চলে এল সরস্বতী পুজো (Saraswati Puja 2021)। মূলত এই দিন থেকেই সূচনা হয় বসন্ত ঋতুর। এই দিন বিদ্যার দেবী মা সরস্বতীর আরাধনা করা হয়। হলুদ বা বাসন্তী রঙের পোশাক পরে মায়ের আরাধনা করেন ভক্তরা। বাঙালির বারো মাসে তেরো পার্বনের অন্যতম এই সরস্বতী পুজো। এবার এই দিনটি আরও বিশেষ। কারণ এবার বসন্ত পঞ্চমীতে (Vasant Panchami 2021) হতে চলেছে ২টি শুভ সংযোগ।
কী সেই শুভ সংযোগ?
এবার বসন্ত পঞ্চমীতে রবি যোগ ও অমৃত সিদ্ধি যোগের শুভ সংযোগ হতে চলেছে। গোটা দিন রবি যোগ থাকায় মাহাত্ম্য অনেকটাই বেড়ে যাচ্ছে। সকাল ৬টা ৫৯ মিনিট থেকে দুপুর ১২টা ৩৫ মিনিট পর্যন্ত থাকবে পুজোর শুভ মুহূর্ত।
বসন্ত পঞ্চমীর মাহাত্ম্য
শিক্ষা বা শিল্পকর্মের সূচনার জন্য এই দিনটি অত্যন্ত শুভ বলে মানা হয়। অনেকে এই দিনে গৃহ প্রবেশও করেন। কথিত আছে এই দিন কামদেব স্ত্রী রতিকে নিয়ে পৃথিবীতে আসেন। তাই এই দিন কোনও দম্পতি কামদেব ও তাঁর স্ত্রী রতির পুজো করলে তাঁদের বৈবাহিক জীবন সমস্যাবিহীন হয়। কেউ কেউ আবার এই দিনে ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মীরও পুজো করেন।
কীভাবে করবেন মা সরস্বতীর পুজো?
হলুদ, বাসন্তী বা সাদা রঙের পোশাক পরে পূর্ব কিংবা উত্তর দিকে মুখ করে পুজোয় বসতে হবে। হলুদ কাপড় বিছিয়ে তার ওপরে মায়ের স্থাপনা করতে হবে। মায়ের সামনে প্রসাদ হিসেবে রাখতে হবে কেসর, হলুদ, চাল, হলুদ ফুল, হলুদ মিষ্টি, দই, হালুয়ার মত সামগ্রী। ডান হাত দিয়ে মাকে নিবেদন করতে হবে শ্বেত চন্দন, হলুদ ও সাদা ফুল। হলুদের মালা নিয়ে মায়ের মন্ত্র জপ করতে হবে। যদি শিক্ষাক্ষেত্রে কোনও বাধা থাকে তবে এই দিন বিশেষ পুজোর মধ্যে দিয়ে তা কাটানো যায়।