scorecardresearch
 

July 2021 Vrats: রথযাত্রা থেকে শ্রাবণ মাসের শুরু! জানুন জুলাইয়ের ব্রত- উৎসবের দিনক্ষণ

হিন্দু ক্যালেন্ডার অনুসারে ২০২১ সালের জুলাই মাসে গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি উৎসব ও পুজো রয়েছে। এই মাস শুরু হচ্ছে যোগিনী একাদশী দিয়ে। এক নজরে দেখে নিন কবে, কোন বিশেষ পুজো- পার্বণ।

Advertisement
জুলাই ২০২১-র ব্রত ও উৎসব জুলাই ২০২১-র ব্রত ও উৎসব
হাইলাইটস
  • জুলাই মাসে গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি উৎসব ও পুজো রয়েছে।
  • জ্যোতিষশাস্ত্র অনুসারে, জুলাই মাস ধর্মীয় দৃষ্টিকোণ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসাবে বিবেচিত হয়।
  • ২৩ জুলাই থেকে শুরু হচ্ছে শ্রাবণ মাস।

হিন্দু ক্যালেন্ডার অনুসারে ২০২১ সালের জুলাই মাসে গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি উৎসব ও পুজো রয়েছে। এই মাস শুরু হচ্ছে যোগিনী একাদশী দিয়ে। এরপর একে রথযাত্রা, দেবশায়নী একাদশী থেকে গুরু পূর্ণিমার মতো দিনগুলি রয়েছে। এক নজরে দেখে নিন কবে, কোন বিশেষ পুজো- পার্বণ।

জ্যোতিষশাস্ত্র অনুসারে, জুলাই মাস ধর্মীয় দৃষ্টিকোণ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসাবে বিবেচিত হয়। চতুর্মাস এই মাসেই শুরু হবে। সেই সঙ্গে বর্ষার আগমনও এই মাস মূলত হয়। আষাঢ় মাসের শুক্লপক্ষের একাদশীর মহাপাপনাশকারী এই তিথি ভবসাগরে পতিত মানুষের উদ্ধার লাভের একমাত্র নৌকাস্বরূপ। ব্রত পালনকারীদের পক্ষে এটি সর্বশ্রেষ্ঠ ব্রত বলে প্রসিদ্ধ। 

১৮ জুলাই থেকে শুরু হচ্ছে শ্রাবণ মাস। যেটি দেবাদিদেব শিবের ভক্তদের জন্য অত্যন্ত বিশেষ একটি মাস। সারা বছর ধরে শিবভক্তেরা এই মাসের অপেক্ষা করে থাকেন ও অত্যন্ত নিষ্ঠা করে ভোলেনাথের পুজো করেন। 

July 2021 vrat festivals

হিন্দু বর্ষপঞ্জী অনুসারে, উৎসবের দিনগুলি দেখে নিন

* ৫ জুলাই ২০২১- যোগিনী একাদশী

* ৭ জুলাই ২০২১- প্রদোষ ব্রত

* ৮ জুলাই ২০২১- মাসিক শিবরাত্রি

* ৯ জুলাই ২০২১- আষাঢ় আমাবস্যা

* ১২ জুলাই ২০২১- জগন্নাথের রথযাত্রা

* ১৩ জুলাই ২০২১ - বিনায়ক চতুর্থী/ বিপদতারিণী ব্রত 

আরও পড়ুন: রথযাত্রা থেকে পূর্ণ যাত্রা, জানুন এই বছরের দিনক্ষণ 

* ১৫ জুলাই ২০২১- কুমার ষষ্ঠী

* ১৬ জুলাই ২০২১ - কর্কট সংক্রান্তি

* ১৭ জুলাই ২০২১ - বিপদতারিণী ব্রত / মাসিক দুর্গা অষ্টমী

Advertisement

* ২০ জুলাই ২০২১- উল্টো রথ/ দেবশায়ানী একাদশী

*  ২১ জুলাই ২০২১- প্রদোষ ব্রত

* ২৪ জুলাই ২০২১- গুরু পূর্ণিমা, আষাঢ় পূর্ণিমা

* ২৬ জুলাই ২০২১- শ্রাবণ মাসের প্রথম সোমবার

* ২৮ জুলাই ২০২১- নাগ পঞ্চমী

* ৩১ জুলাই ২০২১- বামাক্ষ্যাপার তিরোধান দিবস


 

Advertisement