Makar Sankranti 2023 Date And Time : ১৪ না ১৫ জানুয়ারি, কবে মকর সংক্রান্তি? জানুন শুভ মুহূর্ত

হিন্দু পঞ্জিকা অনুযায়ী, আগামী ১৪ জানুয়ারি শনিবার সূর্যদেব মকর রাশিতে প্রবেশ করবেন রাত ৮টা ১৪ মিনিটে। এই কারণেই মকর সংক্রান্তির তারিখ নিয়ে মানুষের মধ্যে বিভ্রান্তি রয়েছে। যেহেতু রাত্রিকালে স্নান ও দান নিষিদ্ধ, তাই ১৪ জানুয়ারি মকর সংক্রান্তি উদযাপন করা ঠিক নয়। সেক্ষেত্রে পরের দিন অর্থাৎ ১৫ই জানুয়ারি মকর সংক্রান্তির উৎসব উদযাপন করা উচিত।

Advertisement
১৪ না ১৫ জানুয়ারি, কবে মকর সংক্রান্তি? জানুন শুভ মুহূর্তপ্রতীকী ছবি
হাইলাইটস
  • আসছে মকর সংক্রান্তি
  • কবে উদযাপন করবেন?
  • জেনে নিন দিনক্ষণ ও শুভ সময়

সূর্যদেব মকর রাশিতে প্রবেশ করলে মকর সংক্রান্তির (Makar Sankranti 2023) উৎসব পালিত হয়। দেশের বিভিন্ন রাজ্যে মকর সংক্রান্তি বিভিন্ন নামে পরিচিত। যেমন উত্তরায়ণ, পোঙ্গল, পৌষ পার্বন (Poush Parbon Festival) ইত্যাদি। সাধারণত প্রতি বছর মকর সংক্রান্তি ১৪ জানুয়ারি উদযাপিত হয়। তবে এবছর এর তারিখ নিয়ে মানুষের মধ্যে বিভ্রান্তি রয়েছে। কেউ বলছেন মকর সংক্রান্তি ১৪ জানুয়ারি, আবার কেউ ১৫ জানুয়ারি। চলুন জেনে নেওয়া যাক মকর সংক্রান্তির সঠিক দিনক্ষণ ও শুভ সময় সম্পর্কে। 

হিন্দু পঞ্জিকা অনুযায়ী, আগামী ১৪ জানুয়ারি শনিবার সূর্যদেব মকর রাশিতে প্রবেশ করবেন রাত ৮টা ১৪ মিনিটে। এই কারণেই মকর সংক্রান্তির তারিখ নিয়ে মানুষের মধ্যে বিভ্রান্তি রয়েছে। যেহেতু রাত্রিকালে স্নান ও দান নিষিদ্ধ, তাই ১৪ জানুয়ারি মকর সংক্রান্তি উদযাপন করা ঠিক নয়। সেক্ষেত্রে পরের দিন অর্থাৎ ১৫ই জানুয়ারি মকর সংক্রান্তির উৎসব উদযাপন করা উচিত।

মকর সংক্রান্তির শুভ সময়
১৫ জানুয়ারি সকাল ৭টা ১৫ মিনিট থেকে সন্ধে ৫টা ৪৬ মিনিট পর্যন্ত মকর সংক্রান্তির শুভ সময় থাকবে (Makar Sankranti 2023 Shubh Muhurat)। এই সময়ে স্নান, দান এবং ধর্মীয় কাজকর্ম করা অত্যন্ত শুভ বলে মনে করা হবে। যেহেতু মকর সংক্রান্তির উৎসব পড়েছে রবিবার, তাই পড়ছে, তাই সেই দিনটির গুরুত্ব আরও বেড়ে গিয়েছে। কারণ রবিবার সূর্যদেবের দিন। এছাড়া ওইদিন দুপুর ১২টা ০৯ মিনিট থেকে ১২ টা ৫২ মিনিট পর্যন্ত অভিজিৎ মুহুর্ত থাকবে। পাশাপাশি দুপুর ২টো ১৬ মিনিট থেকে দুপুর ২টো ৫৮ মিনিট পর্যন্ত থাকবে বিজয় মুহুর্ত। মকর সংক্রান্তিতে খরমাসও শেষ হবে। খরমাসে বিয়ে, উপনয়ন, গৃহপ্রবেশের মতো শুভ কাজ নিষিদ্ধ ছিল। তবে এবার ফের শুভ কাজ করা যাবে।

পৌরণিক কাহিনি
পৌরাণিক কাহিনি অনুসারে, মকর সংক্রান্তির দিন, দেবী গঙ্গা ভগবান বিষ্ণুর বুড়ো আঙুল থেকে বেরিয়ে এসে কপিল মুনির আশ্রমের মধ্য দিয়ে ভগীরথকে অনুসরণ করে সমুদ্রে মিলিত হয়েছিলেন। সেখানে তিনি ভগীরথের পূর্বপুরুষ মহারাজ সাগরের ৬০ হাজার পুত্রকে মোক্ষলাভে বর দিয়েছিলেন। তাই বাংলার গঙ্গাসাগরে মকর সংক্রান্তিতে কপিল মুনির আশ্রমে বিশাল মেলাও (Gangasagar Mela 2023) বসে। 

Advertisement

আরও পড়ুন - মুখ্যমন্ত্রীর 'কবিতা বিতান'-এর ইংরেজি অনুবাদ এবারের বইমেলায়, আর কী থাকছে?

 

POST A COMMENT
Advertisement