বাস্তু টিপসবাস্তুমতে (Vastu Shastra) বাড়ির আশেপাশে কিছু গাছ থাকলে ভাগ্য পরিবর্তন হতে পারে। গৃহস্থে সমৃদ্ধি বৃদ্ধি করতে কিম্বা কোনও বাধা থেকে বাড়ির সদস্যদের রক্ষা করতে বাস্তুশাস্ত্রমতে নানান পরামর্শ দেওয়া হয়। ঘরের কোন কোণে কোন জিনিসটি রাখলে সংসারে সুখ আসে, আর কোন জিনিস সরালে তা উন্নতি বৃদ্ধি করে তার পরামর্শ দিয়ে থাকেন বাস্তুশাস্ত্রবিদরা।
শীতে নানা গাছ লাগানো হয়
আমাদের বাগানে আমরা নানা ধরনের গাছ লাগাই। এই শীতে নানা ধরণের ফুল গাছ, ফল গাছে ভোরে ওঠে বাগান। বাস্তুশাস্ত্র মতে বলা হচ্ছে, কিছু গাছ সংসারে যেমন সুখ সমৃদ্ধি বাড়িয়ে দেয়, তেমনই কিছু গাছ সংসারে আনে নেতাবাচক বার্তা। দেখা যাক, পেঁপে গাছ বাড়িতে লাগালে তার ফল কী হয়?
বাস্তুমতে পেঁপে গাছ বাড়িতে লাগানো শুভ?
পেঁপে দারুণ স্বাস্থ্যকর ফসল। তবে এই গাছ বাড়িতে লাগানোর কিছু নিয়ম রয়েছে। বাস্তুশাস্ত্রবিদদের মতে, পেঁপে গাছ বাড়ির একদম সামনে যদি উঠতে থাকে, তাহলে তা আর্থিক সমস্যা তৈরি করতে পারে। এছাড়াও বাড়ির শাস্তি ও সমৃদ্ধির রাস্তাতে এই গাছ বাধা হয়ে দাঁড়াতে পারে। তাই বহু বাস্তুবিদ পরামর্শ দিয়ে থাকেন যে, পেঁপে গাছ যেন বাগানে না লাগানো হয়। বিশেষত বাড়ির সামনে পেঁপে গাছ লাগানো সুখকর নয় বলে তাঁদের মত। পেঁপে গাছ থেতে আসা নেতিবাচক প্রভাব কমাতে, বেশ কিছু বাস্তুবিদ এক প্রতিকারের সন্ধানও দিয়েছেন। তাঁরা বলছেন, আর্থিক দুর্গতি কাটাতে, এই গাছের গায়ে অশ্বগন্ধা লাগাতে পারেন। এই গাছের আশপাশে কোনও ভারী জিনিস রাখার পরামর্শ দেওয়া হচ্ছে।
এছাড়াও বাড়ির কোনও জিনিস এই গাছের পাশে না রাখার পরামর্শ দেওয়া হচ্ছে। তবে পাশপাশি এও বলা হচ্ছে যে, পেঁপে গাছ বাড়ির কোনদিকে লাগানো হচ্ছে, তার ওপরেও বেশ কিছু প্রভাবের বিষয় নির্ভর করছে। ফলে পেঁপে গাছ লাগালেও কিছুটা নিয়ম মেনে তা লাগাতে হবে। না হলে সমস্যা বাড়তে পারে।