scorecardresearch
 

Bansberia Kartik Puja 2022 : সামনেই কার্তিক পুজো, জেনে নিন বাঁশবেড়িয়ার সেরা ১০ থিম

হুগলির বাঁশবেড়িয়ায় কার্তিক পুজোর (Kartik Puja 2022 Bansberia) রয়েছে বিশেষ জৌলুস। এখানকার সবচেয়ে বড় বিশেষত্ব হল, শুধু দেব সেনাপতিরই নয়, পুজো হয় বাবা ভোলানাথ, ভগবান গণেশ, ত্রিনাথ, নটরাজ, নারায়ণ, ভারতমাতা-সহ বিভিন্ন দেবদেবীর। মাঝে করোনার কারণে বছর দুয়েক সেই জাঁকজমকে কিছুটা ভাটা পড়লেও এবার ফের পূর্ণ উদ্যমে আয়োজিত হচ্ছে বাঁশবেড়িয়ার পুজো। চলুন তাহলে জেনে নেওয়া যাক বাঁশবেড়িয়ার সেরা কয়েকটি পুজোর থিম। 

Advertisement
বাঁশবেড়িয়ার কার্তিক পুজো (ফাইল ছবি) বাঁশবেড়িয়ার কার্তিক পুজো (ফাইল ছবি)
হাইলাইটস
  • এসে গেল কার্তিক পুজো
  • সেজে উঠছে বাঁশবেড়িয়া
  • জেনে নিন সেরা থিমগুলি

দুর্গাপুজো, কালীপুজো এমনকী জগদ্ধাত্রী পুজোও শেষ হয়ে গেছে। এবার সামনে কার্তিক পুজো (Kartik Puja 2022)। আর কার্তিক পুজোর প্রসঙ্গে প্রথমেই যে জায়গাগুলির নাম মনে পড়ে সেগুলি হল হুগলির বাঁশবেড়িয়া, চুঁচুড়া ও পূর্ব বর্ধমানের কাটোয়া। তবে এর মধ্যেও হুগলির বাঁশবেড়িয়ায় কার্তিক পুজোর (Kartik Puja 2022 Bansberia) রয়েছে বিশেষ জৌলুস। এখানকার সবচেয়ে বড় বিশেষত্ব হল, শুধু দেব সেনাপতিরই নয়, পুজো হয় বাবা ভোলানাথ, ভগবান গণেশ, ত্রিনাথ, নটরাজ, নারায়ণ, ভারতমাতা-সহ বিভিন্ন দেবদেবীর। মাঝে করোনার কারণে বছর দুয়েক সেই জাঁকজমকে কিছুটা ভাটা পড়লেও এবার ফের পূর্ণ উদ্যমে আয়োজিত হচ্ছে বাঁশবেড়িয়ার পুজো। চলুন তাহলে জেনে নেওয়া যাক বাঁশবেড়িয়ার সেরা কয়েকটি থিম, যেগুলি না দেখলে অসম্পূর্ণ থেকে যাবে পুজো।

১. কাঁটাপুকুরের ইয়াং স্টার। এই বছর তাদের থিম 'বুর্জ খলিফা'। প্রসঙ্গত, গতবছর দুর্গাপুজোয় এই থিম করেই গোটা রাজ্যে সাড়া ফেলে দিয়েছিল শ্রীভূমি স্পোর্টিং ক্লাব। এবছর সেই বুর্জ খলিফাই দেখা যাবে বাঁশবেড়িয়া। 

২. বসু লেন অনির্বাণ এবছর ৪৭তম বর্ষে পদার্পণ করছে। তাদের এবারের নিবেদন 'ইতালির পিসার হেলানো মিনার'। 

৩. জামাইগলি আমরা ক'জন-এর এবছরের নিবেদন 'মাঝ-মাল্লাদের জীবনযাপন ও লোকশিল্প'। 

৪. পাশাপাশি জামাইগলি অ্যাসোসিয়েশানের এবছরের ভাবনা সত্যজিৎ রায়কে ঘিরে। তাদের থিম 'অপরাজিত ১০১'। 

ফাইল ছবি
ফাইল ছবি

৫. এবার ১৯তম বর্ষে পদার্পণ অভিযান ক্লাবের। আয়োজকদের এবারের নিবেদন 'নেশার বোধনে জীবন অস্তাচলে'।

৬. ম্যানগ্রোভ জঙ্গলের ছোঁয়া এবার পাওয়া যাবে জুনিয়ার বালক সংঘের নারায়ণ পুজোয়। কারণ এবছর তাদের থিম 'সুন্দরবন'। 

৭. কুণ্ডুগলি নটরাজ নবভারতী সংঘ এবছর ৬৯ বর্ষে পদার্পণ করছে। তাদের এবারের থিম 'স্বপ্নের ফেরিওয়ালা'। 

Advertisement
ফাইল ছবি
ফাইল ছবি

৮. মহাকালীতলা লেন আগন্তুকের এবারের নিবেদন 'বেকারের চিঠি'। 

৯. চমক থাকছে বলাকা সংঘের নিবেদনেও। এই বছর তাদের 'থিম উত্তোলন'। 

১০. ক্ষুদিরাম পল্লী রামকৃষ্ণ সংঘের পুজোর বয়স এবছর ৭০। এবছর তাদের আকর্ষণ 'গুজরাতের লক্ষ্মী ভিলা প্যালেস'।

(Disclaimer : থিম সংক্রান্ত সমস্ত তথ্য সোশ্যাল মিডিয়া থেকে সংগৃহিত, Bangla.Aajtak.In এর সত্যতা যাচাই করেনি।)

আরও পড়ুন - খেজুর স্পার্ম কাউন্ট বাড়িয়ে উদ্দাম করে তোলে-বাড়ে স্মৃতিশক্তিও, কীভাবে খাবেন?


 

Advertisement