scorecardresearch
 

Sheetala Ashtami 2024: শীতলা অষ্টমীতে এই ভোগ দিলেই সুখের জীবন, সারবে সব রোগ, পুজোর নিয়ম জানুন

রাত পোহালেই শীতলা অষ্টমী। এই দিন মা শীতলার পুজো করা হয়। চৈত্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে এই ব্রত পালন করা হয়। মনে করা হয়, শীতলা পুদো করলে জ্বর, সংক্রমণ, রোগজ্বালা থেকে মুক্তি পাওয়া যায়। তাই অনেকেই নিষ্ঠা সহকারে শীতলা মায়ের পুজো করেন। 

Advertisement
মঙ্গলবার শীতলা অষ্টমী। মঙ্গলবার শীতলা অষ্টমী।
হাইলাইটস
  • রাত পোহালেই শীতলা অষ্টমী।
  • এই দিন মা শীতলার পুজো করা হয়।
  • চৈত্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে এই ব্রত পালন করা হয়।

রাত পোহালেই শীতলা অষ্টমী। এই দিন মা শীতলার পুজো করা হয়। চৈত্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে এই ব্রত পালন করা হয়। মনে করা হয়, শীতলা পুদো করলে জ্বর, সংক্রমণ, রোগজ্বালা থেকে মুক্তি পাওয়া যায়। তাই অনেকেই নিষ্ঠা সহকারে শীতলা মায়ের পুজো করেন। 

শীতলা পুজোর শুভ সময় কখন?
 মঙ্গলবার শীতলা অষ্টমী পালিত হবে। পুজো করার জন্য শুভ সময় হল সকাল ৬টা ১০ মিনিট থেকে সন্ধ্যা ৬টা ৪০ মিনিট। এই সময় পুজো করলে শুভ ফল পাওয়া যাবে। 

শীতলা পুজোকে কোন ভোগ নিবেদন করবেন?

আরও পড়ুন

শাস্ত্র মতে, মা শীতলার প্রিয় বাসি খাবার। তাই পুজোর দিন দেবীকে বাসি খাবার নিবেদন করলে ভক্তদের মানবাসনা পূরণ হয়। পুজোর ১ দিন আগের রাতে সাত্বিক খাবার রান্না করে রাখুন। পরের দিন পুজোয় ওই খাবার দেবীকে নিবেদন করুন। এতে দেবী তুষ্ট হবেন। আর এই কারণেই দেবী শীতলাকে বাসি খাবার ভোগ হিসাবে নিবেদন করা হয়। 

শীতলা পুজোর নিয়ম কী?
* শীতলা পুজোর সময় প্রদীপ, ধূপ জ্বালাবেন না। 
* পুজোয় আগুনের ব্যবহার করবেন না। 
* পুজোর দিন নিমগাছে জলদান করলে শুভ ফল পাওয়া যায়। 
* নিমগাছে জল দেওয়ার পর ৭ বার প্রদিক্ষণ করলে সন্তানের মঙ্গল হয়। 
* দেবীকে সাদা বা হলুদ রঙের ফুলের মালা দিন। 
* শীতলা পুজোর দিন ঘরবাড়ি পরিচ্ছন্ন রাখা উচিত। 


শাস্ত্র মতে, মা শীতলাকে কল্যাণময়ী হিসাবে বর্ণনা করা হয়েছে। দেবী পার্বতীর অন্য রূপ হলেন শীতলা। স্কন্দ পুরাণে শীতলার স্বরূপ এবং ব্রতকথার উল্লেখ রয়েছে। দেবীর বাহন হলেন গর্দভ। দেবীর হাতে থাকে কলসি, কুলো, ঝাঁটা, নিমপাতা। বিশ্বাস করা হয়, মা শীতলার পুজো করলে রোগজ্বালা থেকে মুক্তি পাওয়া যায়। 
 

Advertisement

Advertisement