scorecardresearch
 

Raksha Bandhan 2022 : দীর্ঘ ২৪ বছর পর রাখিতে দুর্লভ শুভ-যোগ, জানুন সময় ও বিধি

জ্যোতিষ বিশেষজ্ঞরা বলছেন, এই বছর অত্যন্ত শুভ যোগে উদযাপিত হবে রাখিবন্ধন উৎসব (Raksha Bandhan 2022)। আর সেই কারণেই এবারের রাখিবন্ধন আরও বিশেষ হয়ে উঠতে চলেছে। জ্যোতিষী মতে, এই বছর অমৃত যোগে উদযাপিত হতে চলেছে ভাই-বোনের ভালোবাসায় ভরা এই উৎসব। ২৪ বছর পর রাখিতে হচ্ছে এই যোগ।

Advertisement
প্রতীকী ছবি প্রতীকী ছবি
হাইলাইটস
  • ১১ তারিখ রাখিবন্ধন
  • এই বছর তৈরি হচ্ছে অমৃত যোগ
  • ২৪ বছর পর এই যোগ

শ্রাবণের শুক্লা পূর্ণিমায় উদযাপিত হয় রাখিবন্ধন উৎসব। এই বছর পূর্ণিমা তিথি আগামী ১১ অগাস্ট সকাল ১০টা ৩৮ মিনিটে শুরু হবে, যা চলবে ১২ অগাস্ট সকাল ৭টা ৫ মিনিটে পর্যন্ত। তবে রাখিবন্ধন উৎসব উৎযাপিত হবে ১১ আগস্ট, বৃহস্পতিবার (Rakhi Bandhan 2022 Date)। 

Shubh Amrit Yog

জ্যোতিষ বিশেষজ্ঞরা বলছেন, এই বছর অত্যন্ত শুভ যোগে উদযাপিত হবে রাখিবন্ধন উৎসব (Raksha Bandhan 2022)। আর সেই কারণেই এবারের রাখিবন্ধন আরও বিশেষ হয়ে উঠতে চলেছে। জ্যোতিষী মতে, এই বছর অমৃত যোগে উদযাপিত হতে চলেছে ভাই-বোনের ভালোবাসায় ভরা এই উৎসব। ২৪ বছর পর রাখিতে হচ্ছে এই যোগ।

এই দিন চন্দন, মিষ্টি ও ঘিয়ের প্রদীপ সহযোগে ভাইকে রাখি পরাতে হয়। প্রথমে রাখি এবং পুজোর থালা ঈশ্বরকে উৎসর্গ করুন। তারপর ভাইকে পূর্ব বা উত্তর দিকে মুখ করে বসিয়ে তার মাথায় তিলক লাগান। এরপর রাখি পরিয়ে প্রদীপ দিয়ে আরতি করুন। কথিত আছে, ভাইকে পূর্ব বা উত্তর দিকে মুখ করিয়ে রাখি পরালে, তার সমস্ত বিপদ-আপদ দূর হয়ে যায়। সব শেষে ভাইকে মিষ্টি খাইয়ে শুভেচ্ছা জানান। তবে মনে রাখবেন ভাইকে রাখি পরানোর বোনের মাথা যেন খালি না থাকে। 

রাখি বাঁধার পর ভগবান, বাবা-মা এবং গুরুজনদের আশীর্বাদ নিন। রাখি পরার পর্ব শেষ হলে বোনকে সামর্থ্য অনুযায়ী উপহার দিন। সেক্ষেত্রে উপহারে এমন কোনও জিনিস দিন, যা উভয়ের জন্যই শুভ। তবে কাল রঙের কোনও সামগ্রী, ধারালো বস্তু, ঝাল বা নোনতা কোনও জিনিস দেবেন না। 

আরও পড়ুনস্বাধীনতার ৭৫ বর্ষপূর্তিতে তেরঙা আলোয় সাজছে সব স্মারক, বাদ শুধু তাজমহল, কেন?

 

Advertisement

Advertisement