সনাতন ধর্মে তুলসী গাছকে পুজো করা হয়। তুলসী গাছে বাস করেন লক্ষ্মী ও বিষ্ণু। প্রতিটি বাড়িতেই তাই থাকে তুলসী। লোকবিশ্বাস, তুলসী থাকলে সেই ঘরে থাকে লক্ষ্মীর কৃপা। আসে ইতিবাচক শক্তি। তুলসী পাতাও দারুণ উপকারী। আয়ুর্বেদে বিবিধ গুণের কথা বলা হয়েছে। তুলসী পাতা খেলে নানা রোগ সেরে যায়। সর্দি-কাশির উপশম করে। শরীরে তৈরি হয় রোগ প্রতিরোধ ক্ষমতা। তবে তুলসী গাছ শুকিয়ে যাওয়া মানে অশুভ। তাই তুলসীকে কখন শুকোতে দিতে নেই। তুলসী শুকিয়ে গেলে ঘরে আসে নেতিবাচক শক্তি। সেই সঙ্গে অনিষ্ট হওয়ার সঙ্কেতও দেয় তুলসী। তাহলে কীভাবে প্রতিকার করবেন?
তুলসী কেন শুকিয়ে যায়- অত্যাধিক সূর্যের তাপে শুকিয়ে যেতে পারে তুলসী। স্য়াঁতস্যাঁতে রোদহীন জায়গাতেও তুলসী শুকিয়ে যায়। লোকবিশ্বাস, ঘরে নেতিবাচক শক্তি বাড়লেও তুলসী ঔজ্জ্বল্য হারাতে শুরু করে। তা সংকেত দেয় অশুভ কিছু ঘটতে চলেছে।
তুলসী শুকোলে কী করবেন- উঠোনে থাকা তুলসী গাছটি শুকিয়ে গেলে তা আর রাখবেন না। বরং নদী বা কাছের জলাশয়ে ভাসিয়ে দিন।
- তুলসী গাছ শুকিয়ে গেলে তা অবিলম্বে টব থেকে সরিয়ে নিন। অন্য গাছ লাগান।
- তুলসী গাছ জলাশয়ে ভাসানোর জন্য রবিবারকে বাছবেন না। রবিবার ছেড়ে অন্যদিন করুন।
- রবিবার তুলসী পাতাও ছেঁড়া উচিত নয়।
তুলসীর যত্ন- শীতে কখনও ঠান্ডা জল ঢালবেন না তুলসী গাছে। বরং হালকা গরম জল ঢালুন। এতে পাতা শুকিয়ে যাবে না।
- শীতে তুলসী গাছে শাখাগুলি ছেঁটে দিন মাঝে মাঝে। শুকিয়ে যাওয়া পাতাগুলি সরিয়ে দিন।
- সপ্তাহে দুবার তুলসী পাতা ছেঁটে দিন।
- শীতে তুলসীকে কাপড় দিয়ে ঢেকে রাখুন। এটি শিশির থেকে গাছকে বাঁচাবে।
- শীতে তুলসী লাগানোর জন্য বালি এবং মাটি ব্যবহার করতে পারেন। নিয়মিত জল দিন। রবিবার ও একাদশীতে জল দেবেন না।
- তুলসী গাছে পোকা হতে পারে শীতকাল। তেমনটা হলে জীবাণুনাশক স্প্রে করতে পারেন। তুলসী পাতা বাড়িতে কেউ খেলে নিম পাতা থেঁতো করে গোড়ায় দিন। এটা প্রাকৃতিক। কোনও ক্ষতি হবে না।
আরও পড়ুন- রবিবার থেকে ভাগ্য ফিরছে ৫ রাশির, শুক্রের কৃপায় অর্থলাভ-উন্নতি