Shab-E-Barat: ১৩ নাকি ১৪ কবে শবে বরাত? জানুন দিনক্ষণ ও মাহাত্ম্য

Shab-E-Barat: মুসলিম সম্প্রদায়ের মানুষদের জন্য শবে বরাত বেশ গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। এই পবিত্র দিনটি রমজানের ১৪ দিন আগে পালন করা হয়। শবে বরাতের দিন মানুষ আল্লার কাছে নিজেদের দোষের ক্ষমা চান। আর পরের দিন রোজা রাখেন। এছাড়াও শবে বরাতের রাতে নমাজ পড়ার সঙ্গে নিজের পূর্বপুরুষদের কবরের কাছে গিয়ে তাঁদের হয়ে ক্ষমা চান।

Advertisement
১৩ নাকি ১৪ কবে শবে বরাত? জানুন দিনক্ষণ ও মাহাত্ম্যকবে শবে বরাত?
হাইলাইটস
  • মুসলিম সম্প্রদায়ের মানুষদের জন্য শবে বরাত বেশ গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়।

মুসলিম সম্প্রদায়ের মানুষদের জন্য শবে বরাত বেশ গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। এই পবিত্র দিনটি রমজানের ১৪ দিন আগে পালন করা হয়। শবে বরাতের দিন মানুষ আল্লার কাছে নিজেদের দোষের ক্ষমা চান। আর পরের দিন রোজা রাখেন। এছাড়াও শবে বরাতের রাতে নমাজ পড়ার সঙ্গে নিজের পূর্বপুরুষদের কবরের কাছে গিয়ে তাঁদের হয়ে ক্ষমা চান। এই দিনটাকে ক্ষমার দিন হিসাবে বিবেচিত করা হয়। ইসলামিক ক্যালেন্ডার অনুযায়ী প্রত্যেক বছর শাবান মাসের ১৫তম রাতে শবে বরাত পালন করা হয়। এই বছর শবে বরাত কবে তা নিয়ে বিভ্রান্তি রয়েছে। আসুন জেনে নিই কবে পালন করা হবে শবে বরাত। 

কবে শবে বরাত
ইসলামিক ক্যালেন্ডার অনুসারে, শবে বরাত শাবান মাসের ১৪ ও ১৫ তারিখের মাঝের রাতে পালন করা হয়। এই রাত ১৪তম রাতে শুরু হয় ও ১৫তম শাবান ভোরে শেষ হয়। এই বছর শবে বরাত ১৩ ফেব্রুয়ারি ২০২৫ সালে পালন করা হবে। 

শবে বরাতের মাহাত্ম্য
ইসলাম ধর্মের জন্য শবে বরাতের রাত বেশ মাহাত্ম্যপূর্ণ হতে চলেছে। কারণ এই রাত সেইসব রাতের মধ্যে গুরুত্বপূর্ণ যেখানে আল্লা নিজের ভক্তের সব প্রার্থনাকে স্বীকার করেন। এই কারণেই এইদিন সকলেই তাঁদের দোষের ক্ষমা চেয়ে নেন। এই রাতে তাঁদের মৃত পূর্বপুরুষদের জন্য আল্লার কাছে ক্ষমা চাওয়ার জন্য প্রার্থনার আয়োজন করা হয়। শবে বরাত একটি ফরাসি শব্দ যার কারণে এই শব্দের ব্যবহার আরবিতে নেই। তবে শাবান মাসের গুরুত্ব রয়েছে। শাবান মাসের মধ্য তারিখের গুরুত্ব রয়েছে। রাজ্য সরকারের পক্ষ থেকেও শবে বরাতের দিন সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। 
 

POST A COMMENT
Advertisement