Vastu Tips: বাড়িতে কোন দিকে ঠাকুরঘর রাখা উচিত? জানুন বাস্তুর নিয়ম

বাড়িতে ঠাকুরঘর রাখা নিয়ে অনেকের মনে নানা প্রশ্ন থাকে। ঘর সাজানোর সময় অনেকেই ভাবেন, কোন দিকে ঠাকুরঘর রাখলে শুভ হয়। বাস্তুশাস্ত্র অনুযায়ী, ঠাকুরঘর বাড়ির সবচেয়ে পবিত্র জায়গা।

Advertisement
বাড়িতে কোন দিকে ঠাকুরঘর রাখা উচিত? জানুন বাস্তুর নিয়ম বাড়িতে কোন দিকে ঠাকুরঘর রাখা উচিত? বাস্তুর নিয়ম জানুন (Photo/Meta AI)
হাইলাইটস
  • বাড়িতে ঠাকুরঘর রাখা নিয়ে অনেকের মনে নানা প্রশ্ন থাকে।
  • ঘর সাজানোর সময় অনেকেই ভাবেন, কোন দিকে ঠাকুরঘর রাখলে শুভ হয়।
  • বাস্তুশাস্ত্র অনুযায়ী, ঠাকুরঘর বাড়ির সবচেয়ে পবিত্র জায়গা।

বাড়িতে ঠাকুরঘর রাখা নিয়ে অনেকের মনে নানা প্রশ্ন থাকে। ঘর সাজানোর সময় অনেকেই ভাবেন, কোন দিকে ঠাকুরঘর রাখলে শুভ হয়। বাস্তুশাস্ত্র অনুযায়ী, ঠাকুরঘর বাড়ির সবচেয়ে পবিত্র জায়গা। তাই ঠাকুরঘরের দিক নির্ধারণ করার সময় বিশেষ কিছু নিয়ম মেনে চলা উচিত। ভুল দিক বা অবস্থানে ঠাকুরঘর রাখলে নানা সমস্যা হতে পারে। তাই জেনে নিন, বাস্তুশাস্ত্র অনুযায়ী বাড়িতে ঠাকুরঘর রাখার সঠিক দিক ও নিয়ম।

কোন দিকে ঠাকুরঘর রাখা উচিত?
বাস্তুশাস্ত্র বলছে, বাড়ির উত্তর-পূর্ব দিক (ইশান কোণ) ঠাকুরঘরের জন্য সবচেয়ে শুভ। ইশান কোণ হল দেবস্থান। এই দিকটি পবিত্র বলে মনে করা হয়। এখানে ঠাকুরঘর রাখলে পরিবারের উপর সর্বদা ঈশ্বরের আশীর্বাদ থাকে।

ঠাকুরঘর রাখার বিকল্প দিক
উত্তর-পূর্ব দিক ছাড়া অন্য কোনও দিক যদি ফাঁকা না থাকে, তবে বাড়ির উত্তর বা পূর্ব দিকে ঠাকুরঘর রাখা যায়। তবে দক্ষিণ বা পশ্চিম দিকে কখনও ঠাকুরঘর রাখা উচিত নয়। এতে নেগেটিভ এনার্জি বাড়ে বলে মনে করেন বাস্তুশাস্ত্রবিদরা।

ঠাকুরঘরের ভিতরে প্রতিমা কীভাবে বসাবেন?
দেবতার মূর্তি বা ছবি সবসময় উত্তর বা পূর্ব দিকে মুখ করে বসানো উচিত।

উপাসক যেন দেবতার মুখের দিকে মুখ করে বসতে পারেন। সাধারণত, পুজোর সময় উত্তর দিকে মুখ করে বসা উত্তম। মূর্তি কখনওই খুব বড় বা বেশি উচ্চতার হওয়া উচিত নয়।

ঠাকুরের মূর্তি দেওয়ালে গাঁথা বা দেওয়ালে ঠেস দিয়ে রাখা উচিত নয়। মূর্তির পিছনে কিছুটা ফাঁকা জায়গা রাখা জরুরি।

ঠাকুরঘরে কী কী জিনিস রাখা উচিত নয়?
ঠাকুরঘরে কোনও মৃতব্যক্তির ছবি রাখা উচিত নয়। পুরনো বা ভাঙা মূর্তি কখনও ঠাকুরঘরে রাখবেন না। ঠাকুরঘরে কখনও অন্ধকার রাখা উচিত নয়। নিয়মিত প্রদীপ জ্বালানো জরুরি। ঠাকুরঘরে ঘরের জিনিসপত্র, কাপড় বা টাকা রাখবেন না। এটি দেবতার অপমান বলে মনে করা হয়।

ঠাকুরঘরের দরজা ও জানলার নিয়ম
ঠাকুরঘরের সামনে দু’টি দরজা থাকলে শুভ। জানলা থাকলে সেটি পূর্ব বা উত্তর দিকে হওয়া ভাল। ঠাকুরঘরে সবসময় পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা জরুরি।

বাড়িতে ঠাকুরঘর কোথায় রাখা উচিত, তা ঠিক করার সময় বাস্তুশাস্ত্রের নিয়ম মেনে চলা জরুরি। এতে বাড়িতে শান্তি, সুখ ও সমৃদ্ধি আসে। যদি ঠিকঠাক ভাবে ঠাকুরঘর তৈরি করেন, তবে দেবতার আশীর্বাদ সর্বদা বজায় থাকবে।

Advertisement

POST A COMMENT
Advertisement