অনেক সময় বয়স পেরিয়ে গেলেও ভাল সম্পর্ক বা বিয়ে হয় না ছেলে মেয়েদের। আবার অনেক সময় সবকিছু পাকাপাকি হওয়ার পরেও আসে নানা বাধা বিপত্তি। যার জেরে বয়স বেড়ে গেলেও উপযুক্ত জীবনসঙ্গী পাওয়া যায় না। তবে বাস্তু বলছে, ছোটখাটো কিছু টিপস মেনে চললে এই সমস্যা সহজেই দূর করা যায়।
১. বাস্তু অনুসারে বিবাহযোগ্য ছেলে-মেয়েদের দক্ষিণ বা দক্ষিণ-পশ্চিম দিকে ঘুমানো উচিত নয়। দক্ষিণ বা দক্ষিণ-পশ্চিম দিকে ঘুমালে বিয়েতে বা সুসম্পর্কে বাধা আসে।
২. বাস্তু অনুসারে, বিবাহযোগ্য ছেলে এবং মেয়েদের এই সমস্যা এড়াতে উত্তর দিকে পা রেখে ঘুমানো উচিত।
৩. বাস্তুশাস্ত্র বলছে, বিবাহযোগ্য ছেলে-মেয়েদের কালো পোশাক থেকে দূরে থাকা উচিত। বাস্তু মতে, কালো রঙকে হতাশার প্রতীক হিসেবে ধরা হয়।
৪. বাস্তু অনুসারে, লাল, হলুদ বা সবুজ রঙের পোশাক যুবকদের জন্য শুভ। তাই সম্ভব হলে উজ্জ্বল রং-এর পোশাক পরুন।
৫. মঙ্গলের অশুভ দশার কারণেও দাম্পত্য জীবনে সমস্যা হতে পারে। এই জন্য ঘরের গোলাপি বা আকাশী করা উচিত।
৬. বিবাহযোগ্য ছেলে-মেয়েদের একাধিক দরজা বা জানালা আছে এমন ঘরে ঘুমানো উচিত। যে ঘরে আলো-বাতস নেই সেখানে ঘুমানো ঠিক নয়।
৭. মেয়ের ঘর উত্তর-পশ্চিম দিকে হলে বিবাহ সংক্রান্ত কোনও বাধা থাকে না। সেই সঙ্গে বৃহস্পতির পুজো করলেও বিয়ে ও সম্পর্কের বাধা দূর হয়।
আরও পড়ুন - লোডশেডিংয়ে টেনশন নেই, চার্জ দিলেই এই বাল্ব জ্বলবে দীর্ঘক্ষণ
আরও পড়ুন - Pulsar N250 সহ ৫ দুর্দান্ত হাইস্পিড বাইক বাজারে আসছে, কবে?