scorecardresearch
 

Shani Dev Puja Tips: বাড়িতে কেন শনিদেবের মূর্তি রাখা হয় না? জানুন আসল কারণ

Shani Dev: শনিদেবকে ন্যায়ের দেবতা বলে মনে করা হয়। বিশ্বাস করা হয় যে, শনিদেব ব্যক্তির ভাল- মন্দ কাজের ফল দেন। যারা খারাপ কাজ করেন তাদের শনিদেবের ক্রোধের সম্মুখীন হতে হয়। জানুন, কেন বাড়ির মন্দিরে শনিদেবের মূর্তি রাখা হয় না। 

Advertisement
ন্যায়- বিচারের দেবতা শনিদেব ন্যায়- বিচারের দেবতা শনিদেব
হাইলাইটস
  • শনিদেবকে ন্যায়ের দেবতা বলে মনে করা হয়।
  • শনিদেব ব্যক্তির ভাল- মন্দ কাজের ফল দেন।
  • বাড়ির মন্দিরে শনিদেবের মূর্তি রাখা হয় না। 

হিন্দু ধর্মে (Hinduism) প্রতিমা পুজোর (Idol Worship) বিশেষ গুরুত্ব রয়েছে। হিন্দু পরিবারের বাড়িতে মন্দির (Temple) কিংবা ঠাকুরঘরে রাধা-কৃষ্ণ, শিব, লক্ষ্মী- গণেশ, কালী ছাড়াও আরও দেব-দেবীর মূর্তি দেখা যায়। তবে দেবী দুর্গা, লক্ষ্মী বা ভৈরবনাথের মূর্তি শনিদেবের (Shani Dev) সঙ্গে দেখা যায় না। আসুন জেনে নেওয়া যাক কী কী কারণে বাড়ির মন্দিরে শনিদেবের মূর্তি রাখা হয় না। 

শনিদেবকে ন্যায়ের দেবতা বলে মনে করা হয়। বিশ্বাস করা হয় যে, শনিদেব ব্যক্তির ভাল- মন্দ কাজের ফল দেন। যারা খারাপ কাজ করেন তাদের শনিদেবের ক্রোধের সম্মুখীন হতে হয়। অপর দিকে যারা পরোপকারী, শনির কৃপায় তাদের জীবনে সব দুঃখ-কষ্টের অবসান ঘটে। চাকরি ও ব্যবসার সমস্ত সংকটও কেটে যায়।

shani dev puja -শনিদেব

আরও পড়ুন: ১২ বছর পর কুম্ভতে একসঙ্গে সূর্য- বৃহস্পতি! এই দিন অবধি ৩ রাশি সাবধানে থাকুন

শনিদেব অভিশাপ পেয়েছিলেন

ন্যায়-বিচারের দেবতা শনিদেবের ভক্ত সংখ্যা প্রচুর। প্রতি শনিবার শনিদেবের মন্দিরে ভক্তদের ভিড় দেখা যায়। তবুও মানুষ, বাড়িতে শনিদেবের মূর্তি রাখেন না। পৌরাণিক বিশ্বাস অনুসারে, শনিদেব অভিশপ্ত যে, তিনি যার দিকে দৃষ্টি দেন তার অবস্থা খারাপ হয়। এই কারণেই শনিদেবের দৃষ্টি এড়াতে বাড়িতে তাঁর মূর্তি স্থাপন করা হয় না।

 

shani dev puja -শনিদেব

আরও পড়ুন:  অকাল মৃত্যু- সমস্যা থেকে মুক্তি পেতে, শিবরাত্রির আগে জপ করুন মহামৃত্যুঞ্জয় মন্ত্র

শনিদেবের পুজোয় এই বিষয়গুলি মাথায় রাখুন

* মন্দিরে পুজো করার সময় শনিদেবের দিকে তাকাবেন না।

Advertisement

*  শনিদেবের সামনে দাঁড়িয়ে বা তাঁর দিকে চোখে চোখ রেখে পুজো করবেন না।

* শনিদেবের পায়ের দিকে তাকিয়ে পুজো করা মঙ্গলজনক।

* শনিবার পবনপুত্র হনুমানের পুজো করলে শনিদেব প্রসন্ন হন।

 

shani dev puja -শনিদেব

আরও পড়ুন:  কুণ্ডলীতে কালসর্প দোষ রয়েছে? জানুন কীভাবে মুক্তি পাবেন


শনির দৃষ্টি কাটানোর উপায়

* কালো কম্বল, কোনও কালো রঙা ডাল, কালো ছাতা, তেল এবং খাদ্য ইত্যাদি দান করলে এদিন শুভ ফল পাওয়া যাবে। 

* এর সঙ্গে শনি চাল্লিশা পাঠ করুন। এতে সন্তুষ্ট হতে পারেন গ্রহরাজ শনিদেব। 

* শনিবার, শনিদেবের পুজো করুন। একটি অশত্থ গাছের নিচে সর্ষের তেলের প্রদীপ জ্বালিয়ে শনি চালিসা বা শনি মন্ত্র জপ করুন। 

* শনিবার সন্ধ্যায় অন্তত দু-একজন গরিবকে পর্যাপ্ত খাবার খাওয়ান। তাদের কিছু টাকা দান করুন। খাবারে রুটি, পরোটা, ভাত, সবজি-মসুর ডাল, মিষ্টি এবং পায়েস বা ক্ষীর অন্তর্ভুক্ত করুন।
 

Advertisement