ধনতেরস মানেই বাড়িতে নতুন কিছু আসা। এদিন অবশ্য সোনা ও রুপো কেনাই খুব শুভ বলে মনে করা হয়। কিন্তু সকলের এই সোনা ও রুপো কেনার সামর্থ্য থাকে না। অবশ্য তাতে চিন্তার কোনও কারণ নেই। এদিন সোনা-রুপোর বদলে আপনি এরকম অনেক জিনিস কিনতে পারেন, যা ঘরে এনে মা লক্ষ্মীর আশীর্বাদ, ধন, সৌভাগ্য ও সমৃদ্ধি আহ্বান করতে পারেন। হিন্দু ধর্মে ধনতেরাস বা ধনত্রয়োদশী হল পাঁচ দিনের দীপাবলি উৎসবের সূচনা। এটি পালিত হয় কার্তিক মাসের কৃষ্ণপক্ষের ত্রয়োদশী তিথিতে। বিশ্বাস করা হয়, এই দিনেই ধন্বন্তরী দেবতা সমুদ্র মন্থন থেকে অমৃত কুণ্ড নিয়ে আবির্ভূত হয়েছিলেন। তাই এই দিনকে স্বাস্থ্য, ধন ও সৌভাগ্যের প্রতীক হিসেবে ধরা হয়। এই দিনে নতুন কিছু কেনাকাটা অত্যন্ত শুভ, কারণ এটি সৌভাগ্য, সমৃদ্ধি ও সুখের আগমন ঘটায়।
কবে ধনতেরস
বৈদিক পঞ্জিকা অনুযায়ী, ২০২৫ সালে ত্রয়োদশী তিথি শুরু হবে শনিবার, ১৮ অক্টোবর দুপুর ১২টা ১৮ মিনিটে এবং শেষ হবে রবিবার, ১৯ অক্টোবর দুপুর ১টা ৫১ মিনিটে। হিন্দু শাস্ত্র অনুযায়ী, সূর্যোদয়ের সময়কার তারিখ (উদয়তিথি) অনুসারে ধনতেরাস উদযাপিত হবে শনিবার, ১৮ অক্টোবর ২০২৫।
কী কী কেনা শুভ
পিতল (Brass)-পিতলকে ধন্বন্তরী দেবতার ধাতু বলা হয়। বিশ্বাস করা হয়, ধনতেরাসের দিনে পিতলের বাসন বা মূর্তি কিনলে ঘরে আসে স্বাস্থ্য, সৌভাগ্য ও তেরো গুণ ধনবৃদ্ধি।
ঝাঁটা (Broom)-ধনতেরাসে নতুন ঝাড়ু কেনা খুবই শুভ। ঝাড়ু ধরা হয় লক্ষ্মী দেবীর প্রতীক হিসেবে। নতুন ঝাড়ু ঘরে দারিদ্র দূর করে, মলিনতা সরায় এবং সুখ-সমৃদ্ধি আনে। ব্যবহার করার আগে ঝাড়ুটিকে পুজো করে নেওয়া উচিত।
ধনে বীজ (Coriander Seeds)-ধনতেরাসে ধনিয়া বীজ কিনে লক্ষ্মী দেবীকে উৎসর্গ করা অত্যন্ত শুভ। ধনিয়া ধনের প্রতীক বলে ধরা হয়। পূজার পর এই বীজ তিজোরিতে বা অর্থ রাখার স্থানে রাখলে সমৃদ্ধি ও আর্থিক স্থায়িত্ব আসে।
গোমতী চক্র (Gomati Chakra)-গোমতী চক্রকে অলৌকিক ও পবিত্র বলে মনে করা হয়। ধনতেরাসে ১১টি গোমতী চক্র কিনে লাল কাপড়ে বেঁধে তিজোরিতে রাখলে আর্থিক সংকট কেটে যায় এবং অর্থলাভের পথ প্রশস্ত হয়।
কড়ি (Cowrie Shells)-হলুদ কড়ি বা শাঁসকে লক্ষ্মী দেবীর সঙ্গে যুক্ত বলে বিশ্বাস করা হয়। ধনতেরাসের দিনে কড়ি কিনে, যদি তা আগে থেকে রঙিন না হয়, তবে হলুদ গুঁড়ো বা চন্দন মিশিয়ে হলুদ করুন। দীপাবলির রাতে পূজার পর সেই কড়িগুলি তিজোরিতে রাখলে ঘরে ধনের প্রবাহ অব্যাহত থাকে।