্গাজল দিয়ে শিবকে অভিষেক করুন। ইচ্ছে করলে সঙ্গে একটু মধু, দই ও চিনি মিশিয়েও পঞ্চামৃত তৈরি করে তাতে অভিষেক করতে পারেন। এর পর বেলপাতা, ধুতুরা ফুল, আকাশফুল, আতপচাল ও সাদা রঙের ফুল নিবেদন করুন।

শিবপুজোর সময় 'ওঁ নমঃ শিবায়' বা 'মহামৃত্যুঞ্জয় মন্ত্র' ১০৮ বার জপ করলে বিশেষ ফল লাভ হয়। মন্ত্র উচ্চারণ করার সময় মনকে স্থির রাখুন। নিজের পরিবার ও সমাজের কল্যাণ কামনা করুন।

পুজোর শেষে শিবচরণে প্রণাম করে একটি প্রদীপ ঘোরান। চাইলে একটু ফল বা মিষ্টি নিবেদন করেও পুজো সম্পন্ন করতে পারেন।

যাঁরা মন্দিরে গিয়ে পুজো দিতে চান, তাঁরা সকালবেলা স্নান সেরে নিকটবর্তী কোনও শিব মন্দিরে যেতে পারেন। মন্দিরেও এই একই পদ্ধতিতে পুজো দিতে পারেন।

শাস্ত্রমতে, শ্রাবণ মাসে সোমবার শিবপুজো করলে জীবনে সুখ, শান্তি, স্বাস্থ্য ও সফলতা আসে। অবিবাহিতরা মন থেকে পুজো করলে পেতে পারেন পছন্দের জীবনসঙ্গী। সংসারে ভালোবাসা বাড়াতে চাইলে এই পুজো অত্যন্ত উপকারী।

Advertisement

তাই দেরি না করে, এই শ্রাবণ মাসে নিয়ম মেনে বাড়িতে বা মন্দিরে মহাদেবের আরাধনায় মন দিন। ভক্তিভরে পুজো করলে ভোলেনাথ কখনও কাউকে নিরাশ করেন না।

POST A COMMENT
Advertisement