বাস্তুশাস্ত্রে (Vastu Shastra) গাছপালা সংক্রান্ত অনেক বিষয় বলা হয়েছে। কারণ বিভিন্ন গাছের ইতিবাচক-নেতিবাচক শক্তি রয়েছে। এই প্রতিবেদনে এমন একটি ফুল নিয়ে আলোচনা করা হবে, যা জ্যোতিষশাস্ত্র এবং বাস্তুশাস্ত্রে অত্যন্ত শুভ বলে বিবেচিত হয়। সেটি হল পলাশ ফুল। একে টেসু ফুলও বলা হয়।
পলাশ ফুল (Palash Flower) ভেষজ রঙ তৈরি করতে ব্যবহৃত হয়। এ ছাড়া পলাশ ফুলের আরও অনেক উপকারিতা রয়েছে। অন্যদিকে, বাস্তুশাস্ত্রে পলাশ ফুলকে ধন-সম্পদ লাভের জন্য অত্যন্ত কার্যকরী বলে মনে করা হয়েছে। অর্থাৎ পলাশ ফুল অর্থের প্রবাহ বাড়াতে খুবই সহায়ক। চলুন জেনে নেওয়া যাক পলাশ ফুলের কিছু প্রতিকার যা আর্থিক সংকট কাটিয়ে উঠতে বিশেষ সহায়ক।
পলাশ ফুলের বাস্তু প্রতিকার
আর্থিক অবস্থা ভাল না গেলে বা আর্থিক সংকটের মধ্যে থাকলে সাদা কাপড়ে একটি পলাশ ফুল এবং একটি নারকেল বেঁধে টাকাপয়সা রাখার স্থান অর্থাৎ আলমারি বা সিন্দুকে রাখুন। দেবী লক্ষ্মীর কৃপায় শীঘ্রই অর্থের প্রবাহ বাড়বে। আর্থিক অবস্থা ভাল হবে। জীবনে আসবে সুখ-সমৃদ্ধি। শুক্রবার সন্ধ্যায় এই প্রতিকার বিশেষ কার্যকরী। লক্ষ্মী দেবীর পুজো করে এই প্রতিকার করলে দ্রুত ফল পাওয়া যায়। যাঁরদের পক্ষে তাজা পলাশ ফুল পাওয়া মুশকিল, তাঁরা বাসি বা শুকনো ফুল দিয়েও এটি করতে পারেন।
পলাশ গাছের পুজো
এছাড়াও শুক্রবার পলাশ গাছের পুজো করলেও লক্ষ্মী-সহ অন্যান্য অনেক দেবদেবীর আশীর্বাদ পাওয়া যায়। জীবনে সুখ-সমৃদ্ধি বজায় থাকে। কমপক্ষে ৫টি শুক্রবার এমনটা করা উচিত। তাতে বেশি ভাল ফল পাওয়া যাবে।
আরও পড়ুন - বাগুইআটির পর বীরভূম, ছাত্রকে 'অপহরণ করে খুন'