Shravan Month 2025: শ্রাবণ মাসের সোমবার কী খাবেন আর কী খাবেন না? শিব ভক্তরা জেনে নিন

প্রতি বছরের মতো এবারও শ্রাবণ মাসের সোমবারগুলিতে শিবের পুজো করবেন ভক্তরা। তার জন্য ইতিমধ্যেই প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। শ্রাবণ মাস দেবাদিদেব মহাদেবের অত্যন্ত প্রিয়। আবার সোমবার হল শিবের বার। তাই শ্রাবণ মাসের সোমবার পালন করলে জীবন সুখ-সমৃদ্ধিতে ভরে ওঠে। তবে জানেন ওই সোমবারগুলিতে কী খাওয়া যায় আর কী যায় না?

Advertisement
শ্রাবণ মাসের সোমবার কী খাবেন আর কী খাবেন না? শিব ভক্তরা জেনে নিনপ্রতীকী ছবি
হাইলাইটস
  • ১৮ জুলাই থেকে শুরু হচ্ছে শ্রাবণ মাস
  • সোমবার শিবের ব্রত পালন করলে মানতে হবে বিধিনিষেধ
  • জানেন কী খাবেন আর কী খাবেন না

১৮ জুলাই থেকে শুরু হচ্ছে শ্রাবণ মাস। এই মাসের সোমবারগুলি শিবের পুজো করেন ভক্তরা। প্রথম সোমবার পড়েছে ২১ জুলাই। সনাতন ধর্মে শ্রাবণ মাসের সোমবার অত্যন্ত গুরুত্বপূর্ণ তিথি। লক্ষ লক্ষ শিবভক্ত শ্রাবণ সোমবার তিথি পালন করে থাকেন। শ্রাবণ মাস দেবাদিদেব মহাদেবের অত্যন্ত প্রিয়। আবার সোমবার হল শিবের বার। তাই শ্রাবণ মাসের সোমবার পালন করলে জীবন সুখ-সমৃদ্ধিতে ভরে ওঠে।

২১ জুলাইয়ের পর ২৮ জুলাই, ৪ অগাস্ট এবং ১১ অগাস্ট পরপর সোমবারের ব্রত পালন করতে পারবেন ভোলেবাবার ভক্তরা। কিন্তু জানেন কি শ্রাবণ মাসের সোমবার কী খাওয়া যায় আর কী যায় না?

শ্রাবণ সোমবারের ব্রত পালন করলে খাওয়াদাওয়ায় কিছু বিধিনিষেধ পালন করতে হয়। অবশ্যই নিরামিষ ও সাত্বিক আহার করতে হয় শিব ভক্তদের। ফল, ফ্রুট স্যালাড, নিরামিষ আলুর তরকারি, হালুয়া, আলুর চিপস খাওয়া যায়। এছাড়াও ময়দা দিয়ে তৈরি খাবার যেমন পরোটা, লুচি খাওয়া যেতে পারে। শাক-সবজি খেতে পারেন শিব ভক্তরা। সাবুদানা খিচুড়ি, ক্ষীর এবং শামা চালের ভাত খান অনেকে। খাওয়া যাবে মিষ্টি আলু ও কাঁচকলাও। তবে রান্নায় পেঁয়াজ, রসুন ও গরম মশলার ব্যবহার করা যাবে না। বিটনুন বা সন্ধক লবন খাওয়া যেতে পারে। সাদা নুন চলবে না।

হিন্দু শাস্ত্র মতে, শ্রাবণ সোমবারের ব্রত পালন করলে শস্যদানা খাওয়া যাবে না। চাল বা ডাল খাওয়া চলবে না। শ্রাবণ মাসের সোমবারগুলিতে ভুলেও আমিষ জাতীয় খাবার খাওয়া যাবে না। পেঁয়াজ, রসুন, আদা, বেগুন, বাঁধাকপি খাওয়া চলবে না। শ্রাবণে গোটা মাস জুড়েই মাছ, মাংস ও মদ থেকে দূরে থাকা উচিত শিব ভক্তদের। নিয়ম মেনে চললে ভোলেবাবার আশীর্বাদ পাবেন, না হলে রুষ্ট হবেন তিনি।

POST A COMMENT
Advertisement