Last Bada Mangal: আজ বছরের শেষ বড় মঙ্গলবার, পোড়া কপাল খুলবে বজরঙ্গবলীর প্রিয় এই ৪ রাশির

হনুমানজির প্রিয় চার রাশির জাতকরা বছরের শেষ বড় মঙ্গলবারে তাঁর আশীর্বাদ পাবেন। হনুমানজিকে প্রসন্ন করতে আজ কী কী নিয়ম মেনে চলতে হবে এই রাশির জাতকদের?

Advertisement
আজ বছরের শেষ বড় মঙ্গলবার, পোড়া কপাল খুলবে বজরঙ্গবলীর প্রিয় এই ৪ রাশির
হাইলাইটস
  • আজ বছরের শেষ বড় মঙ্গলবার
  • হনুমানজিকে প্রসন্ন করতে পারলেই পোড়া কপাল খুলবে
  • কোন কোন রাশি হনুমানজির প্রিয়?

আজ বছরের শেষ বড় মঙ্গলবার। হনুমানজিকে প্রসন্ন করতে পারলেই পোড়া কপাল খুলবে। বজরঙ্গবলী সদয় হবে তাঁর প্রিয় চার রাশির উপর। 

সনাতন ধর্মে জৈষ্ঠ্য মাসকে সবচেয়ে বড় মাস হিসেবে ধরা হয়। জৈষ্ঠ্য মাসের মঙ্গলবারগুলি শুভ ধরা হয়। কথায় আছে, বড় মঙ্গলবার দিন নিষ্ঠার সঙ্গে হনুমানজির পুজো করলে জীবনে সুখলাভ সম্ভব। 

১০ জুন বছরের সবথেকে বড় মঙ্গলবার। যে সমস্ত রাশির জাতকদের কুণ্ডলিতে মঙ্গল দোষ রয়েছে, তা বজরঙ্গবলীর পুজো করলে দূর হবে। 

পৌরাণিক গাথা অনুযায়ী, জৈষ্ঠ্য মাসের বড় মঙ্গলবার ভগবান রাম এবং হনুমানের সাক্ষাৎ হয়েছিল। সে কারণে জৈষ্ঠ্য মাসের সমস্ত মঙ্গলবারগুলিকে বড় মঙ্গলবার বলা হয়। 

হনুমানজিকে প্রসন্ন করার জন্য এদিন ১১ বার হনুমান চালিশা পাঠ এবং তাঁর কপালে সিঁদুর পড়াতে হয়। এমনটা করলে সমস্ত বাধা দূর হয়। এদিন লাল রঙের কাপড়, মিষ্টি, মুসুর ডাল, মধু, গুড়, চানা গরিবদের মধ্যে বিতরণ করলে পুণ্য অর্জন হয়। বড় মঙ্গলবার চামেলি ফুলের মালা তৈরি করে হনুমান মন্দিরে গিয়ে পুজো করা হয়। 

জ্যোতিষশাস্ত্র অনুসারে, সমস্ত রাশির মধ্যে, এমন কিছু রাশি রয়েছে যাদের উপর বজরঙ্গবলীর আশীর্বাদ সর্বদা থাকে।

মেষ: হনুমানজির প্রথম প্রিয় রাশি মেষ। এই রাশির জাতকদের মঙ্গলবার উপবাস রাখতে হবে এবং যথাযথ আচার-অনুষ্ঠানের মাধ্যমে হনুমানের পূজা করতে হবে। হনুমান মেষ রাশির জাতকদের বুদ্ধিমত্তা এবং দক্ষতা প্রদান করেন, যার কারণে এই রাশির জাতকরা অর্থ সহ সমস্ত সমস্যা থেকে মুক্তি পান।

সিংহ: সিংহ রাশির জাতকদের উপর হনুমানজির বিশেষ আশীর্বাদ রয়েছে। হনুমানজির আশীর্বাদে সিংহ রাশির জাতকদের জীবনে কোনওরকম  সমস্যার সম্মুখীন হতে হয় না এবং কেউ না কেউ সর্বদা সাহায্য করার জন্য প্রস্তুত থাকে। সিংহ রাশির জাতকরা যদি নিষ্ঠার সঙ্গে হনুমানজির পুজো এবং উপবাস করেন, তাহলে তারা জীবনের প্রতিটি ক্ষেত্রে সাফল্য পেতে পারেন।

Advertisement

কন্যা: কন্যা রাশির জাতকদের উপর হনুমানজির আশীর্বাদ সর্বদা থাকে। হনুমানজির আশীর্বাদে ভাগ্য সর্বদা কন্যা রাশির জাতকদের অনুকূলে থাকে। যার কারণে তাঁরা সর্বদা তাদের ব্যক্তিগত এবং পেশাগত জীবনে প্রতিপত্তি লাভ করে। হনুমানজি কন্যা রাশির জাতকদের তাৎক্ষণিকভাবে সবচেয়ে বড় সমস্যা থেকে বের করে আনেন এবং প্রতিটি সমস্যা থেকেও দূরে রাখেন। এই রাশির কর্মজীবীরা অফিসে সর্বদা একটি উজ্জ্বল নক্ষত্র হিসেবে থাকেন।

বৃশ্চিক: বৃশ্চিক রাশির অধিপতি মঙ্গল এবং মঙ্গলের অধিপতি হনুমানজি, তাই বৃশ্চিক রাশির জাতকদের উপর সর্বদা হনুমানজির আশীর্বাদ থাকে। হনুমানজির আশীর্বাদে বৃশ্চিক রাশির জাতকরা সবচেয়ে কঠিন কাজও সহজেই করতে পারে এবং তাঁদের মধ্যে সাহসের অভাব থাকে না। তারা তাদের সমস্ত দায়িত্ব পালন করে এবং তাদের পরিবারের পূর্ণ যত্ন নেয়। হনুমানজির উপাসনা করলে বৃশ্চিক রাশির জাতকদের সুখ এবং সৌভাগ্য বৃদ্ধি পায়।

 

POST A COMMENT
Advertisement