Shivratri 2023: 'শিবরাত্রি’ পালন করে অনেকেই ইচ্ছেপূরণের আশা করেন। প্রতি বছর ভগবান শিবের মাথায় জল ঢেলে ভক্তরা বিশেষ করে মহিলারা সাফল্য কামনা করেন। বলা হয় এদিন ভগবান শিব ও পার্বতীর বিয়ে হয়েছিল। তাই এই দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। এদিন শিবের পুজো করা শুভ বলে মনে করা হয়। আর্থিক অবস্থা ভাল করে মহাশিবরাত্রির পুজো। আপনি যদি কিছু টিপস মেনে চলেন, তাহলে আপনার জীবনে সাফল্য নিশ্চিত হবে।
২০২৩ সালে শিবরাত্রি কোনও সময় পড়েছে, জানুন শুভ সময় কখন।
১. চলতি বছর মহাশিবরাত্রি উৎসব পড়েছে ১৮ ফেব্রুয়ারি, শনিবার
২. নিশীথ পুজো হবে ১৯ ফেব্রুয়ারি সকাল ১২ টা ১৬ মিনিট থেকে ১ টা ৬ মিনিট পর্যন্ত। নিশীথ পুজোর সময় থাকবে ৫০ মিনিট।
৩. মহাশিবরাত্রি শুভ মুহূর্ত ১৯ ফেব্রুয়ারি, রবিবার সকাল ৬ টা ৫৭ মিনিট শুরু হবে। রাত ৩ টে ৩৩ মিনিট পর্যন্ত থাকবে।
৪. রাতের প্রথম প্রহর পুজো শুরু হবে সন্ধে ৬ টা ৩০ মিনিট থেকে রাত ৯ টা ৩৫ মিনিট পর্যন্ত।
৫. দ্বিতীয় প্রহর পুজো শুরু হবে রাত ৯ টা ৩৫ মিনিট থেকে।
৬. তৃতীয় প্রহর পুজো সময় শুরু হবে রবিবার ১৯ ফেব্রুয়ারি। রবিবার সকাল ১২ টা ৩৯ মিনিট থেকে, চলবে ৩ টে ৪৩ মিনিট পর্যন্ত।
৭. চতুর্থ প্রহর পুজোর শুভ সময় শুরু হবে ১৯ ফেব্রুয়ারি, রবিবার, সকাল ৩ টে ৪৩ মিনিট থেকে ৬ টা ৪৭ মিনিট পর্যন্ত।
শিবরাত্রি করলে কী কী ফল লাভ হবে?
শিবরাত্রি ব্রত ও পুজো করলে আর্থিক সঙ্কট কাটবে। যদি আপনি আর্থিক উন্নতি করতে চান, তাহলে অবশ্যই শিবরাত্রির উপোস করে পুজো করুন। এতে আপনার চাকরি বা ব্যবসায় অনেক উন্নতি করতে পারবেন। পারলে শিবকে ডালিম ফুল নিবেদন করুন। এতে আপনার আর্থিক সঙ্কট কাটবে।
শিবের বিশেষ কৃপা পেতে কী করতে হবে?
১. ওম নমঃ শিবায় নমো মন্ত্রটি ১০৮ বার উচ্চারণ করে, শিবের মাথায় জল ঢালুন। তাহলে তার সকল ইচ্ছা পূরণ হবে।
২. যদি পারে শিবরাত্রির দিন অভাবী, দারিদ্র্য ব্যক্তিদের আপনার ক্ষমতানুয়ায়ী কোনও কিছু দান করুন।
৩. আর্থিক সংকট কাটাতে এবং সম্পদ বাড়াতে শিবরাত্রিতে ভগবান শিবের মাথায় জল দিন তিনবার।
৪. আর্থিক সংকট কাটাতে শিবরাত্রি দিন শিবের মাথায় আখের রস নিবেদন করা শুভ।
৫. স্বাস্থ্য ভাল রাখতে শিবরাত্রিতে মধু ও দুধ মিশিয়ে শিবলিঙ্গে অভিষেক করুন।
৬. মনোবাসনা পূরণ করতে শিবরাত্রির দিন সাদা ফুল নিবেদন করুন।
৭. শিবরাত্রি দিন শিবকে জল নিবেদন করলে জীবনে সাফল্য আসবে। সেই সঙ্গে আপনার মাথাও ঠান্ডা থাকবে।