মাঘ মাসের শুক্লা পঞ্চমী তিথিতে বসন্ত পঞ্চমী (Basant Panchami) বা সরস্বতী পুজো (Saraswati Puja 2023) হয়। এবার ২৬ জানুয়ারি হবে সরস্বতী পুজো। শ্বেতপদ্মে আসীন দেবীর পরনে থাকে শ্বেতশুভ্র বস্ত্র। দেবীর চার হাতে থাকে সাদা রঙের বীণা, রুদ্রাক্ষ ও পুস্তক। দেবীর পায়ের কাছে থাকে বাহন রাজহংস (Swan)। প্রত্যেক দেবদেবীরই একটি করে বাহন থাকে। যার পিঠে চড়ে তাঁরা এক স্থান থেকে অন্যত্র ভ্রমণ করেন। দেবী সরস্বতীর বাহনও তেমন সাদা রাজহংস।
কেন রাজহাঁসই সরস্বতীর বাহন (Why swan is the vahana of devi Saraswati)?
শাস্ত্র অনুযায়ী দেবী সরস্বতী হলেন শুক্ল বর্ণ, শুভ্র হংসবাহনা। দেবীর এক হাতে বীণা এবং অন্য হাতে পুস্তক থাকে। হাঁস অসারকে ফেলে সার গ্রহণ করতে পারে। বলা হয়, দুধ ও জলের মিশ্রণ থেকে জল রেখে শুধু দুধটুকুই গ্রহণ করতে পারে হাঁস। অর্থাৎ অসার ফেলে সার গ্রহণ করতে পারার ক্ষমতা রয়েছে হাঁসের। রাজহংসের বুদ্ধিমত্তা ও সার গ্রহণের ক্ষমতা সম্ভবত মন জয় করে নিয়েছিল দেবী সরস্বতীর। তাই রাজহংসকে তিনি বাহন হিসেবে গ্রহণ করেন।
আরও পড়ুন: Calcutta University: সরস্বতী পুজোর ভোগ-আলপনার টেন্ডার ডাকল কলকাতা বিশ্ববিদ্যালয়, বিতর্ক
দেবী সরস্বতীর সঙ্গেই পূজিত হয়ে রাজহংস আমাদের শিক্ষা দিচ্ছে ভেজাল, অসার, অশুভকে দূরে সরিয়ে আসল জ্ঞানকে গ্রহণ করতে হবে। আসলে সমাজের ভাল ও মন্দ সব কিছুই থাকবে। তবে তার মধ্যে যেটুুকু ভাল, সেটুকুই গ্রহণ করতে হবে। এছাড়াও স্থল, জল ও আকাশ সব জায়গায় বিচরণ করতে সক্ষম রাজহাঁস। ঠিক তেমন করেই জ্ঞানকে হতে হবে মুক্ত। সব জায়গায় হতে পারে জ্ঞানের প্রকাশ। তাই বিশুদ্ধ জ্ঞানের বাহন হিসেবে দেবী সরস্বতীর সঙ্গে রাজহাঁসও পুজো পেয়ে থাকে।