Mahesh Navami 2021: আজ মহেশ নবমী! ভুলেও এই ৫ কাজ করবেন না!

দেবাদিদেব শিবের (Lord Shiva) আর এক নাম মহেশ। এই বিশেষ তিথিতে শিব - পার্বতীর পুজো করা হয়। এক নজরে দেখে নিন এদিন কোন কোন জিনিসগুলি এড়িয়ে চলা উচিত। 

Advertisement
Mahesh Navami 2021: আজ মহেশ নবমী! ভুলেও এই ৫ কাজ করবেন না! দেবাদিদেব শিবের আর এক নাম মহেশ
হাইলাইটস
  • দেবাদিদেব শিবের আর এক নাম মহেশ।
  • হিন্দু ক্যালেন্ডার অনুসারে জ্যৈষ্ঠ মাসের শুক্ল পক্ষের নবমীর দিন মহেশ নবমী পালন করা হয়।
  • এই বছর মহেশ নবমী তিথি পড়েছে ১৯ জুন, শনিবার।

হিন্দু ক্যালেন্ডার অনুসারে জ্যৈষ্ঠ মাসের শুক্ল পক্ষের নবমীর দিন মহেশ নবমী (Mahesh Navami) পালন করা হয়। এই বছর মহেশ নবমী তিথি পড়েছে ১৯ জুন, শনিবার। দেবাদিদেব শিবের (Lord Shiva) আর এক নাম মহেশ। এই বিশেষ তিথিতে শিব - পার্বতীর পুজো করা হয়। এক নজরে দেখে নিন এদিন কোন কোন জিনিসগুলি এড়িয়ে চলা উচিত। 

* মহেশ নবমীর দিন যদি আপনি ভগবান শিবকে সন্তুষ্ট করতে চান, তাহলে এদিন কোনও কালো পোশাক পরবেন না। কালো পোশাক এই বিশেষ তিথিতে পরা অত্যন্ত অশুভ বলে মনে করা হয়। নয়তো খারাপ সময় আসার পাশাপাশি অর্থনৈতিক অবনতি হবে ও রোগভোগ হতে পারে। 

* শিবলিঙ্গে কখনও তুলসী পাতা দেবেন না। শিবলিঙ্গে দুধ দেওয়ার আগে মনে রাখবেন, কখনই প্যাকেট থেকে সেটি মহাদেবের মাথায় ঢালবেন না। কোনও ঘটিতে ঢেলে নেওয়া সবচেয়ে ভাল, নয়তো অন্য কোনও পাত্রেও রাখতে পারেন। সেই সঙ্গে শিবলিঙ্গে অবশ্যই ঠাণ্ডা দুধ ঢালবেন সব সময়। 

* শিবের পুজোয় সোনা, রূপা বা তামার ঘট ব্যবহার করা অত্যন্ত শুভ। 

আরও পড়ুন: কঠিন সময়ে বিপদমুক্ত করবে মহাদেবের মহা মৃত্যুঞ্জয় মন্ত্র! 

* শিবের পুজোয় কখনও ভুলেও কেতকী, চম্পা ফুল ব্যবহার করবেন না। মনে করা হয়, ভোলেনাথ এই ফুলগুলি পছন্দ করে না। 

* বেলপাতা,ধুতুরা, আকন্দ, অপরাজিতা, কলকে প্রভৃতি ফুল শিবের প্রিয় বলে জানা যায়। তবে মহাদেব বেলপাতাতেই সবচেয়ে বেশি তুষ্ট হন। 

* মহেশ নবমীতে মাংস কিংবা মদ্যপান করা একদমই উচিত না। এর বাইরে যে কোনও সাধারণ খাবার খেতে পারেন।  

আরও পড়ুন: ভারতের এই ১০ শিব মন্দিরে তীর্থ করলে পুণ্য হবেই 

 

POST A COMMENT
Advertisement