মা লক্ষ্মীমা লক্ষ্মীর কৃপা থাকুক মাথায়, সেটা সকলেই চান। তাহলেই হাতে থাকবে টাকা। ব্যাঙ্ক ব্যালেন্স ফুলেফেঁপে উঠবে। তবে মুশকিল হল, সবার দিকে মা মুখ তুলে তাকাতে চান না। যার ফলে তাদের হাতে টাকা থাকে না বললেই চলে। এমনকী সংসারে লেগে থাকে অশান্তি। সর্বত্র নেগেটিভ এনার্জি ঘুরে বেড়ায়।
তাই এমনটা আপনার সঙ্গে হলেও সাবধান হতে হবে। মেনে চলতে হবে কিছু বাস্তু টিপস। তাতেই মা লক্ষ্মীকে ঘরে আনতে পারবেন। আপনার ব্যাঙ্ক ব্যালেন্স বাড়বে। সংসারে বিরাজ করবে শান্তি। কোনও ঝগড়া, ঝামেলা হবে না।
নোংরা পাত্র রাখবেন না
অনেকেই খাবার খেয়ে নোংরা পাত্র রেখে দেন। পরে মাজেন। আর এই ভুলটা করেন বলেই বিপদ বাড়ে। সংসারে লক্ষ্মী প্রবেশ করতে চায় না। এমনকী ঘরের মধ্যে ঘুরে বেড়ায় নেগেটিভ এনার্জি। তাই চেষ্টা করবেন ঘরে নোংরা কোনও পাত্র না রাখার। বিশেষত, রাতে নোংরা পাত্র রেখে শোবেন না। সব বাসন মেজে নিয়ে তারপর শুয়ে পড়ুন। তাহলেই সমস্যা মেটাতে পারবেন। ঘরে প্রবেশ করবেন মা। আপনার হাতে টাকা থাকবে।
ঘর পরিষ্কার রাখুন
আপনার ঘর কি অপরিষ্কার? আপনি কি রোজ ঘর মোছেন না বা ঝাড় দেন না? তাহলে যে সাবধান হতে হবে। কারণ, এর জন্য লক্ষ্মী ঘর ছেড়ে যেতে পারে। তাই চেষ্টা করুন এই ভুলটা না করার। বরং রোজই ঘর পরিষ্কার করুন। দিতে থাকুন ঝাড়। পাশাপাশি প্রতিদিন মুছতে হবে ঘর। তাহলেই দেখবেন খেলা ঘুরে যাবে।
দক্ষিণাবর্তি শঙ্খ
আপনাকে নিয়মিত দক্ষিণাবর্তি শঙ্খতে ফুঁ দিতে হবে। এটা ফুঁ দিলেই মা লক্ষ্মী আপনার ঘরে প্রবেশ করবে। ঘরে প্রবেশ করবে পজিটিভ পাওয়ার। পাশাপাশি হাতে থাকবে টাকা। তাই এই নিয়মটা মেনে চলার চেষ্টা করুন।
আর একটা কথা, এই শঙ্খকে একটা ভাল জায়গায় রাখুন। নিয়মিত পরিষ্কার করুন। তাহলে ভাল ফল পাবেন।
শুকনো ফুল রাখবেন না
অনেকেই ঠাকুরের কাছে শুকনো ফুল রেখে দেন। আর তাতেই রেগে যান লক্ষ্মী। তিনি ঘর ছেড়ে চলে যান। যার ফলে হাতে টাকা থাকে না। তাই আর সময় নষ্ট না করে এখন থেকে ঠাকুরের কাছ থেকে শুকনো ফুল সরিয়ে দিন। তার বদলে তাজা ফুল দিন। তাহলেই কিন্তু মায়ের কৃপা পাবেন।