scorecardresearch
 

Kojagori Lakshmi Puja 2021: জানুন লক্ষ্মীর স্তোত্র, ধ্যান, পুষ্পাঞ্জলি ও প্রণাম মন্ত্র

Kojagori Lakshmi Puja 2021: কোজাগরী পূর্ণিমার (Kojagori Purnima) দিন ঘরে ঘরে পূজিত হন মা লক্ষ্মী। ধন, যশ, খ্যাতি, সুস্বাস্থ্যের জন্য দেবী লক্ষ্মীর আরাধনায় মেতে ওঠে বাংলার প্রায় প্রতিটা পরিবার। দেখে নিন লক্ষ্মী পুজোর নিয়মকানুন, মন্ত্র ও অন্যান্য প্রয়োজনীয় তথ্য। 

Advertisement
ধন, যশ, খ্যাতি, সুস্বাস্থ্যের জন্য আরাধ্যা দেবী লক্ষ্মী ধন, যশ, খ্যাতি, সুস্বাস্থ্যের জন্য আরাধ্যা দেবী লক্ষ্মী
হাইলাইটস
  • সৌভাগ্য ও সমৃদ্ধির জন্য লক্ষ্মী দেবীর আরাধনা করা হয়ে থাকে।
  • কোজাগরী পূর্ণিমার দিন ঘরে ঘরে পূজিত হন মা লক্ষ্মী।
  • আশ্বিনের এই পূর্ণিমার রাতে দেবী লক্ষ্মী এসে ঘরে ঘরে খোঁজ নিয়ে যান, কে জেগে আছে।

Kojagori Lakshmi Puja 2021: মা লক্ষ্মী (Devi Lakshmi) হলেন ধনসম্পদের দেবী (Goddess of Wealth)। সৌভাগ্য ও সমৃদ্ধির জন্য লক্ষ্মী দেবীর আরাধনা করা হয়ে থাকে। কোজাগরী পূর্ণিমার (Kojagori Purnima) দিন ঘরে ঘরে পূজিত হন মা লক্ষ্মী। ধন, যশ, খ্যাতি, সুস্বাস্থ্যের জন্য দেবী লক্ষ্মীর আরাধনায় মেতে ওঠে বাংলার প্রায় প্রতিটা পরিবার।

বাংলায় শারদীয়া দুর্গোৎসবের পর আশ্বিন মাসের শেষ পূর্ণিমা তিথিতে কোজাগরী লক্ষ্মীর (Kojagori Lakshmi) আরাধনা করা হয়। ‘কোজাগরী’ কথাটির অর্থ ‘কে জেগে আছো?’ হিন্দু পুরাণ মতে, আশ্বিনের এই পূর্ণিমার রাতে দেবী লক্ষ্মী এসে ঘরে ঘরে খোঁজ নিয়ে যান, কে জেগে আছে। এই রাতে যে ব্যক্তি জেগে দেবীর আরাধনা করেন তাঁর ঘরেই প্রবেশ করেন দেবী লক্ষ্মী। দেখে নিন লক্ষ্মী পুজোর নিয়মকানুন, মন্ত্র ও অন্যান্য প্রয়োজনীয় তথ্য। 

Kojagori Lakshmi Puja 2021 mantra puja vidhi stotram - কোজাগরী লক্ষ্মী পুজো

কোজাগরী লক্ষ্মী পুজোর শুরুর আগে

* গঙ্গাজল ছিটিয়ে নারায়ণকে স্মরণ করে লক্ষ্মী পুজো শুরু করতে হয়। পুজোর স্থানে তামার পাত্রে জল রেখে তা সূর্য দেবতাকে অর্পণ করতে হয়।  

