Maa Lakshmi Arrival Time: দিনের এই সময় ঘরে আসেন মা লক্ষ্মী, তখন কী করবেন, কী নয়?

মা লক্ষ্মী বাড়িতে এলে জীবনে সুখ-সমৃদ্ধির শেষ থাকে না। সংসারে অর্থের অভাব হয় না। ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফুলে ফেঁপে ওঠে। তাই বাড়িতে মায়ের আগমনের অপেক্ষা করেন ভক্তেরা। আর শাস্ত্র বিশেষজ্ঞরা বলছেন, মা দিনের নির্দিষ্ট সময়ই বাড়িতে আসেন। তাই এই নির্দিষ্ট সময় এমন কিছু কাজ করা যাবে না যাতে মা ক্ষুদ্ধ হন। ছেড়ে যান আপনার বাড়ি।

Advertisement
দিনের এই সময় ঘরে আসেন মা লক্ষ্মী, তখন কী করবেন, কী নয়?দিনের এই সময় ঘরে আসেন মা লক্ষ্মী
হাইলাইটস
  • মা লক্ষ্মী বাড়িতে এলে জীবনে সুখ-সমৃদ্ধির শেষ থাকে না
  • সংসারে অর্থের অভাব হয় না
  • মা দিনের নির্দিষ্ট সময়ই বাড়িতে আসেন

মা লক্ষ্মী বাড়িতে এলে জীবনে সুখ-সমৃদ্ধির শেষ থাকে না। সংসারে অর্থের অভাব হয় না। ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফুলে ফেঁপে ওঠে। তাই বাড়িতে মায়ের আগমনের অপেক্ষা করেন ভক্তেরা। আর শাস্ত্র বিশেষজ্ঞরা বলছেন, মা দিনের নির্দিষ্ট সময়ই বাড়িতে আসেন। তাই এই নির্দিষ্ট সময় এমন কিছু কাজ করা যাবে না যাতে মা ক্ষুদ্ধ হন। ছেড়ে যান আপনার বাড়ি।

কখন বাড়িতে প্রবেশ করেন মা লক্ষ্মী?

শাস্ত্র মতে, মা লক্ষ্মী ঘরে ঘরে প্রবেশ করেন সূর্য ডোবার পর। বলা হয়, সন্ধে ৭টা থেকে রাত ৯টার মধ্যে ঘরে প্রবেশ করেন মা লক্ষ্মী। এই সময় তাই কয়েকটি বিষয় মাথায় রাখতে হবে।

এই সময় কী করা উচিত?

মাথায় রাখবেন, মা লক্ষ্মীকে ঘরে প্রবেশ করানোর জন্য সন্ধের পর ঘরের দরজা খুলে রাখতে হবে। এই কাজটা করলেই বাড়িতে প্রবেশ করবেন মা। এরপরই বাড়িতে বিরাজ করবে পজিটিভ এনার্জি। পাশাপাশি সংসারে সুখ ও সমৃদ্ধি আসবে। আপনার হাতে থাকবে টাকা। কোনও দিনও অভাবের সম্মুখীন হবেন না।

এছাড়া নিজের ও পরিবারে ভাল চাইলে সন্ধের আগেই একবার ঘর পরিষ্কার করে নিন। কারণ, নোংরা ঘরে মা পা দেন না। তিনি সেখান থেকে চলে যান। তখন কিন্তু সংসারে আর্থিক ক্ষতি হতে পারে। তাই এই বিষয়টা মাথায় রাখুন।

শুধু তাই নয়, এই সময় তুলসী গাছে পুজো দিন। তুলসী তলায় প্রদীপও জ্বালাতে পারেন। তাতে মায়ের আশীর্বাদ পাবেন। জীবনে অর্থের অভাব হবে না।

কী করবেন না?

এছাড়া মা লক্ষ্মীকে বাড়িতে রাখতে চাইলে সেই সময় কয়েকটি কাজ করা চলবে না। আর সেই কাজগুলি হল-

১. সন্ধের সময় মা বাড়ি আসেন। তাই চেষ্টা করুন এই সময় কোনও টাকার লেনদেন না করার। তাহলেই বাড়িতে অর্থের সমাগম হবে। আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফুলে উঠবে টাকায়।

২. সন্ধের সময় কোনও মতেই রাগ দেখাবেন না। বরং এই সময়টা বাড়িতে যাতে শান্তি বিরাজ করে সেটা নিশ্চিত করুন। তাহলেই মা বাড়িতে এসে থাকবেন। অন্যথায় তিনি চলে যেতে পারেন। আপনার হতে পারে ক্ষতি।

Advertisement

তাই নিজের ভাল চাইলে এই ভুলগুলি একবারেই করবেন না। বরং এই সময় একটি সমঝে চলুন। কয়েকটি নিয়ম মেনে চলুন। তাহলেই টাকার অভাব হবে না।

POST A COMMENT
Advertisement