Nil Sasthi 2022 Date: সন্তানের মঙ্গল কামনায় মায়েরা পালন করেন শিবের ব্রত! জানুন এবছরের নীলষষ্ঠীর দিনক্ষণ

Nil Sasthi 2022 Date: সামনেই আসছে নীলপুজো বা নীলষষ্ঠী। প্রায় প্রতি বাড়ির মহিলারাই এদিন মূলত সন্তানের মঙ্গল কামনায় ব্রত পালন করেন। মহাদেবের মন্দিরগুলিতে ভিড় জমান ভক্তেরা।  

Advertisement
সন্তানের মঙ্গল কামনায় পালন হয় শিবের ব্রত! জানুন এবছরের নীলষষ্ঠীর দিনক্ষণ  দেবাদিদেব মহাদেব

 বাঙালির বারো মাসে তের পার্বণ, তা আর কারও অজানা নয়। আর গোটা এপ্রিল মাস জুড়ে রয়েছে একাধিক পুজো-পার্বণ। সামনেই আসছে নীলপুজো বা নীলষষ্ঠী (Nil Sasthi)। প্রায় প্রতি বাড়ির মহিলারাই এদিন মূলত সন্তানের মঙ্গল কামনায় ব্রত পালন করেন। মহাদেবের (Lora Shiva) মন্দিরগুলিতে ভিড় জমান ভক্তেরা।  

নীলষষ্ঠীর দিনক্ষণ (Nil Sasthi Date & Time)

সাধারণত চৈত্র সংক্রান্তির আগে অর্থাৎ চড়ক উৎসবের আগের দিন নীলপুজো পালিত হয়। এই বছর ১৩ এপ্রিল অর্থাৎ ২৯ চৈত্র পড়েছে নীলপুজোর তারিখ।  

আরও পড়ুন: মার্চেই কুম্ভতে গমন করবে শুক্র! এই ৫ রাশির জীবনে সুসময়ের যোগ

 

Nil Sasthi 2022 Date Nil Puja

নীলপুজোর ব্রত পালনের উপকরণ (Things Required For Nil Sasthi Vrat)

গঙ্গামাটি বা শুদ্ধ মাটি, বেল পাতা, গঙ্গা জল, দুধ, দই, ঘি, মধু, কলা, বেল, বেলের কাঁটা ও মহাদেবের পছন্দের কোনও ফুল। 

শিবের পছন্দের ফুল (Lord Shiva's Favourite Flowers)

বেলপাতা,ধুতুরা, আকন্দ, অপরাজিতা, কলকে প্রভৃতি ফুল শিবের প্রিয় বলে জানা যায়। তবে মহাদেব বেলপাতাতেই সবচেয়ে বেশি তুষ্ট হন।    

 

Nil Sasthi 2022 Date Nil Puja

আরও পড়ুন: রাশি অনুযায়ী বেছে নিন বাড়ির শুভ রঙ! পরিবারে থাকবে সুখ- সমৃদ্ধি

নীলষষ্ঠীর ব্রত পালনের নিয়ম (Nil Sasthi Puja Rules)

নীলষষ্ঠীর দিন সারা দিন উপোস করে সন্ধ্যাবেলা শিবের মাথায় জল ঢালতে হয়। এরপর শিবের মাথায় বেলপাতা, ফুল ও একটি ফল ছুঁয়ে রাখতে হয়। এরপর   বা অপরাজিতার মালা পড়িয়ে, সন্তানের নামে একটি মোমবাতি জ্বালিয়ে প্রার্থনা করতে হয়। 

আরও পড়ুন: মীনে প্রবেশ করেছে সূর্য! এই ৬ রাশির চাকরি -ব্যবসায়ে দারুণ সময়

Advertisement

মনে রাখা জরুরী, উপোস ভাঙার পরও এদিন ফল,সাবু ইত্যাদি ছাড়া ময়দার তৈরি খাবারই খেতে হয়। এমনকি সন্দক লবণ দিয়ে খাবার খেতে হয়। মনে করা হয় ব্রতের দিন উপোস করে নিষ্ঠা করে কিছু নিয়ম মানলে ভক্তের মনোবাঞ্ছা পূরণ করেন দেবাদিদেব।  

 

Nil Sasthi 2022 Date Nil Puja

আরও পড়ুন: এই বছর কোন রাশিতে কতদিন চলবে শনির সাড়ে সাতি ও ঢাইয়া? জানুন...

নীলষষ্ঠীতে মূলত সন্তানের কামনায় উপবাস করে থাকেন মহিলারা। তবে শুধু বিবাহিত মহিলা নয়, অবিবাহিত মহিলা এবং অনেক পুরুষও এই ব্রত পালন করেন নিষ্ঠা করে। তারকেশ্বর থেকে শুরু করে পশ্চিম বাংলার একাধিক স্থানে কাঁধে বাঁক নিয়ে শিবের মাথায় জল ঢালতে হাজির হন শিব ভক্তেরা।   

 

POST A COMMENT
Advertisement