scorecardresearch
 

Tulsi Plant Indicates Problems: পরিবারে আসবে অশান্তি, অর্থহানি, এভাবেই ভবিষ্যৎ বলে দেয় ঘরের তুলসী

সব সনাতনীদের ঘরেই থাকে তুলসী গাছ। তুলসী গাছ ঘরে থাকা শুভ বলে মানা হয়। মেলে মা লক্ষ্মী ও বিষ্ণুর কৃপা পাওয়া যায়।

Advertisement
ভবিষ্যৎ বলে দেয় তুলসী। ভবিষ্যৎ বলে দেয় তুলসী।
হাইলাইটস
  • তুলসী গাছ ঘরে রাখা শুভ।
  • তুলসী শুকিয়ে গেলে সঙ্কটের আভাস।
  • তুলসী পুজোয় উপকার অনেক।

আচমকা বিনা মেঘে বজ্রপাতের মতো পরিবারে নেমে আসে অশান্তি, ঝামেলা। সেই নেতিবাচক ঘটনার কথা আগাম জানিয়ে দিতে পারে তুলসী গাছ। ঘরে থাকা তুলসীই জানিয়ে দেবে, আপনার পরিবারের উপর ধেয়ে আসছে আশঙ্কার কালো মেঘ। আগেভাগে তা জানতে পারলে প্রতিকারও করতে পারেন।             

সব সনাতনীদের ঘরেই থাকে তুলসী গাছ। তুলসী গাছ ঘরে থাকা শুভ বলে মানা হয়। মেলে মা লক্ষ্মী ও বিষ্ণুর কৃপা পাওয়া যায়। তুলসী গাছ হঠাৎ শুকিয়ে গেলে তাই সাবধান হোন। এভাবেই তুলসী আগাম বলে দেয়, আপনার ঘরে আসতে চলেছে সঙ্কট।         
      
পুরাণ ও শাস্ত্র অনুযায়ী, যে বাড়িতে দারিদ্র, অশান্তি বা কলহ থাকে সেখানে লক্ষ্মীদেবী সদয় হন না। সেজন্য চঞ্চলা লক্ষ্মী বা তুলসী গৃহত্যাগ করেন। শুকিয়ে যায় তুলসী গাছ। আর তাই গাছ শুকিয়ে গেলে জানবেন আর্থিক অনটন বা বড় লোকসানের মধ্যে পড়তে চলেছেন। 

জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, সবুজ রঙের ঔজ্জ্বল্য নির্ভর করে বুধের উপর। তাই বুধকে গাছ-গাছালির কারক গ্রহ বলে মনে করা হয়। বুধ এমন একটি গ্রহ যা অন্য গ্রহের শুভ-অশুভ প্রভাব জাতক-জাতিকাদের কাছে পৌঁছয়। অর্থাৎ কোনও গ্রহ যদি অশুভ ফল দেয় তবে তার অশুভ প্রভাব বুধের কারক বস্তুতেও পড়ে। সেভাবেই তুলসী গাছের উপর প্রভাব ফেলে। গ্রহের শুভ ফলে আবার তুলসী গাছ আরও চনমনে হয়ে ওঠে। ফুল আসে।  

নতুন তুলসীর চারা ঘরে লাগিয়েছেন। কয়েক দিনের মধ্যে তা শুকিয়ে গেলে বুঝবেন ঘরে পিতৃদোষ রয়েছে। পিতৃদোষ থাকলে অশান্তি লেগেই থাকে। 

ঘরে তুলসী গাছ শুকিয়ে যাওয়ার অর্থ নেতিবাচক শক্তি বিরাজমান। নেতিবাচক শক্তিকে দূর করতে সূর্যপ্রণাম করুন। ঘর পরিষ্কার-পরিচ্ছন্ন করে মা লক্ষ্মী ও বিষ্ণুর পুজো করলে মেলে শুভ ফল।  

Advertisement

তুলসী গাছ হঠাৎ করে সবুজ পাতায় ভরে গেলে বুঝবেন সুখসমৃদ্ধি আসছে ঘরে। তুলসী গাছে রোজ জল দিন। এতে বিষ্ণু ও মা লক্ষ্মীর কৃপা মেলে। 

নিয়মিত তুলসীর পুজো করলে ঘরের আর্থিক স্থিতি ভাল হয়। তুলসী গাছ রাখুন ঘরের পশ্চিম দিকে। 
   
যদি কোনো গ্রহ শুভ ফল দেয়, তাহলে তুলসী গাছের শুভ প্রভাবে ক্রমশ বাড়তে থাকে। বুধের প্রভাবে গাছে ফল আসতে শুরু করে।

ব্যবসা বা কর্মক্ষেত্রে ভাগ্য়োদয়ের জন্য প্রতি বৃহস্পতিবার তুলসী গাছে কাঁচা দুধ নিবেদন করুন।

রান্নাঘরের কাছে তুলসী রাখলে পারিবারিক অশান্তি থাকে না। 

তুলসীর উপকারিতা- 

-  হাঁপানি থেকে মুক্তি দেয় তুলসী।
- প্রতিদিন তুলসী পাতা খেলে ডায়াবেটিস, পিত্ত প্রভৃতি রোগ থেকে মেলে মুক্তি। 
- জ্বর ও সর্দিতেও তুলসীর রস কার্যকর। 
- তুলসী পাতা রোগ প্রতিরোধীও। অন্তঃসত্ত্বাও মহিলারা রোজ খেলে নানা ধরনের অসুখ থেকে বাঁচতে পারেন।  

আরও পড়ুন- এই ৪ দিন ভুলেও তুলসী গাছে জল দেবেন না, রুষ্ট হন মা লক্ষ্মী

 

Advertisement