scorecardresearch
 

Bhaifonta 2022: ভাইফোঁটার ফল পেতে ভাইয়ের মুখ এদিকেই রাখতে হবে

Bhaifonta 2022: ভাইফোঁটা দেন! ভাইয়ের মুখ কোনদিকে থাকে? আপনার মুখই বা কোনদিকে থাকে? ভাইয়ের মুখ কোনদিকে রেখে ফোঁটা দিতে হয়ে জানেন? না জানলে জেনে নিন। আর ভুল করবেন না, নইলে বিপদ হতে পারে।

Advertisement
ভাইফোঁটা কোন দিকে মুখ করে দিতে হয় ভাইফোঁটা কোন দিকে মুখ করে দিতে হয়
হাইলাইটস
  • এতদিন ঠিক দিকে ভাইয়ের মুখ রেখে ফোঁটা দিতেন কি?
  • না হলে জেনে নিন কোনদিকে মুখ করে ফোঁটা দিতে হয়
  • ঠিকভাবে ফোঁটা না পড়লে বিপদ হতে পারে

Bhaifonta 2022: কার্তিক মাসের দ্বিতীয় সপ্তাহে পালিত হয় ভাইফোঁটা (Bhai Phota 2022) বা ভাইদুজ। চলতি বছরের২৭ অক্টোবর, বৃহস্পতিবার পালিত হবে ভাইফোঁটা। রাখি বন্ধনের মতই এই উত্‍সবটিও ভাইবোনের সম্পর্কের দৃঢ়তা জন্য একটি বিশেষ দিন। এই দিন সকল বোনেরা তাদের ভাইয়ের কপালে চন্দনের ফোঁটা দিয়ে দীর্ঘায়ু কামনা করেন। হিন্দু ধর্ম অনুসারে এ দিনে ভাইয়ের কপালে ফোঁটা গিয়ে তাঁর আয়ু বৃদ্ধি পায়। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, ভাইফোঁটার দিন বোনেরা ভাইয়ের কপালে ফোঁটা লাগানোর সময় কোন দিকে মুখ করে পরাচ্ছেন, তা দেখা উচিত। নইলে ফল লাভ নাও হতে পারে বলে মনে করা হয়। এ ছাড়াও যে বিষয়গুলি মাথায় রাখবেন।

আরও পড়ুনঃ ইন্টারভিউতে পোশাক খুবই গুরুত্বপূর্ণ, কোন রং পরে গেলে চাকরির সম্ভাবনা বেশি ? জানুন

ভাইয়ের মুখ কোনদিকে রেখে ফোঁটা দেবেন?

এই দিনে বোনেরা ভাইয়ের কপালে চন্দনের ফোঁটা দেওয়ার সময় বিশেষ খেয়াল রাখুন। কোন দিকে মুখ করে বসবেন তা অত্যন্ত জরুরি। বাস্তুতন্ত্র অনুসারে ভাইকে ফোঁটা দেওযার সময় তাঁর মুখ যেন পূর্ব, উত্তর বা উত্তর-পূর্ব দিকে থাকা উচিত। ভাইকে ফোঁটা দেওয়ার আগে খাবেন না।

কীভাবে ফোঁটা দেওয়া উচিত?

ভাইফোঁটা দিনে প্রথমে ময়দা দিয়ে মূর্তি বানিয়ে সেটি পুজো করুন। এরপর একটি আসনের উপর কাঠের আসন রেখে ভাইকে সেই জায়গায় বসান। এরপর ভাইয়ের কপালে ফোঁটা দিন। এরপর ভাইকে আরতি করে মুখে মধু, কপালে কালো ফোঁটা, চন্দনের ফোঁটা দেওয়া হয়। তারপর ভাইকে মিষ্টি খাইয়ে দিন। সুখী জীবন ও দীর্ঘায়ুর প্রার্থনা করুন।

আরও পড়ুনঃ লক্ষ্মীপুজো করুন ধনতেরাসেই, ধন-সম্পত্তির দারুণ যোগ, জেনে নিন শুভ লগ্ন

ভাইফোঁটার দিন বর্জনীয়

১. পুজোর সময় কালো কাপড় একেবারেই পরবেন না।

২. ভাইফোঁটার দিন কপালে ফোঁটা দেওযার আগে দুজনেই কিছু খাবেন না।

Advertisement

৩. ওই দিন মিথ্যা কথা একেবারেই বলবেন না।

৪. ভাইফোঁটার দিন ভাই-বোনেরা যেন নিজেদের মধ্যে ঝগড়া করবেন না।

৫.ভাইয়ের থেকে পাওয়া উপহার যেমনই হোক না কেন , তাকে ও তার দেওয়া উপহারকে কখনও অসম্মান করবেন না।

 

Advertisement