scorecardresearch
 

Raksha Bandhan Vastu Tips : কোন দিকে বসে রাখি পরানো শুভ? জানুন বোনেদের কোন উপহার দেওয়া উচিত নয়

দোর গোড়ায় রাখি পূর্ণিমা (Rakhi Purnima 2022)। ভাই-বোনের সম্পর্কের পবিত্র এই উৎসব বাংলা তথা গোটা দেশে উদযাপন করা হয়। এই দিনে ভাইদের হাতে রাখি পরিয়ে দেন বোনেরা। আর ভাইয়েরা পাল্টা উপহার দেন বোনেদের। শুভ সময় দেখে পরানো হয় রাখি (Raksha Bandhan 2022)। তবে অনেকেই এই দিনে বাস্তুর দিকে খেয়াল রাখেন না। 

Advertisement
প্রতীকী ছবি প্রতীকী ছবি
হাইলাইটস
  • চলে এল রাখি বন্ধন
  • জানুন কোন রাখি ব্যবহার করবেন
  • জেনে নিন রাখির শুভ রং

দোর গোড়ায় রাখি পূর্ণিমা (Rakhi Purnima 2022)। ভাই-বোনের সম্পর্কের পবিত্র এই উৎসব বাংলা তথা গোটা দেশে উদযাপন করা হয়। এই দিনে ভাইদের হাতে রাখি পরিয়ে দেন বোনেরা। আর ভাইয়েরা পাল্টা উপহার দেন বোনেদের। শুভ সময় দেখে পরানো হয় রাখি (Raksha Bandhan 2022)। তবে অনেকেই এই দিনে বাস্তুর দিকে খেয়াল রাখেন না। 

১. এক্ষেত্রে প্রথমেই মাথায় রাখা উচিত কোন দিকে দাঁড়িয়ে রাখি পরানো হচ্ছে। বোনেদের উচিত ভাইকে সবসময় পূর্বমুখী করিয়ে রাখি পরানো। অর্থাৎ বোনের মুখ থাকবে পশ্চিম দিকে। অন্যথায় নেতিবাচক শক্তির প্রভাব পড়ে।  

২. ভাইকে বসানো উচিত কাঠের চৌকিতে। আর বোনের কুশের আসনে বসে রাখি পরানো উচিত। 

৩. রাখি পরানোর সময় ভাই ও বোনের মাথা ঢেকে রাখতে হবে। 

৪. বাস্তু বলছে, প্রাকৃতিক জিনিস দিয়ে তৈরি রাখিই সবসময় ব্যবহার করা উচিত। 

৫. বাস্তু মতে সবসময় লাল বা কমলা রঙের রাখিই পরানো উচিত। নীল বা কালো রঙের রাখি কখনও ব্যবহার করবেন না। 

৬. রাখি পরানর সময় অবশ্যই ঘরের জানালা খুলে রাখবেন, যাতে ইতিবাচকতা প্রবেশ করে।

৭. ভাইয়েরা বোনেদের উপহার হিসেবে কখনওই সূচালো বা কাঁটাযুক্ত জিনিস দেবেন না। 

আরও পড়ুনJU-র প্রবেশিকা পরীক্ষা দিনক্ষণ বদল, জানুন নয়া সূচি

 

Advertisement