Vastu Tips: ঘরে বাস্তুদোষ থাকলে সাফল্য আসে না, রাশি অনুযায়ী কী করলে কাঙ্ক্ষিত ফল?

বাস্তু দোষ কাটাতে অনেকেই নানাবিধ চেষ্টা করেন। কিন্তু কোনও কিছুতেই সমস্যা সমাধান হয় না। রাশি মেনে ঘরে রাখুন জিনিস, যা জীবনের সব সমস্যার অবসান করতে পারে। সর্বক্ষেত্রে সাফল্য অনেকখানি নিশ্চিত করতে পারেন।

Advertisement
ঘরে বাস্তুদোষ থাকলে সাফল্য আসে না, রাশি অনুযায়ী কী করলে কাঙ্ক্ষিত ফল?Vastu Tips
হাইলাইটস
  • বাস্তু দোষের কারণে হওয়া কাজও বিগড়ে যায়।
  • রাশি অনুযায়ী করুন প্রতিকার।

পরিশ্রম করেও ফল মিলছে না? আসলে মনের মতো ফল পাওয়ার জন্য শুধু চেষ্টা করলেই হয় না, বরং বাস্তুদোষও দায়ী। বাস্তু দোষ কাটাতে অনেকেই নানাবিধ চেষ্টা করেন। কিন্তু কোনও কিছুতেই সমস্যা সমাধান হয় না। রাশি মেনে ঘরে রাখুন জিনিস, যা জীবনের সব সমস্যার অবসান করতে পারে। সর্বক্ষেত্রে সাফল্য অনেকখানি নিশ্চিত করতে পারেন। এগুলি খুবই সাধারণ জিনিস। তবে তার কার্যকারিতা অনেক বেশি। রাশি অনুযায়ী এমন ব্যবস্থা নিন যা আপনার বাস্তু দোষ কাটাতে সাহায্য করবে 

১। মেষ রাশি- ঘরে সূর্যের আলো থাকা আবশ্যক। এই বিষয়টি নিশ্চিত করুন। রান্নাঘরে আগুন ব্যবহারে সতর্ক থাকুন।

২। বৃষ রাশি- বাড়ির রং এবং সুগন্ধির দিকে বিশেষ মনোযোগ দিন। রঙের সঠিক ব্যবহার বাস্তু দোষ দূর করবে। এছাড়াও ঘরে ডাস্টবিন ঠিকমতো রাখুন। 

৩। মিথুন রাশি- ঘরে বাতাসের আগমন যেন থাকে। অত্যাধিক ভিড়যুক্ত স্থান এড়িয়ে চলুন। ঘরে সবসময় সুগন্ধি রাখুন। 

৪। কর্কট রাশি- বাড়িতে জলের জায়গার দিকে বিশেষ নজর দিন। জলের অপচয় একেবারেই করবেন না। উত্তর-পূর্ব দিকে জল রাখার ব্যবস্থা করুন।

৫। সিংহ রাশি- ঘরে সূর্যালোকের দিকে বিশেষ মনোযোগ দিন। বৈদ্যুতিক জিনিসগুলি ঠিক জায়গায় রাখুন। খুব বেশি অন্ধকার থাকা উচিত নয়। 

৬। কন্যা  রাশি- বাড়ির দক্ষিণ দিকে নজর দিন। আবর্জনা সংগ্রহ করে রাখবেন না। গৃহস্থালির জিনিসপত্র সবসময় ঠিক জায়গায় রাখুন। 

৭। তুলা রাশি- ঘরে বাতাসের প্রবাহের দিকে বিশেষ নজর দিন। বাড়ির বিভিন্ন জায়গা রঙের দিকেও মনোযোগ দিন। ঘর সবসময় সুগন্ধি রাখুন। 

আরও পড়ুন- এই ৪ খাবার কম বয়সেই বুড়িয়ে দেয়, যৌবন ধরে রাখতে চাইলে এখনই ছাড়ুন

৮। বৃশ্চিক রাশি- বাড়ির জল রাখার জায়গাগুলিতে বিশেষ মনোযোগ দিন। বাড়িতে কোন স্যাঁতস্যাঁতে জায়গা যেন না থাকে।  উত্তর-পূর্ব দিক পরিষ্কার রাখুন। 

Advertisement

৯। ধনু রাশি- ঘরে সূর্যালোক যে প্রবেশ করে। এর পাশাপাশি ঘরের সিঁড়িও ভালো করে তৈরি করতে হবে। ঘরের মাঝখানের জায়গাটা পরিষ্কার রাখুন। 

১০। মকর রাশি- বাড়িতে অকেজো জিনিস সংগ্রহ করবেন না। বাথরুম পরিষ্কার-পরিচ্ছন্ন রাখুন। উত্তর দিকে কোনো অকেজো জিনিস রাখবেন না। 

১১। কুম্ভ রাশি-ঘরের রং এবং সুগন্ধির দিকে বিশেষ নজর দিন। উপাসনালয়ের পবিত্রতা বজায় রাখুন। ঘরে সুগন্ধি থাকলে ভালো হবে। 

১২। মীন রাশি- বাড়ির জল রাখার জায়গাগুলিতে বিশেষ মনোযোগ দিন। রান্নাঘরে জলের ট্যাঙ্ক ও গ্যাসের ওভেন একসঙ্গে রাখবেন না। ঘরের প্রতিটি কোণা পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। 

POST A COMMENT
Advertisement