* মাটির গোল ডেলার উপর কিছু ধান রেখে, ঘটে স্বস্তিক বা পুত্তলিকা চিহ্ন এঁকে বসান। ঘটের মধ্যে গঙ্গাজল দিয়ে, তার মধ্যে সিঁদুর ফোঁটা লাগানো বিজোড় সংখ্যার পাতা বিশিষ্ট আম্র পল্লব রাখুন। পাতার উপর হরিতকী, ফুল, দূর্বা, ডাব বা কলা দিয়ে ঘট সাজান। 

* এবার লক্ষ্মী পুজো শুরু করুন নিষ্ঠা করে। 

Kojagori Lakshmi Puja 2021 mantra puja vidhi stotram - কোজাগরী লক্ষ্মী পুজো


দেবীর লক্ষ্মীর স্তোত্র (Goddess Lakshmi Stotram)

লক্ষ্মীস্তং সর্বদেবানং যথাসম্ভব নিত্যশঃ।

Advertisement

স্থিরাভাব তথা দেবী মম জন্মনি জন্মনি।। 

বন্দে বিষ্ণু প্রিয়াং দেবী দারিদ্র্য দুঃখনাশিনী। 

ক্ষীরোড সম্ভবাং দেবীং বিষ্ণুবক্ষ বিলাসিনীঃ।। 

Kojagori Lakshmi Puja 2021 mantra puja vidhi stotram - কোজাগরী লক্ষ্মী পুজো


লক্ষ্মীদেবীর ধ্যান (Goddess Lakshmi Dhyan)

ওঁ পাশাক্ষমালিকাম্ভোজ সৃণিভির্যাম্য সৌম্যয়োঃ। 

পদ্মাসনাস্থাং ধায়েচ্চ শ্রীয়ং ত্রৈলোক্য মাতরং।। 

গৌরবর্ণাং স্বরূপাঞ্চ সর্বালঙ্কারভূষি তাম। 

রৌকনোপদ্মব্যগ্রকরাং বরদাং দক্ষিণেন তু।। 

লক্ষ্মী পুজোর পুষ্পাঞ্জলি মন্ত্র

নমস্তে সর্বদেবানাং বরদাসি হরিপরিয়ে। 

যা গতিস্তং প্রপন্নানাং সা মে ভূয়াত্বদর্চবাৎ।। 

লক্ষ্মী পুজো প্রণাম মন্ত্র 
 
ওঁ বিশ্বরূপস্য ভার্যাসি পদ্মে পদ্মালয়ে শুভে। 

সর্বতঃ পাহি মাং দেবী মহালক্ষ্মী... 

Kojagori Lakshmi Puja 2021 mantra puja vidhi stotram - কোজাগরী লক্ষ্মী পুজো

লক্ষ্মী পুজো স্তব (Goddess Lakshmi Sthab)

ওঁ ত্রৈলোক্য পূজিতে দেবী কমলে বিষ্ণুবল্লভে। যথা ত্বং সুস্থিরা কৃষ্ণে তথা ভব ময়ি স্থিরা।। ঈশ্বরী কমলা লক্ষ্মীশ্চলা ভূতি হরিপ্রিয়া। পদ্মা -পদ্মালয়া সম্পদপ্রদা শ্রীঃ পদ্মাধারিণী। দ্বাদশৈতানি নামানি লক্ষ্মীং সম্পূজ্য যঃ পঠেৎ। স্থিরা লক্ষ্মীভবেস্তস্য পুত্রদারদিভিঃ সহ।।   

Kojagori Lakshmi Puja 2021 mantra puja vidhi stotram - কোজাগরী লক্ষ্মী পুজো


কোজাগরী লক্ষ্মী পুজো ২০২১ -এর নির্ঘণ্ট (Kojagori Lakshmi Puja Fixture)

এই বছর লক্ষ্মীর পুজো পড়েছে দু'দিন। ১৯ অক্টোবর সন্ধ্যা ৭.০৩ মিনিট থেকে ২০ অক্টোবর রাত ৮.২৬ মিনিট পর্যন্ত পূর্ণিমা তিথি থাকবে। 

 

Advertisement