Vastu Tips For Money: ঘরে এভাবে রুপোর ময়ুর রাখলে, টাকার নিয়ে ভাবতে হবে না

Vastu Tips For Money: এমন অনেক সমস্যা রয়েছে যার সমাধানে জ্যোতিষশাস্ত্র এবং বাস্তু শাস্ত্রের সাহায্য নেন অনেকে। আপনি যদি আর্থিক সংকটে পড়েন বা আপনার বিবাহিত জীবনে যদি কোনও সমস্যা হয় তাহলে একটি বিশেষ জিনিস ঘরে রাখলে উপকৃত হবেন। বাস্তু শাস্ত্র মতে বাড়িতে রুপোর ময়ূর রাখলে এই ধরনের যে কোনও সমস্যার সমাধান হয়।

Advertisement
ঘরে এভাবে রুপোর ময়ুর রাখলে, টাকার নিয়ে ভাবতে হবে নাঘরে যদি রুপোর ময়ুর রাখতে পারেন, টাকার নিয়ে ভাবতে হবে না

Vastu Tips For Money: জ্যোতিষ ও বাস্তুশাস্ত্রে ছোট্ট কিছু উপাদানই নানা সমস্যার সমাধান হিসেবে বিবেচিত হয়। আর রুপোর ময়ূর, অর্থাৎ একটি রূপালি ময়ূরের মূর্তি, তার মধ্যে অন্যতম। বাস্তু ও জ্যোতিষশাস্ত্র অনুযায়ী এই ময়ূরের মাধ্যমে সংসারে প্রবেশ করে শান্তি, সমৃদ্ধি ও সৌভাগ্য। যা জীবনে এনে দিতে পারে বিশেষ পরিবর্তন।

অর্থ সমস্যার অবসান
রূপো একটি অত্যন্ত শুভ ধাতু, আর ময়ূর বহু দেবতার প্রিয় পাখি হিসেবে পরিচিত। তাই এই দুইয়ের সংমিশ্রণে তৈরি রুপোর ময়ূর আর্থিক সংকট দূর করে বলেই মনে করা হয়। বিশেষ করে এমন ময়ূরটি যাকে ‘নৃত্যরত’ বা নাচছে এমন করে তৈরি করা হয়। তা আরও বেশি প্রভাব ফেলে। যদি আপনার অর্থ সঞ্চয় বাধাগ্রস্ত হয় বা অর্থের সংস্থান ঠিকভাবে হচ্ছে না, তাহলে একটি নৃত্যরত রুপোর ময়ূর ঘরের কোনো স্থানে রাখলে বিশ্বাস থেকে যায়, টাকা আয়-ব্যয় নিয়ন্ত্রণে সহায়তা করে।

দাম্পত্য জীবন নবজীবন পায়
যদি বিবাহিত জীবন হতাশাগ্রস্ত হয়, কিংবা পার্টনারের সঙ্গে বিবাদ বাড়ে, তাহলে “রূপোর ময়ূর দম্পতি” অর্থাৎ স্ত্রী ও স্বামীর জোড়া ময়ূর, বাড়িতে রাখলে প্রেম ও সুসম্পর্ক বজায় থাকে বলেও শাস্ত্রে উল্লেখ আছে। রুপোর ময়ূর সৌভাগ্য, শান্তি ও সমৃদ্ধির প্রতীক; আর যদি বিবাহিত নারী তার সিঁদুর কৌটিতে এই রূপালি ময়ূর রাখেন, তাহলে তা অতিমাত্রায় শুভ কাজ হিসেবে গণ্য হয়।

শাস্ত্রানুসারে, রূপোর ময়ূর ড্রয়িং রুমে রাখলে নেগেটিভ শক্তি দূর হয়, দুর্ভাগ্য পালায়, এবং প্রতিটি কাজেই সাফল্য আসে।

পূজা বা উপাসনালয়ে রূপো এক বিশেষ আনুগত্য
পুজোর সময় রূপোর ময়ূরকে শান্ত মূর্তি হিসেবে উপাসনালয়ে রাখা বিশেষ শুভ বলে বিবেচিত। এতে পুজোর ফল দগ্ধ হয় এবং অনেকে মনে করেন, রূপোলি ময়ূর গ্রহনের মাধ্যমে সৌভাগ্য বাড়ে, জীবন উজ্জ্বল হয়।

কবে কিনবেন? কোথায় রাখবেন?
যদি নিজে চান নিজের ভাগ্য আরও মধুর ও শান্দার করতে, তাহলে একটি রূপোর ময়ূর সংগ্রহ করুন আপনার লকার বা ড্রয়িং রুমে, হয়তো উপাসনালয়ে। যেখানে এটি সবচেয়ে প্রাসঙ্গিক।
শাস্ত্র অনুযায়ী, পূর্ণিমার দিন কিনতে হবে রূপোর ময়ূর, সেটি সবচেয়ে মঙ্গলের চিহ্ন।

Advertisement

সারসংক্ষেপে, রূপোর ময়ূর একটি সূক্ষ্ম প্রতীক হতে পারে, কিন্তু সেটি ঘরে রাখা মানে শুধু শোভা নয়, শান্তি ও সমৃদ্ধি বজায় রাখার এক প্রাচীন কায়দা, আর সেই কারণেই এটি আজও বহু মানুষের বিশ্বাস ও আস্থা ধরে রাখে।

 

POST A COMMENT
Advertisement