প্রতি বছরই সূর্য ও চন্দ্র গ্রহণ হয়ে থাকে। এই বছর প্রথম সূর্য-চন্দ্র গ্রহণ ইতিমধ্যেই হয়ে গিয়েছে। অপেক্ষা দ্বিতীয় সূর্যগ্রহণের। আর এরই মাঝে নোটদুনিয়া তোলপাড় ২ অগাস্ট অর্থাৎ শনিবারই নাকি বছরের দ্বিতীয় সূর্যগ্রহণ হবে এবং ৬ মিনিটের জন্য পুরো পৃথিবী অন্ধকারে ঢেকে যাবে। ভাইরাল হওয়া এই দাবি এখন সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে ছড়িয়ে পড়েছে। কিন্তু এই দাবি কতটা সত্যি?
২ অগাস্ট সূর্যগ্রহণ?
২ অগাস্ট হওয়া এই সূর্যগ্রহণ নিয়ে এটাও দাবি করা হয়েছে যে ১০০ বছরের মধ্যে এটা সবচেয়ে দীর্ঘ সূর্যগ্রহণ। যদিও জ্যোতিষশাস্ত্র ও ভৌগোলিকদের দাবি, ২ অগাস্ট ২০২৫-এ কোনও সূর্যগ্রহণ হচ্ছে না। জ্যোতিষীদের কথানুযায়ী ২ অগাস্ট যে দুর্লভ সূর্য গ্রহণের কথা বলা হচ্ছে, তা আসলে এই বছর নয় বরং ২০২৭ সালে হবে। এই বছর অর্থাৎ ২০২৫ সালে শুধুমাত্র দুটি সূর্যগ্রহণ হতে চলেছে, প্রথম সূর্যগ্রহণ ২৯ মার্চ ২০২৫-এ হয়ে গিয়েছে। আর দ্বিতীয় সূর্য গ্রহণ হবে ২১ সেপ্টেম্বর ২০২৫ সালে।
কী জানাচ্ছে নাসা
জ্যোতিষবিদদের পাশাপাশি নাসার পক্ষ থেকেও বলা হয়েছে যে ২ অগাস্ট কোনও সূর্যগ্রহণ হবে না। এমনকী, পূর্ণগ্রাস সূর্য গ্রহণের সময় গোটা বিশ্ব অন্ধকারে ঢেকে যাবে, যেটা বিজ্ঞানসম্মতভাবে অসম্ভব। ২১ সেপ্টেম্বর হওয়া এই সূর্যগ্রহণ এক আংশিক সূর্যগ্রহণ, যেটি ভারত থেকে দেখা যাবে না। ভারতের বাইরে থাকা দেশগুলি থেকে এই গ্রহণ দেখা যাবে। আংশিক সর্যগ্রহণের ক্ষেত্রে চাঁদ সূর্যের কিছুটা অংশ ঢেকে দেয়। তাই পুরো অন্ধকার আংশিক সূর্যগ্রহণে হবে না।
দ্বিতীয় সূর্যগ্রহণ কোথা থেকে দেখা যাবে
২১ সেপ্টেম্বর হওয়া এই সূর্যগ্রহণ আফ্রিকার কিছু বিশেষ অংশ, ইউরোপ, দক্ষিণ এশিয়া, উত্তর আমেরিকা ও দক্ষিণ আমেরিকা থেকে দেখা যাবে। এই গ্রহণ ভারত থেকে দৃশ্যমান হবে না। তাই কোনও সূতক কালও মানা হবে না। সূর্যগ্রহণ হওয়ার ১২ ঘণ্টা আগে থেকে সূতক কাল লেগে যায়। ভারতীয় সময় অনুসারে, বছরের দ্বিতীয় সূর্যগ্রহণ ২১ সেপ্টেম্বর রাত ১০ টা ৫৯ মিনিট থেকে ভোররাত ৩টে ২৩ মিনিট পর্যন্ত হবে।
২ অগস্ট ২০২৭-এ হবে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ
ভাইরাল হওয়া ২ অগাস্ট ২০২৫-এর সূর্যগ্রহণের গুজব সম্ভবত ২ অগাস্ট ২০২৭ সালে হওয়া গ্রহণের সঙ্গে গুলিয়ে ফেলেছে। এই বিশেষ গ্রহণটি ব্যতিক্রমী কারণ এটি ৬ মিনিট ২৩ সেকেন্ড স্থায়ী হবে, যা ১৯৯১ সালের পর থেকে এটিকে দৃশ্যমান দীর্ঘতম পূর্ণগ্রাস সূর্যগ্রহণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। বেশিরভাগ পূর্ণগ্রাস সূর্যগ্রহণ মাত্র ২ থেকে ৪ মিনিট স্থায়ী হয়, তাই এটি একটি বিরল জ্যোতির্বিদ্যা সংক্রান্ত ঘটনা।