scorecardresearch
 

Golap Fuler Totka : গোলাপ ফুলের এই ৫ টোটকায় রাতারাতি খুলে যাবে কপাল, অর্থ-সম্মান আসবে হাতের মুঠোয়

Rose Flower Totka : এই প্রতিবেদনে আমরা তুলে ধরব গোলাপ ফুলের কিছু উপায় বা টোটকা (Golap Ful Er Totka), যেগুলি মেনে চললে নেমে আসতে পারে ধনদেবীর আশীর্বাদ। সম্পদের দেবী লক্ষ্মী গোলাপ ফুল খুবই পছন্দ করেন। এছাড়াও হনুমান জিকে গোলাপ ফুল নিবেদন করা হয়। তাহলে চলুন জেনে নেওয়া যাক গোলাপ ফুলের বিশেষ প্রতিকার ও উপায়গুলি।

Advertisement
গোলাপ ফুল গোলাপ ফুল
হাইলাইটস
  • গোলাপ ফুল সবাই ভালবাসেন
  • জ্যোতিষ মতেও এর গুরুত্ব প্রচুর
  • জেনে নিন গোলাপের ৫ টোটকা

জ্যোতিষশাস্ত্রে ধনী হওয়ার বেশ কিছু উপায় বলা রয়েছে। লাল কিতাবেও উল্লেখ রয়েছে সেগুলির। এই উপায়গুলি মানুষকে জীবনে সাফল্য পেতে, ধনী করতে, ঋণ থেকে মুক্তি পেতে সহায়তা করে। এই প্রতিবেদনে আমরা তুলে ধরব গোলাপ ফুলের কিছু উপায় বা টোটকা (Golap Ful Er Totka), যেগুলি মেনে চললে নেমে আসতে পারে ধনদেবীর আশীর্বাদ। সম্পদের দেবী লক্ষ্মী গোলাপ ফুল খুবই পছন্দ করেন। এছাড়াও হনুমান জিকে গোলাপ ফুল নিবেদন করা হয়। তাহলে চলুন জেনে নেওয়া যাক গোলাপ ফুলের বিশেষ প্রতিকার ও উপায়গুলি।

গোলাপ ফুলের অলৌকিক প্রতিকার
১. মঙ্গলবার গোলাপ ফুলের প্রতিকার করলে ঋণের বোঝা থেকে মুক্তি মিলবে এবং ঘরে ভগবানে আশীর্বাদ নেমে আসবে। এর জন্য মঙ্গলবার বাড়ির ঠাকুর ঘরে লাল কাপড়ে লাল চন্দন, লাল গোলাপ এবং রোলি বেঁধে রাখুন। এটি এক সপ্তাহের জন্য রাখুন এবং তারপর সেটি আলমারি বা টাকা পয়সা রাখার জায়গায় রেখে দিন। এতে আয় বাড়তে শুরু করবে।

২. ঘৃণা থেকে মুক্তি পাওয়ার একটি কার্যকর উপায় হল রোজ সন্ধ্যায় মা লক্ষ্মীর সামনে একটি পাত্রে গোলাপের পাপড়ি এবং কর্পূর পোড়ানো। এমনটা করলে ঋণও তাড়াতাড়ি শোধ করা যায়।

৩. কাজে বাধা থাকলে একটানা ৫টি পূর্ণিমায় প্রবহমান জলে ৩টি করে গোলাপ ফুল অর্পণ করুন। একইসঙ্গে সমস্ত কাজে যাতে সাফল্য পান, সেই প্রার্থনা করুন। এভাবে কাজে সফলতা আসতে শুরু করবে।

৪. ঋণ থেকে মুক্তি পেতে শুক্রবার গোলাপ ফুলের একটি প্রতিকার করুন। এজন্য একটি খালি সাদা কাপড় নিন। তারপর চার কোণে চারটি গোলাপ ফুল বেঁধে নদীতে ভাসিয়ে দিন।

৫. ভগবান বজরংবলিকে মন থেকে ডাকলে তিনি ভক্তদের সমস্ত মনোবাঞ্চা পূরণ করেন। তাই মনের ইচ্ছা পূর্ণ করতে একটানা ১১টি মঙ্গলবার হনুমানজিকে ১১টি করে গোলাপ ফুল নিবেদন করুন। তাতে তিনি প্রসন্ন হবেন এবং আপনার মনের সকল বাসনা পূর্ণ করবেন। 

Advertisement

আরও পড়ুন - ৩৬ হাজার চাকরি বাতিলের নির্দেশ সংশোধন কলকাতা হাইকোর্টের

 

Advertisement