scorecardresearch
 

Dustbin Vastu Tips: ভুলেও ঘরের এই দিকে ডাস্টবিন রাখবেন না, রুষ্ট হন লক্ষ্মী, জানুন কোথায় রাখবেন?

প্রতিটি প্রয়োজনীয় জিনিসপত্র রাখার সঠিক দিক এবং তার ব্যবহার সম্পর্কে না জানলে ঘরে অশুভ শক্তির প্রবেশ ঘটে। ব্যবহার্য জিনিসগুলিকে যদি বাস্তু অনুযায়ী সঠিক দিকে রাখা হয় তবে ঘরে সুখ ও সমৃদ্ধি আসে। আর না হলে নানা ধরনের ক্ষতি ও ঝামেলা লেগেই থাকে।

Advertisement
কোন দিকে রাখবেন ডাস্টবিন? কোন দিকে রাখবেন ডাস্টবিন?
হাইলাইটস
  • প্রতিটি প্রয়োজনীয় জিনিসপত্র রাখার সঠিক দিক এবং তার ব্যবহার সম্পর্কে না জানলে ঘরে অশুভ শক্তির প্রবেশ ঘটে।
  • কোন দিকে রাখবেন ডাস্টবিন?

বাস্তুশাস্ত্রে দিক অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঘর নির্মাণ থেকে শুরু করে জিনিসপত্র রাখার ক্ষেত্রে দিক দেখাটা জরুরি। প্রতিটি প্রয়োজনীয় জিনিসপত্র রাখার সঠিক দিক এবং তার ব্যবহার সম্পর্কে না জানলে ঘরে অশুভ শক্তির প্রবেশ ঘটে। ব্যবহার্য জিনিসগুলিকে যদি বাস্তু অনুযায়ী সঠিক দিকে রাখা হয় তবে ঘরে সুখ ও সমৃদ্ধি আসে। আর না হলে নানা ধরনের ক্ষতি ও ঝামেলা লেগেই থাকে। বর্জ্য-আবর্জনা রাখার জায়গা বা ডাস্টবিনের গুরুত্ব অনেক বেশি। কারণ তা ঘরকে সাফসুতরো রাখে। পরিষ্কার-পরিচ্ছন্ন জায়গায় বাস করেন লক্ষ্মী। 

ডাস্টবিনের দিক এবং এর প্রভাব

বাস্তুশাস্ত্র অনুযায়ী ঘরের উত্তর-পূর্ব দিকে কখনই ডাস্টবিন রাখা উচিত নয়। এতে বাড়ির সদস্যদের মানসিক চাপ বাড়ে। সেই সঙ্গে ক্ষুব্ধ হন মা লক্ষ্মীও। কথিত আছে, এই দিকে দেবতারা বাস করেন।

বাড়ির দক্ষিণ-পূর্ব দিকে রাখা ডাস্টবিন রাখলে জমানো টাকা শেষ হয়ে যাবে। কিছুতেই সঞ্চয় করতে পারবেন না। এমনকি ঋণগ্রস্তও হতে পারেন।

ঘরের পূর্ব বা উত্তর দিকে ভুল করেও ডাস্টবিন রাখবেন না। এতে করে বাড়ির সদস্যদের উন্নতি থমকে যায়। নতুন সুযোগ আসে না।

আরও একটা কথা মাথায় রাখুন যে কোনও দিকেই হোক না কেন বাড়ির মূল দরজার কাছে ডাস্টবিন রাখবেন না।   

বেডরুমেও রাখবেন না ডাস্টবিন। 

কোন দিকে ডাস্টবিন রাখা উচিত

ডাস্টবিন রাখার সবচেয়ে উপযুক্ত দিক দক্ষিণ বা দক্ষিণ-পশ্চিম। এছাড়া উত্তর-পশ্চিম দিকেও ডাস্টবিন রাখা যেতে পারে। এতে করে ঘরে সুখ-সমৃদ্ধি বজায় থাকে। নেতিবাচক শক্তি ঘরে আসে না। 

যা করবেন

নিয়মিত আবর্জনা ফেলে দিন। দীর্ঘদিন ধরে রেখে দেবেন না। ঘরে আবর্জনা ফেলবেন না। ডাস্টবিন ঢেকে রাখুন না হলে ঘরে নেতিবাচক শক্তি সঞ্চার করে। 

Advertisement

আরও পড়ুন- তুলসীর সঙ্গে লাগান এই ২ গাছ, ত্রয়ীর একত্রবাসে ঘরে আসবে সুখ-সম্পদ

Advertisement