Palmistry: কত ধনী হবেন আপনি, বলে দেবে হাতের এই রেখাগুলি

কথায় আছে মানুষের ভাগ্য তার হাতেই থাকে। দুই অর্থে এটা ঠিক। প্রথমটি তার পরিশ্রম এবং মেধা। দ্বিতীয়টি তার ভাগ্যরেখা। হাতের তালুতে বিভিন্ন রেখা ইঙ্গিত করে সেই ব্যক্তির জীবন সার্বিকভাবে কেমন কাটবে। হাতের কিছু রেখা থাকে যা আগাম জানিয়ে দেয় ভবিষ্যতে সেই ব্যক্তি কতটা ধন-সম্পদের অধিকারী হবেন। চিনে নিন সেই রেখাগুলি।

Advertisement
Palmistry: কত ধনী হবেন আপনি, বলে দেবে হাতের এই রেখাগুলিকত ধনী হবেন আপনি, বলে দেবে হাতের এই রেখাগুলি
হাইলাইটস
  • হাতের তালুতে বিভিন্ন রেখা ইঙ্গিত করে সেই ব্যক্তির জীবন সার্বিকভাবে কেমন কাটবে।
  • হাতের কিছু রেখা থাকে যা আগাম জানিয়ে দেয় ভবিষ্যতে সেই ব্যক্তি কতটা ধন-সম্পদের অধিকারী হবেন।

Palmistry: কথায় আছে মানুষের ভাগ্য তার হাতেই থাকে। দুই অর্থে এটা ঠিক। প্রথমটি তার পরিশ্রম এবং মেধা। দ্বিতীয়টি তার ভাগ্যরেখা। হাতের তালুতে বিভিন্ন রেখা ইঙ্গিত করে সেই ব্যক্তির জীবন সার্বিকভাবে কেমন কাটবে। হাতের কিছু রেখা থাকে যা আগাম জানিয়ে দেয় ভবিষ্যতে সেই ব্যক্তি কতটা ধন-সম্পদের অধিকারী হবেন। চিনে নিন সেই রেখাগুলি।

 

১. অর্থ রেখা (Money Line)

হাতের তালুতে মধ্যমার নীচে যে রেখাটি সোজাসুজি উপরের দিকে ওঠে সেটি হল অর্থ রেখা। এই রেখা জীবনে অর্থ, সাফল্য এবং সম্পদের প্রতীক হিসাবে ধরা হয়। রেখাটি যত গভীর এবং স্পষ্ট হবে সেই ব্যক্তির আর্থিক সাফল্য পাওয়ার সম্ভাবনা তত বেশি। শুধু তাই নয়, এ ক্ষেত্রে তিনি অন্যান্য ব্যক্তির সাহায্যও পাবেন। লাইনটি যদি সামান্য বাঁকা হয় বা তার সঙ্গে অন্যান্য রেখা জুড়ে থাকে, তার অর্থ সেই ব্যক্তি জীবনে একাধিক সূত্র থেকে রোজগারের সুযোগ পাবেন।

 

২. সূর্য রেখা (Sun Line)

দুই হাতের তালু জুড়লে যে অর্ধ চন্দ্রাকৃতি লাইন তৈরি হয়, সেটাই সূর্য রেখা। এই রেখা অসীম সম্পদ অর্জন করার প্রতীক। এই রেখা বলে দেয়, সেই ব্যক্তি জীবনে কখনও আর্থিক সমস্যায় পড়বেন বা তিনি উত্তরাধিকার সূত্রেই সম্পদের অধিকারী হবেন।

 

৩. যদি অর্থ রেখা ভাঙা থাকে

যদি অর্থ রেখা ভাঙা থাকে (If the money line is broken) বা কিছু দূর গিয়ে মিলিয়ে যায় বা হঠাৎ করে কোনও দিকে বাঁকে যায় তা হলে বুঝতে হবে সেই ব্যক্তি আর্থিক বিষয়ে ততটা সৌভাগ্যবান হবেন না। জীবনে নানা বাধা আসবে যার জন্য তার অর্থভাগ্য ততটা প্রসন্ন থাকবে না। অনেক বেশি পরিশ্রম করে তবেই মিলবে সাফল্য।

 

৪. ত্রিভূজ মানে সৌভাগ্য

তর্জনী এবং বুড়ো আঙুলের মাঝে যদি দুটি রেখা পরস্পর মিলে ত্রিভূজের (Formation of a triangle in palm) আকার তৈরি করে তবে জানবেন সেই ব্যক্তি নিজের ভাগ্য নিজেই তৈরি করবেন। কারণ সেই ব্যক্তির আর্থিক বিষয়ে সঠিক জ্ঞান এবং পরিক্লপনা করার ক্ষমতা থাকে। যার জন্য টাকা কোন পথে আসবে এটা তারা খুব ভালো বুঝতে পারেন।

Advertisement

 

৫. সূর্য রেখার 'শাখা'

যদি সূর্য রেখা থেকে কোনও শাখা (Branch of Sun Line) মধ্যমার দিকে এগিয়ে যায় তা হলে জানবেন সেই ব্যক্তি টাকাকড়ির বিষয়ে যথেষ্ট বুদ্ধিমান এবং পর্যালোচনা করার ক্ষমতা রয়েছে। এরা সাধারণ ব্যবসার দিকেই ঝোঁকেন। কারণ কোনও সংস্থা পরিচালনা করা এবং মানি ম্যানেজমেন্ট করা এদের বাঁ হাতের খেল। এদের জীবনে কখনও অর্থের অভাব থাকে না। একই সঙ্গে এরা কাছের মানুষদের জন্যেও অর্থ রোজগারের দরজা খুলে দেন।

 

POST A COMMENT
Advertisement