scorecardresearch
 

Rakhi Purnima 2022 Date & Time: এবছর রাখি পূর্ণিমা কবে? জানুন দিনক্ষণ, শুভ তিথি ও মুহূর্ত

Rakhi Purnima 2022 Fixture: মূলত বোন -দিদিরা তাঁদের ভাইয়ের সুরক্ষার জন্যে হাতে রাখি বাঁধেন। তবে শুধু ভাই -বোনের মধ্যে এই উৎসব সীমাবদ্ধ নেই। যে কোনও ব্যক্তির মঙ্গল কামনায় তাঁদের হাতে রাখি বাঁধা যায়।

Advertisement
হিন্দুদের একটি অন্যতম উৎসব রাখি পূর্ণিমা বা রাখি বন্ধন হিন্দুদের একটি অন্যতম উৎসব রাখি পূর্ণিমা বা রাখি বন্ধন

হিন্দুদের বারো মাসে তের পার্বণ (Festivals)। তার মধ্যে একটি অন্যতম উৎসব হল রাখি পূর্ণিমা (Rakhi Purnima)  বা রাখি বন্ধন (Raksha bandhan)। সাধারণত শ্রাবণ মাসের পূর্ণিমা তিথিতে রাখি বন্ধন উৎসব হয়। মূলত বোন -দিদিরা তাঁদের ভাইয়ের সুরক্ষার জন্যে হাতে রাখি বাঁধেন। তবে শুধু ভাই -বোনের মধ্যে এই উৎসব সীমাবদ্ধ নেই। যে কোনও ব্যক্তির মঙ্গল কামনায় তাঁদের হাতে রাখি বাঁধা যায়। গোটা ভারত জুড়ে উদযাপন হয় এই উৎসবের। 

রাখি পূর্ণিমা ২০২২-র দিনক্ষণ (Rajhi Purnima 2022 Date & Time)

* এবছর রাখি পূর্ণিমা ১১ অগাস্ট, বৃহস্পতিবার। 

* পূর্ণিমা তিথি লাগছে ১১ অগাস্ট, বৃহস্পতিবার সকাল ৯.৫৬ মিনিটে এবং থাকবে ১২ অগাস্ট, শুক্রবার সকাল ৭.৩৬ মিনিট পর্যন্ত। 

* রাখি বন্ধনের প্রদোষ কাল মুহুর্ত - রাত ০৮:৫১ থেকে ০৯:১৪ পর্যন্ত

আরও পড়ুন:  ১৭ জুলাই থেকে ৩ রাশির ভাগ্য খুলবে বুধের আশীর্বাদে, আপনি আছেন তালিকায়?

রাখি বন্ধনে ২০২২-র শুভ যোগ (Raksha Bandhan Auspicious Yog)

* অভিজিৎ মুহুর্ত - দুপুর ১২:০৮ থেকে ১২:৫৯ 

* অমৃত কাল সন্ধ্যা ০৬.৫৫ থেকে ০৮.২০

* রবি যোগ - সকাল ০৬:০৭ থেকে ০৬:৫৩ 

রাখি বন্ধন ১১ না ১২ অগাস্ট? (When is Raksha Bandhan?)

শ্রাবণ মাসের পূর্ণিমা তিথি ১১ অগাস্ট শুরু হবে এবং ১২ অগাস্ট সকালে শেষ হবে। ১১ তারিখ সারাদিন পূর্ণিমা তিথি রাখছে, তাই রাখি উৎসবও পালিত হবে এদিনই। 

আরও পড়ুন: স্বপ্নে দেখা এই ৬ জিনিসের মানে কী? শুভ না অশুভ ইঙ্গিত জানুন...

রাধা- কৃষ্ণের ঝুলনযাত্রার শেষে শ্রাবণী পূর্ণিমায় রাখি বন্ধন উৎসব হয়। এবছরও একই দিনে ঝুলন ও রাখি পূর্ণিমা। তাই দিনটা অত্যন্ত শুভ। অনেকে এই দিন নানা শুভ কাজ সম্পন্ন করে থাকেন। মনে করা হয় এদিন সেই সব কাজ করলে, শুভ ফল মেলে। 
 

Advertisement

Advertisement