scorecardresearch
 

Last Surya Grahan 2022 : এইদিন হতে চলেছে বছরের শেষ সূর্যগ্রহণ, ভারতে দেখা যাব?

পঞ্জিকা অনুসারে, ২৪ অক্টোবর বিকাল ৫টা ২৯ মিনিট থেকে ২৫ অক্টোবর বিকেল ৪টে ২০ মিনিট পর্যন্ত চলবে কার্তিক অমাবস্যা তিথি। একই সঙ্গে দীপাবলির পরের দিন কার্তিক শুক্লা প্রতিপদে উদযাপিত হবে গোবর্ধন পুজো ও অন্নকূট উৎসব।

Advertisement
প্রতীকী ছবি প্রতীকী ছবি
হাইলাইটস
  • অক্টোবরে হবে বছরের শেষ সূর্যগ্রহণ
  • জেনে নিন দিনক্ষণ
  • ভারতে থাকছে না সুতক কাল

চলতি বছরের শেষ সূর্যগ্রহণ হতে চলেছে আগামী ২৫ অক্টোবর। অর্থাৎ দীপাবলির পরের দিন হবে এই সূর্যগ্রহণ (Surya Grahan 2022)। ওইদিন আবার রয়েছে গোবর্ধন পুজোও। ভারতীয় সময় অনুযায়ী, ২৫ অক্টোবর বিকেল ৪টে ২৯ মিনিটে শুরু হবে সূর্যগ্রহণ, চলবে ৫টা ২৪ মিনিট পর্যন্ত। সেক্ষেত্রে ওই দুই উৎসবে কি সূর্যগ্রহণের কোনও প্রভাব পড়বে? চলুন জেনে নেওয়া যাক বিস্তারিত।

দীপাবলি কবে?
পঞ্জিকা অনুসারে, ২৪ অক্টোবর বিকাল ৫টা ২৯ মিনিট থেকে ২৫ অক্টোবর বিকেল ৪টে ২০ মিনিট পর্যন্ত চলবে কার্তিক অমাবস্যা তিথি। একই সঙ্গে দীপাবলির পরের দিন কার্তিক শুক্লা প্রতিপদে উদযাপিত হবে গোবর্ধন পুজো ও অন্নকূট উৎসব।

প্রদোষ ব্রত
এছাড়া ওই দিন প্রদোষ উপবাসও পালন করা হয়। প্রদোষ ব্রত পুজার সময় বিকেল ৫টা ৫০ থেকে রাত্রি ৮টা ২২ পর্যন্ত। এ সময়ে প্রদোষ ব্রতর পূজো করা যেতে পারে।

ভারতে দেখা যাবে না সূর্যগ্রহণ
বছরের শেষ সূর্যগ্রহণ (Last Surya Grahan 2022) হতে চলেছে ২৫ অক্টোবর। তবে এই সূর্যগ্রহণ ভারতে দেখা যাবে না। তাই ভারতে এর সুতক সময়কাল থাকছে না। প্রসঙ্গত সুতক সময় সূর্যগ্রহণ শুরু হওয়ার ১২ ঘন্টা আগে শুরু হয় এবং গ্রহণ সমাপ্ত হলে তা শেষ হয়।

উৎসবে প্রভাব পড়বে না
দীপাবলির পরের দিন হতে চলেছে এই সূর্যগ্রহণ (Solar Eclipse 2022)। যদিও ভরতে এটি দেখা যাবে না। তাই দীপাবলি ও গোবর্ধন পুজোয় এর কোনও প্রভাব পড়বে না বলেই জানা যাচ্ছে।

আরও পড়ুনওষুধ লাগবে না, বাড়িতেই নিয়ন্ত্রিত হবে কোলেস্টেরল, মানুন এই ৪ নিয়ম

 

Advertisement
Advertisement