scorecardresearch
 

Numerology Lucky Number: নিজের জন্মের তারিখ অনুযায়ী জেনে নিন লাকি দিন ও সংখ্যা, শুরু করুন শুভ কাজ

সংখ্যাতত্ত্ব অনুযায়ী জন্মাতারিখের উপর নির্ভর করে গণনা। তা দিয়েই তৈরি হয় মূলাঙ্ক। যেমন কারও জন্ম মাসের ১৫ তারিখে হলে তাঁর মূলাঙ্ক হবে ১ ও ৫-এর যোগফল ৬। কারও জন্ম তারিখ ২৭ হলে মূলাঙ্ক ২ ও ৭-এর যোগফল ৯। কোনও ব্যক্তির মূলাঙ্ক হতে পারে ১ থেকে ৯। তার ভিত্তিতেই গণনা হয় সংখ্যাতত্ত্বে। 

সংখ্যাতত্ত্ব অনুযায়ী লাকি দিন। সংখ্যাতত্ত্ব অনুযায়ী লাকি দিন।
হাইলাইটস
  • সংখ্যাতত্ত্ব অনুযায়ী জন্মাতারিখের উপর নির্ভর করে গণনা। তা দিয়েই তৈরি হয় মূলাঙ্ক।
  • কোনও ব্যক্তির মূলাঙ্ক হতে পারে ১ থেকে ৯।

ব্যক্তি কোন তারিখে জন্মাচ্ছেন, তার উপরে নির্ভর করে তাঁর ব্যক্তিত্ব ও পরিচয়। সেই সঙ্গে তাঁর জীবনের শুভ দিনের আভাসও মেলে। সকলেরই তাই জানা উচিৎ তাঁর জন্ম তারিখের সঙ্গে শুভ দিন কোনটি। কারণ শুভ দিনে কোনও কাজ শুরু করলে তা বিফলে যায় না। সাফল্য আসতে বাধ্য। তাই আগে জেনে নিন শুভ দিন। সেই সঙ্গে নিজের শুভ সংখ্যা জানাও দরকার। বাইকের নম্বর হিসেবে সেই সংখ্যা ব্যবহার করতে পারেন। সেই সংখ্যার দিনে কোনও বড় কাজ শুরু করতে পারেন।

সংখ্যাতত্ত্ব অনুযায়ী জন্মাতারিখের উপর নির্ভর করে গণনা। তা দিয়েই তৈরি হয় মূলাঙ্ক। যেমন কারও জন্ম মাসের ১৫ তারিখে হলে তাঁর মূলাঙ্ক হবে ১ ও ৫-এর যোগফল ৬। কারও জন্ম তারিখ ২৭ হলে মূলাঙ্ক ২ ও ৭-এর যোগফল ৯। কোনও ব্যক্তির মূলাঙ্ক হতে পারে ১ থেকে ৯। তার ভিত্তিতেই গণনা হয় সংখ্যাতত্ত্বে। 

মূলাঙ্ক ১- কারও জন্ম মাসের ১, ১০ এবং ২৮ তারিখ হলে মূলাঙ্ক হয় ১। লাকি সংখ্যা হল ১, ১০, ১৯  এবং ২৮। এই তারিখগুলিতে করা কাজ সফল হয়। এছাড়াও রবিবার এবং বৃহস্পতিবার ১ মূলাঙ্কের জাতক-জাতিকাদের জন্য খুব শুভ দিন।

মূলাঙ্ক ২-  যাঁদের জন্ম মাসের ২, ১১ এবং ২০ তারিখ তাঁদের মূলাঙ্ক ২।  শুভ সংখ্যা ২, ৪, ৮, ১১, ১৬, ২০, ২৬, ২৯ এবং ৩১। শুভ দিনগুলি হল সোমবার এবং বুধবার।

মূলাঙ্ক ৩- মাসের ৩, ১২, ২১ এবং ৩০ তারিখে জন্মানো ব্যক্তিদের মূলাঙ্ক ৩। মাসের শুভ দিন ৩, ৬, ৯, ১২, ১৫, ১৮, ২০, ২১, ২৪, ২৭, ৩০। এছাড়াওমঙ্গলবার এবং শুক্রবার শুভ বার।

মূলাঙ্ক ৪- ৪ মূলাঙ্কের জাতক-জাতিকাদের শুভ তারিখ ২, ৪,৮, ১৩, ১৬, ২০, ২২, ২৬ এবং ৩১। এ ছাড়া বুধবার ও সোমবার বিশেষভাবে শুভ দিন। মাসের ৪, ১৩, ২২ এবং ৩১ তারিখে জন্ম হলে ৪ মূলাঙ্ক হয়।  

মূলাঙ্ক ৫- মাসের ৫, ১৪ এবং ২৩ তারিখে জন্মানো ব্যক্তিদের মূলাঙ্ক ৫। তাঁদের শুভ দিন ৫, ১০, ১৪, ১৯, ২৩, ২৫ এবং ২৮।  এছাড়াও বুধবার, বৃহস্পতি এবং শনিবার সৌভাগ্যের বার। 

মূলাঙ্ক ৬- ৬ মূলাঙ্কের জাতক-জাতিকাদের জন্য শুভ দিন ৬,৯, ১৫, ১৮ এবং ২৪। এছাড়াও শুক্র ও মঙ্গলবার শুভ বার। মাসের ৬, ১৫ এবং ২৪ তারিখে জন্মানো ব্যক্তিদের মূলাঙ্ক ৬।  

মূলাঙ্ক ৭- মাসের ৭, ১৬ এবং ২৫ তারিখে জন্ম হলে মূলাঙ্ক হয় ৭। এই মূলাঙ্কের জাতক-জাতিকাদের শুভ দিন ৭, ১৪, ১৬, ২৫ এবং ২৬ তারিখ। বুধবার, বৃহস্পতিবার এবং শনিবার শুভ। এই দিনে যে কোনও কাজ শুরু করতে পারেন। 

মূলাঙ্ক ৮- এই মূলাঙ্কের জাতক-জাতিকাদের জন্য শুভ দিন হল ৪, ৮  ১৬, ১৭ এবং ২৬। শুভ দিনগুলি হল শনিবার এবং বুধবার। মাসের ৮, ১৭ এবং ২৬ তারিখে জন্ম বলে ৮ মূলাঙ্ক হয়। 

মূলাঙ্ক ৯-  এই মূলাঙ্কের শুভ দিন ৯, ১৫, ১৮ এবং ২৭। মঙ্গলবার এবং শুক্রবার অত্যন্ত শুভ। মাসের ৯, ১৮ এবং ২৭ তারিখে জন্মানো ব্যক্তিদের মূলাঙ্ক হয় ৯।   

আরও পড়ুন- মহালয়ায় বৈভব, নেতৃত্বের ৩ গ্রহের বিরল যোগ, অর্থ ও সম্মানলাভ ৫ রাশির