
Samudrika Shastra: প্রত্যেকটি মানুষের গঠন বিভিন্ন রকমের হয়ে থাকে। মানুষের হাত-পায়ের গঠন, নাক-কানের আকৃতি দেখে তার চরিত্র সম্পর্কে সঠিক আভাস পাওয়া যায়। তেমনই সেই ব্যক্তির ব্যক্তিত্ব সম্পর্কে উপযুক্ত তথ্য মেলে। এই সমস্ত তথ্য রয়েছে সমুদ্র শাস্ত্রে। এখানে শরীরে প্রত্য়েকটি অঙ্গ সম্পর্কে বলা হয়েছে। হাতের আঙুল থেকে শুরু করে কান পর্যন্ত।
আজ জেনে নিন কানের গঠন অনুযায়ী ব্যক্তিত্ব কেমন হয়। পৃথিবীর প্রতিটি মানুষের কানের গঠন আলাদা। কারো কান বড়, কারো কান ছোট। কারো কানে বেশি চুল, আবার কারো কান মোটা। কানের আকৃতি অনুযায়ী একজন মানুষের ব্যক্তিত্ব ও স্বভাবও ভিন্ন হয়। কান দেখেই বলা যায় যে কোনো মানুষের ভবিষ্যৎ। জ্যোতিষাচার্য প্রবীণ মিশ্র বলেছেন কীভাবে একজন ব্যক্তির কান দেখে তাঁর সম্পর্কে জানা যায়।
লম্বা কান- যাঁদের কান স্বাভাবিকের চেয়ে লম্বা, তাঁদের আয়ুও দীর্ঘ। এসব মানুষের টাকার অভাব নেই। সহজ কথায়, এই লোকেরা আর্থিকভাবে শক্তিশালী। বলা যায় এমন কান থাকা একদিকে সৌভাগ্যের বিষয়।
লম্বা ও পাতলা কান- যাঁদের কান লম্বা ও পাতলা, এই ধরনের মানুষরা খুব ভালো প্রকৃতির হয়ে থাকেন। এই মানুষদের সমাজে অনেক সম্মান আছে এবং এই মানুষগুলোও অনেক সম্মান পায়। সমাজে অনেকটাই কদর পেয়ে থাকে এমন মানুষেরা।
কানে বেশি চুল- যাঁদের কানে বেশি চুল থাকে, এই ধরনের লোকেরা খুব পরিশ্রমী হলেও তাঁরা তাদের পরিশ্রমের ফল পান না। তবে এই ধরনের লোকদের হতাশ হওয়ার দরকার নেই। তাঁদের সফলতার জন্য অনেক সংগ্রাম করতে হবে। জীবনেক মধ্যবয়সে এসে এরা অনেকটাই সফলতা পান।
ছোট কান- যাঁদের কান স্বাভাবিকের থেকে অনেক ছোট, এই ধরনের লোকেরা কঠোর পরিশ্রমের জোরে জীবনে ধন-সম্পদ ও খ্যাতি লাভ করে। এই ধরনের মানুষ সমাজে অত্যন্ত সমাদৃত হয় এবং এই লোকেরা নিজেরাই খ্যাতি পায়।