Lakshmi Vastu Tips: পেঁচা না পদ্মে আসীন লক্ষ্মী ঘরে রাখলে ধনসম্পদ আসবে? জানুন ধনদেবীর শুভ-অশুভ ছবি

লোকবিশ্বাস, মা লক্ষ্মী খুশি থাকলে ঘরে কখনও অর্থের অভাব হয় না। জীবনে সুখ ও সমৃদ্ধি বিরাজ করে। সকল সনাতনীর বাড়িতেই থাকে লক্ষ্মীর মূর্তি বা ছবি। কিন্তু, লক্ষ্মীর মূর্তি রাখার কয়েকটি নিয়ম আছে। যা মেনে চলা দরকার। নইলে হিতে বিপরীত হতে পারে। 

Advertisement
পেঁচা না পদ্মে আসীন লক্ষ্মী ঘরে রাখলে ধনসম্পদ আসবে? লক্ষ্মীর বাস্তু টিপস।
হাইলাইটস
  • লোকবিশ্বাস, মা লক্ষ্মী খুশি থাকলে ঘরে কখনও অর্থের অভাব হয় না।
  • লক্ষ্মীর মূর্তি রাখার কয়েকটি নিয়ম আছে।
  • যা মেনে চলা দরকার। নইলে হিতে বিপরীত হতে পারে। 

ঘরে লক্ষ্মী থাকলে আসে ধন-সম্পদ। সনাতন ধর্মে লক্ষ্মীর গুরুত্ব অপরিসীম। ধর্মীয় বিশ্বাসের পাশাপাশি বাস্তুশাস্ত্রেও বাড়ির ভিতরে দেবী লক্ষ্মীর মূর্তি রাখার কথা বলা হয়। লক্ষ্মীকে সম্পদের দেবী বলা হয়। লোকবিশ্বাস, মা লক্ষ্মী খুশি থাকলে ঘরে কখনও অর্থের অভাব হয় না। জীবনে সুখ ও সমৃদ্ধি বিরাজ করে। সকল সনাতনীর বাড়িতেই থাকে লক্ষ্মীর মূর্তি বা ছবি। কিন্তু, লক্ষ্মীর মূর্তি রাখার কয়েকটি নিয়ম আছে। যা মেনে চলা দরকার। নইলে হিতে বিপরীত হতে পারে। 

কোন দিকে রাখবেন লক্ষ্মীর মূর্তি বা ছবি-বাস্তুশাস্ত্র অনুসারে, ঘরের উত্তর বা পশ্চিম দিকে লক্ষ্মীর ছবি রাখা উচিত। লক্ষ্মীর মূর্তি উত্তর-পূর্ব দিকেও রাখা যেতে পারে। এই দিকটিকে ইশান কোণ বলা হয়। লক্ষ্মীর মূর্তি এমনভাবে রাখতে হবে যাতে পুজো করার সময় আপনার মুখ উত্তর বা পশ্চিম দিকে থাকে।

কেমন ছবি রাখা উচিত- যে ছবিতে মা লক্ষ্মীকে ঘরে দাঁড়িয়ে থাকতে দেখা যায় সেই ছবি রাখা শুভ বলে মনে করা হয় না। লক্ষ্মীর এভাবে দাঁড়িয়ে থাকা ছবি থাকলে সম্পদ আসে না। চঞ্চলা হন লক্ষ্মী। তাই পদ্মে আসীন লক্ষ্মীর ছবিই রাখা উচিত। 

লক্ষ্মীর বাহন- পেঁচা মা লক্ষ্মীর বাহন। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, বাড়িতে পেঁচার উপরে বসে থাকা লক্ষ্মীর ছবি বা মূর্তি রাখবেন না। পেঁচার উপরে থাকা লক্ষ্মীর অর্থ তিনি রওনা দেবেন। তাই পদ্মের উপরে বসে থাকা লক্ষ্মীর ছবিই রাখুন। 

দেবীর বসার ভঙ্গি- বাস্তু অনুসারে, লক্ষ্মী আশীর্বাদের ভঙ্গিতে বসে আছেন, এমন ছবি শুভ। ছবিতে লক্ষ্মী যেন পদ্ম ফুলের উপর বসে থাকেন।

একাধিক লক্ষ্মীর ছবি- বাস্তুশাস্ত্র বলছে, বাড়িতে লক্ষ্মীর এক বা দুটির বেশি ছবি রাখা উচিত নয়। প্রয়োজনের চেয়ে বেশি ছবি রাখলে বাস্তু দোষ হতে পারে। এছাড়াও মনে রাখবেন যে দেবী লক্ষ্মীর মূর্তি দক্ষিণ দিকে রাখা শুভ নয়।

আরও পড়ুন- তুলসী শুকিয়ে যাওয়া অশুভ লক্ষণ, মরা গাছ নিয়ে কী করলে আসবে সুখ-সমৃদ্ধি

Advertisement

POST A COMMENT
Advertisement