Raksha Bandhan 2025: রাখির দিন রাহুর অশুভ ছায়া! এই সময়ে ভুলের রাখি পরাবেন না ভাইকে

রাখিবন্ধনের দিন পড়বে অশুভ রাহুল কাল। আর সেকারণে ওই সময়ের মধ্যে ভাইয়ের হাতে রাখি না পরানোর পরামর্শ দিচ্ছেন জ্যোতিষবিদেরা।

Advertisement
রাখির দিন রাহুর অশুভ ছায়া! এই সময়ে ভুলের রাখি পরাবেন না ভাইকেপ্রতীকী ছবি
হাইলাইটস
  • রাখিবন্ধনের দিন পড় রাহুল অশুভ ছায়া
  • সেই সময়ে রাখি পড়াবেন না ভাইয়ের হাতে
  • কোন সময়টা এড়িয়ে চলার পরামর্শ?

প্রতি বছর শ্রাবণ পূর্ণিমার দিন রাখিবন্ধন উৎসব পালন করা হয়। এই পরব ভাই-বোনের ভালোবাসা এবং স্নেহের প্রতীক হিসেবে মনে করা হয়। এবছর রাখিবন্ধন উৎসবের দিন ভদ্রার ছায়া সঙ্গে থাকবে না। রাখিবন্ধনের দিন সূর্যোদয়ের আগেই ভদ্রা সমাপ্ত হবে। সে কারণে মিলবে বড়সড় স্বস্তি। 

তবে রাখির দিন এবছর সমস্যা তৈরি করতে পারে রাহু কাল। ভারতে অধিকংশ বোনেরা যে সময়ে ভাইয়ের হাতে রাখি পরায় তখনই রাহু কালের ছায়া পড়বে। 

রাখির তিথি
শ্রাবণ পূর্ণিমা তিথি ৮ অগাস্ট দুপুর ২টো ১২ মিনিট থেকে শুরু করে ৯ অগাস্ট দুপুর ১টা ২৪ মিনিট পর্যন্ত থাকবে। এই তিথির কারণে রাখিবন্ধন ৯ অগাস্টও উদযাপিত হবে। 

শুভ মুহূর্ত
৯ অগাস্ট রাখিবন্ধনে রাখি পড়ানোর শুভ মুহূর্ত সকাল ৫ট্ ৪৭ মিনিটে শুরু হবে। চলবে দুপুর ১টা ২৪ মিনিট পর্যন্ত। অর্থাৎ ভাইয়ের হাতে রাখি পড়ানোর জন্য ৭ ঘণ্টা ৩৭ মিনিট সময় পাবেন বোনেরা। 

কখন পড়বে রাহু কাল?
রাখির দিন সকাল ৯টা ৭ মিনিট থেকে শুরু করে সকাল ১০টা ৪৭ মিনিট পর্যন্ত রাহুর কাল থাকবে। ১ ঘণ্টা ৪০ মিনিটের ওই সময়ে ভাইকে রাখি পড়াবেন না। 

রাহুল কালে শুভ কাজ করা উচিত নয়। সে কারণে জ্যোতিষবিদেরা বলছেন, রাহুল কালে ভাইয়ের হাতে রাখি না বাঁধতে। 

রাখি বাঁধার শুভ সময়

শুরু: ভোর ৫:৪৭ মিনিট

শেষ: দুপুর ১:২৪ মিনিট
মোট সময়: ৭ ঘন্টা ৩৭ মিনিট

এই সময়ের মধ্যে রাখি বাঁধা সবচেয়ে শুভ ও ফলপ্রসূ বলে গণ্য হবে।

 

POST A COMMENT
Advertisement